ইট ভাটায় মাটি কাটার কারণে কৃষি জমি হুমকির মুখে।

in আমার বাংলা ব্লগ14 days ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ইট ভাটায় মাটি কাটার কারণে কৃষি জমি হুমকির মুখে এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240415233200.jpg

প্রযুক্তিগত যতো উন্নত হচ্ছে ততোই এই পৃথিবীতে মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনে সুফল নিয়ে আসলেও কিছু কিছু বিষয়ে বেশ অকল্যাণ বয়ে আনে। বসবাস এবং স্বাভাবিক জীবন যাপনের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ । আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মাটির উপর নির্ভরশীল। বসবাসের জায়গার জন্য মাটি খুবই প্রয়োজন। মাটি উপরে যাবতীয় কৃষি সকল উপকরণ উৎপাদন হয়ে থাকে। এই পৃথিবীতে চার ভাগের এক ভাগ হচ্ছে ভূমি।

1000033034.jpg

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের ভূমি থেকে মাটি দিন দিন হারিয়ে যাচ্ছে নানা কারণে। বিশেষ করে ইট ভাটায় মাটি কাটার কারণে কৃষি জমি হুমকির মুখে পড়েছে। ছোটকাল থেকে আমরা দেখে আসছি, ইট ভাটার জন্য কৃষি জমি থেকে মাটি নিয়ে যায় প্রতিবছর। আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে যখন জমি থেকে মাটি কাটতো তখন মানুষ হাত দিয়ে কোদালের সাহায্যে মাটি কাটতো। তখন মাটি কাটার গভীরতা ছিলো সর্বোচ্চ দুই ফুট। যখন মাটি কাটতো তখন ঐ জমিতে এক থেকে দুই বছর পরে ধান সহ অন্যান্য ফসল উৎপাদন করা যেতো।

1000033032.jpg

তবে এখন বর্তমানে আধুনিক প্রযুক্তি অর্থাৎ মাটি কাটার ভেকু মিশন দিয়ে মাটি কাটা ফলে ঐ জমি প্রায় ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত গভীর হয়ে থাকে। একবার যদি জমি থেকে মাটি কাটা হয় তাহলে ঐ জমি জীবনের জন্য ধ্বংস হয়ে যায়। ঐ জমি আর কখনো ভরাট হয় না। কৃষি জমি থেকে যখন ভেকু মিশন দিয়ে ১৫ ফুট মাটি কাটা তখন জমি চিরদিনের জন্য গর্তে পরিণত হয়। এখন বর্তমানে প্রায় সময় কৃষি জমির উর্ভর মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায় । ফলে হুমকির মুখে পড়েছে কৃষি জমি।

1000033037.jpg

কৃষি জমি থেকে মাটি কাটার জন্য অনেক আইন থাকলেও বিভিন্ন পর্যয়ে প্রভাবশালী লোকের জন্য এসব আইন কার্যকর হয় না। যার ফলে প্রায় সময় কৃষি জমি থেকে রাতে মাটি কাটা হয়ে থাকে। এতে করে যে জমি থেকে মাটি কাটা হয় ঐ জমি শুধু ধ্বংস হয়ে যায় না তার সাথে জমির চারপাশের অন্যান্য জমি হুমকির মুখে পড়ে। কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থের জন্য অবৈধভাবে চালাছে ফসলি জমির মাটি কাটার কাজ। এতে করে কৃষি কাজের উপর বিরূপ প্রভাব পড়ছে। প্রশাসনের নজর ফাঁকি দিয়ে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই এ সব মাটি কেটে নিয়ে যায় ইট ভাটায়।

মাটি কাটার কারণে ফসলি জমি পরিণত হচ্ছে জলাশয়ে। ভেকু দিয়ে মাটি কাটার ফলে পাশের ফসলি জমি ভেঙে পড়ছে। ফসলি ক্ষেতের উপর দিয়ে রাস্তা তৈরি করে নিয়ে যাচ্ছে মাটির ট্রাক। এতে করে ফসলে জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটি ট্রাক দিয়ে ইটভাটায় নেয়ার ফলে গ্রামীণ কাঁচা পাকা সড়ক গুলো নষ্ট হচ্ছে। এতে করে ইট ভাটায় মাটি কাটার কারণে কৃষি জমি এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 14 days ago 

আসলে মাটির উর্বরতা শক্তির একটা স্তর রয়েছে। সেই অংশটা উঠিয়ে ফেললে সেখানে ফসল উৎপাদন হয়না। এভাবে ইট ভাটার জন্য মাটি উঠিয়ে নিলে ধীরে ধীরে সবকিছু শেষ হয়ে যাবে। যাইহোক এলাকার মানুষের সাথে কথা বলে সঠিক ব্যাবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ ভাই বিষয়টি নিয়ে পোস্ট করার জন্য।

 13 days ago 

ইট ভাটায় মাটি কাটার কারণে কৃষি জমি আজ হুমকির মুখে।আমরা ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানের কথা ভেবে নিজেদেরই বিপদ ডেকে আনি।যা কাম্য নয়।ইট ভাটায় মাটি কাটার কারণে সাধারণ জীবনযাত্রা ব্যহত হচ্ছে।গ্রামের সকলের সাথে পরামর্শ করে এর ব্যবস্থা নিতে হবে।সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 13 days ago 

সত্যি বলতে কৃষি জমি থেকে এরকম মাটি কাটার কোন আইন নেই। এটা আপনি সত্যি বলেছেন ভাই প্রভাবশালী ব্যক্তিদের জন্য কোন আইন কার্যকর হয় না। কৃষি জমিতে উর্বর মাটি থাকে উপরের অংশে আর এই উপরের অংশের মাটি যদি কেটে ইটভাটাতে কাজে লাগানো হয় তাহলে আমাদের দেশের কৃষি অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 11 days ago 

এটা সত্যি কথা, আমরা প্রযুক্তিগত দিক থেকে যত উন্নত হচ্ছি আমাদের বসবাসের পরিবেশ তত বেশি ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমি মনে করি, ফসলের জমি থেকে মাটি নিয়ে ইটভাটায় ইট তৈরির কাজে ব্যবহার হলে, সেটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি হুমকির কারণ হয়ে দাঁড়াবে। আসলে অসাধু ব্যবসায়ীরা এই ব্যাপার গুলো যতদিন না বুঝবে ততদিন এই সমস্যার সমাধান নেই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59244.49
ETH 2977.21
USDT 1.00
SBD 3.77