You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪১৬| এবিবির ছক্কা-পাঞ্জা খেলার মূহুর্তগুলো কার কার মনে আছে?কি কি মনে আছে?

in আমার বাংলা ব্লগ3 months ago

এবিবির ছক্কা-পাঞ্জা খেলার মূহুর্তগুলো কার কার মনে আছে?কি কি মনে আছে?

আসলে জীবন কিছু সুন্দর মুহূর্তের কথা কখনো ভুলা যায় না। যখনি এই সুন্দর মুহূর্ত গুলো হৃদয়ের আয়নায় স্মৃতি হয়ে ভেসে উঠে তখনি আনন্দে চোখের কোণে জল জমা হয়। এবিবির ছক্কা-পাঞ্জা খেলার প্রতিটি মূহুর্ত বেশ দারুন ছিলো।

যখনি দাদা আসতো তখনি আনন্দের বাতাস আরো জোরে বয়ে যেতো । বিশেষ করে খেলার মুহূর্ত গুলো টানটান উত্তেজনাপূর্ণ ছিলো। আসলে নিজে না জিততে পারলেও শ্রদ্ধেয় দাদাসহ সবার সাথে সুন্দর মুহূর্ত পার করার আনন্দটাই ছিলো অন্যরকম। মাঝে মাঝে শ্রদ্ধেয় দাদা খেলার মাঝে ফানি কথা বলতো । ঐ মুহূর্তে গুলোতে দাদাকে নিয়ে সবাই বেশ আনন্দ করতো। খেলার মাঝে যে বিজয় হতো তার তো আনন্দের সীমা ছিলো না 20 ডলারের আপভোট পেতো। যে বিজয়ী মনোনীত হতো তাকে নিয়েও সবাই বেশ মজা করতো । সেইও বিজয়ী হওয়ার কারণে সবাইকে টিপ দিতো । এই সুন্দর মুহূর্তগুলো এখন হৃদয়ের মাঝে গেঁথে রয়েছে। এই সুন্দর মুহূর্ত গুলো এখন খুব মিস করি।