স্বরচিত কবিতা" আমি আসবো বলে;

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি কবিতা লিখেছি। আমি সব সময় রোমান্টিক কবিতা লিখতে পছন্দ করি, তবে আজকের কবিতাটিতে আমি দুটি ভালোবাসার মানুষের একে অন্যকে কাছে না পাওয়ার কষ্টের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একজন প্রেমিক তার প্রেমিকাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছে এবং সে আজও তার প্রেমিকাকে ভালোবাসে। তাই সে তার জন্য আজও পথ চেয়ে বসে আছে। এই অনুভূতি নিয়েই আমি কবিতাটি লিখেছি। আশা করি, কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

people-3422435_1280.jpg

source

আমি আসবো বলে

শত ব্যস্ততার মাঝেও যখন
তোমাকে ভুলতে পারিনা
তখন নিজেকে বড্ড অসহায় লাগে,
মনে হয় যেন এই বুঝি
আমার সবটা কেড়ে নিয়ে তুমি
মিলিয়ে গেছো দূর অন্ধকারে।
শত খুঁজেও যেন তোমাকে আর পাই না খুঁজে,
তবুও খুঁজে ফিরি তোমাকে না পাওয়ার ভয়ে।

এর শুরুটা হয়েছে তোমার থেকেই
কেনোই বা এসেছিলে এই জীবনে
আর কেনোই বা চলে গেলে
ঝড়ের মতো সবটা এলোমেলো করে,
এলেই যখন তখন থেকে যেতে
আমার সবটা তোমার মত করে গুছিয়ে।

কলেজ মাঠের সেই বকুল গাছটার নিচে
দাঁড়িয়ে কথা তো দিয়েছিলে থেকে
যাবে সবটা মানিয়ে,
সময় তো থেমে থাকে না
তুমিও ভেসে গেছো সময়ের স্রোতে,
তবে আমি থমকে আছি আজও
তোমার স্মৃতি বুকে নিয়ে।
জানি একদিন তুমি ফিরবে হয়তো আমার নীড়ে
তাই আজও পথ চেয়ে আছি,
হয়তো তুমিও আমাকে খুঁজছো
পথ চেয়ে আছো আমি আসবো বলে।

ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন

IMG_20230221_034220.jpg

আমি@Alamin-Islam , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 2 years ago 

আপনার কবিতায় ভালোবাসার দু'জন মানুষ এক সাথে হতে না পাওয়ার কষ্টের অনুভূতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে কবিতা লিখতে এবং পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা টি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষের স্মৃতি কখনোই ভুলা যায় না। আর সকল মানুষ তার প্রিয় মানুষের কাছে আসতে চাই। মনের গভীর ভাব দিয়ে লেখা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার স্বরচিত এই কবিতাটি পড়তে পেরে আমার খুবই ভালো লাগলো৷ খুবই অসাধারণ কিছু কথা আপনি আপনার এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি কবিতা আপনার কাছ থেকেই আশা করা যায়৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি কবিতা শেয়ার করার জন্য৷ এই কবিতার সবগুলো লাইন আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে৷

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা মাঝে মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা রোমান্টিক কবিতা লিখেছেন, যেটা অনেক সুন্দর ছিল। দুজন ভালোবাসার মানুষ একে অপরকে কাছে না পাওয়ার কষ্টের বিষয়টা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পুরো কবিতার মধ্যে। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে পুরোটা পড়তে। আসলে এরকম টপিক নিয়ে কবিতা লিখলে সবার কাছেই খুব ভালো লাগে সেই কবিতাটা পড়তে। কবিতার লাইনগুলো একেবারে মনটা ছুঁয়ে গিয়েছে।

 2 years ago 

আপনার আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্টের অনুভূতি টা আপনি আজকে তুলে ধরেছেন আপনার কবিতার মাধ্যমে। খুব সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন লাইন গুলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো অনেক সুন্দর রোমান্টিক কবিতা লিখেছেন।আমি আসবো বলে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসা এমন যে একজনের জন্য একজন সব সময় থাকে বেকুল। কবিতার মাধ্যমে একজন মানুষ তার ভালোবাসার মানুষের স্মৃতি আগলে রেখে বেঁচে আছে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।