স্বরচিত কবিতা " রংহীন মেঘলা আকাশ "| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভালোবাসার কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতাটি আমি খুবই সহজ ভাষায় লিখেছি। আশা করি, কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

field-3101302_1280.jpg

source

রংহীন মেঘলা আকাশ

এই রংহীন মেঘলা আকাশের দিকে
চেয়ে রই সারাবেলা,
যদি কখনও দেখা পায় বৃষ্টির
তবে সারা দেহ ভিজিয়ে বৃষ্টি পথে
হাঁটবো রাতভর।
বৃষ্টির ফোঁটায় তখন মিশে যাবে সব অশ্রু,
কাউকে বোঝাতে হবে না এটা
কান্না নাকি অভিমানের সুরে
ভেলা ভাসানোর এক অবিরাম চেষ্টা।

জানি সব অযথা তবুও মন বেঁধেছে
এক নতুন আশা,
অনেক কষ্ট অনেক বাঁধা পেরিয়ে
যখন জেনেছি তোমার মনের কথা
কখনও হারাতে দেবো না তোমায়
আগলে রাখবো নিজের করে প্রিয়তমা।
স্বপ্ন হলেও হয়তো একদিন সত্যি হবে
তোমার আমার ভালোবাসার ঘর বাঁধার আশা।

যেদিন তুমি নির্বাক চোখে
চেয়ে দেখেছিলে আমায়
তখন বুঝেছি তোমার না বলা ভাষায়
শুধু আমি আর আমাদের
একসাথে পথ চলার অঙ্গীকার।
তোমার হাত দুটো শক্ত করে ধরে
ভরসা দিচ্ছি তোমায়,
আমার জীবনের স্মৃতির পাতায়
শুধু তোমারই ঠাঁই।

সমাপ্ত

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 4 months ago 

মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন স্বপ্ন দেখবে আর এভাবে আশা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে। এটাই প্রাকৃতিক নিয়ম। বেশ ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি করে। খুব সুন্দর ভাবে আপনি কবিতার লাইন গুলো সাজিয়েছেন ভাইজান।

 4 months ago 

রংহীন মেঘলা আকাশ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন, আর কবিতাটি খুব সহজ ভাষায় লিখেছেন। যার কারণে কবিতাটি ভালোভাবে বুঝতে পারলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আজকে আপনি রংহীন মেঘলা আকাশ নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে, পুরো কবিতাটা পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম কবিতা গুলো লিখতে আমি খুবই পছন্দ করি, আর পড়তেও আমার কাছে ভালো লাগে। ছন্দ মিলিয়ে সম্পূর্ণ কবিতা লেখার কারণে, আমার কাছে পুরো কবিতা বেশি ভালো লেগেছে। সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70786.17
ETH 3822.35
USDT 1.00
SBD 3.50