ভাইজান কেমন আছেন? আশাকরি অনেক ভাল আছেন। আপনি আমার বাংলা ব্লগে নিয়মিত পোষ্ট করেন এবং খুব ভাল মানের পোষ্ট করে থাকেন। আপনার পোষ্টগুলি আমি প্রায় দেখি, আপনার লেখাগুলি অন্তর ছুয়ে যাই। পাশাপাশি আপনি প্রতিটি পোষ্টে ভাল ভোট পেয়ে থাকেন। আমি দেখেছি আপনি প্রাই পোষ্টে ১০০ ডলারের মত ভোট পান। ভাইয়া আমি আমার বাংলা ব্লগে নতুন যোগদান করেছি এবং নিয়মিত পোষ্ট করছি কিন্তু তেমন ভোট পাচ্ছি না। তাই কিভাবে আপনার মত সুন্দর পোষ্ট করিতে পারি এবং ভোট পেতে পারি এ ব্যাপারে যদি একটু সাহায্য করিতেন তাইলে অনেক উপকৃত হইতাম। আমার স্টিমিট আইডি-alamsat এবং Discord ID- @alamsat