অপারচুনিটি তৈরি করতে হয়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা মানুষ হিসেবে অনেক বেশি হতাশাগ্রস্ত হতে পছন্দ করি হয়তো। তা না হলে আপনি নিজেই দেখুন যে, আমরা প্রতিটা মানুষের জীবনে এ কোনো না কোনো হতাশা রয়েছে এবং সেগুলো নিয়ে আমরা আসলে অনেক বেশি ডিপ্রেসড থাকি এবং আমরা এমন অনেক কাজ করি না। যেটা আসলে আমরা ওই মন খারাপের জন্য করতে পারিনা। অর্থাৎ ধরুন আমাদের যদি ওই হতাশাগ্রস্থতা কিংবা মন খারাপ না থাকলে। হয়তো আমরা আরো ভালো কাজ করতে পারতাম। কিন্তু ওই যে হতাশা, ওই পিছুটানের জন্য আমরা অনেক সময় চাইলেও অনেক ভালো কাজে হাত দিতে পারি না। বলা ভালো যে হাত দিতে চাই না।
কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেছেন? যে অনেক কিছু মানুষের জীবনে শুধু অপারচুনিটি আর অপারচুনিটি? আর কেনো অনেক মানুষের জীবনে কোনো অপরচুনিটি নেই? আমি সে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা একটি ব্যাপার মাথায় সেট করে ফেলুন যে, অপারচুনিটি সব সময় একটি মানুষের সৃষ্টি করতে হয়। কেউ এই যুগে এসে আপনার সামনে আপনার জন্য কোনো সুযোগ দিয়ে রাখবে না কিংবা আমি যদি চাকরির কথাই বলি। তাহলে কেউ আপনার জন্য চাকরি হাতে নিয়ে বসে থাকবে না।
আপনি জীবনে কি করবেন, সেটা যেমন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক তেমনটাই, আপনি জীবনে কোন সুযোগ পাবেন, পাবেন না সেটাও আপনাকেই ডিসাইড করতে হবে। অর্থাৎ সুযোগ কখনোই নিজে হেঁটে আপনার কাছে ধরা দেবে না। আপনার এমন ভাবে কাজ করতে হবে যে, আপনার অপারচুনিটি যেনো আসতে বাধ্য হয়। আর এভাবেই মানুষ বিভিন্ন ভালো কাজের সুযোগ পায়। যেটা সবাই পায় না। কারণ তারা কষ্ট করতে রাজি থাকে না, সে কারণেই পায় না।
সুযোগ যেমন সব সময় আসে না। ঠিক তেমনটাই, সুযোগ সব সময় আনা সম্ভব হয় না। তাই মানুষের প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া উচিত। যে আমরা জীবনে কি করে ভালো কিছু করবো। কারণ আমরা যদি সর্বক্ষণ এটাই চেষ্টা করে থাকি যে, আমরা কিভাবে কোনো আপারচুনিটি পাবো। তখনই দেখবেন কোনো মানুষের জীবনে অনেক ভালো ভালো কিছু করার সুযোগ চলে আসে। তাই অন্যরা কি ভালো করছে, আমি কি খারাপ করছি। এসব না ভেবে, নিজের জন্য সুযোগ তৈরি করার চেষ্টা করুন।

ভাইজান কেমন আছেন? আশাকরি অনেক ভাল আছেন। আপনি আমার বাংলা ব্লগে নিয়মিত পোষ্ট করেন এবং খুব ভাল মানের পোষ্ট করে থাকেন। আপনার পোষ্টগুলি আমি প্রায় দেখি, আপনার লেখাগুলি অন্তর ছুয়ে যাই। পাশাপাশি আপনি প্রতিটি পোষ্টে ভাল ভোট পেয়ে থাকেন। আমি দেখেছি আপনি প্রাই পোষ্টে ১০০ ডলারের মত ভোট পান। ভাইয়া আমি আমার বাংলা ব্লগে নতুন যোগদান করেছি এবং নিয়মিত পোষ্ট করছি কিন্তু তেমন ভোট পাচ্ছি না। তাই কিভাবে আপনার মত সুন্দর পোষ্ট করিতে পারি এবং ভোট পেতে পারি এ ব্যাপারে যদি একটু সাহায্য করিতেন তাইলে অনেক উপকৃত হইতাম। আমার স্টিমিট আইডি-alamsat এবং Discord ID- @alamsat