পেন্সিল আর্ট // ঠোঁট, দাঁত ও জিব্বার বাস্তবসম্মত চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "ঠোঁট, দাঁত ও জিব্বার বাস্তবসম্মত চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20220627_094907.jpg

আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ইদানিং আমার এই পেন্সিল আর্ট এর অনেক ভক্তরা আরও চমৎকার চমৎকার পেন্সিল আর্ট দেখতে পাওয়ার অনুরোধ এর সাপেক্ষে আমি আজকে আবারো আপনাদের মাঝে এই চিত্রাঙ্কনটি নিয়ে হাজির হয়েছি।

তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।

উপকরণ সমূহঃ

  • সাদা অফসেট কাগজ
  • কাঠপেন্সিল (HB, 6B)
  • পেন্সিল কাটার
  • টিস্যু পেপার ও
  • রাবার।

IMG_20220627_093323.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে একটি গোল বৃত্তের মত করে অঙ্কন করে নিলাম এটি হচ্ছে মূলত মুখ।

IMG_20220627_093429.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এবার আমি এই মুখের ভিতরের জিব্বাটা অঙ্কন করে নিলাম।

IMG_20220627_093618.jpg

তৃতীয় ধাপঃ

  • জিব্বার বাকি অংশ অঙ্কন করে এরপর আমি জিব্বার উপরে কয়েকটি দাঁতের চিত্র অঙ্কন করে নিলাম।

IMG_20220627_093631.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার আমি মুখের ভিতরের অংশ এবং জিব্বাটাকে পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220627_093642.jpg

IMG_20220627_093737.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি উপরের ঠোটটি পেন্সিল দিয়ে ঘসে অংকন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220627_093748.jpg

IMG_20220627_093802.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এবার আমি নিচের ঠোটটি পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220627_093827.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এবার আমি ঠোট গুলোর মধ্যে পেন্সিল দিয়ে কিছু দাগ টেনে দিলাম এবং একটি রাবার দিয়ে কিছু কিছু জায়গা মুছে দিয়ে আমার আজকের চিত্রাংকনটি সম্পূর্ণ করলাম।

IMG_20220627_093844.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগপেন্সিল আর্ট
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
আর্টিস্ট@alauddinpabel
তারিখ২৮-০৬-২০২২ ইং
Sort:  
 3 years ago 

আপনার আর্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক ভাল লাগে আপনার এই ইউনিক আর্ট গুলো দেখতে। আপনার জন্য সব সময় ভালবাসা থাকবে ভাই।

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া দেখে চোখ জুড়িয়ে গেল। ঠোট দাঁত ও জিব্বার চিত্র অংকন এত সুন্দর ভাবে তুলে ধরেছে দেখে মনে হচ্ছে ছবি তুলেছেন। আপনার অংকন করা প্রতিটি আর্ট আমার কাছে অনেক ভালো লাগে।

 3 years ago 

ঠোঁট, দাঁত ও জিব্বার চিত্র খুব সুন্দরভাবে অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা কিন্তু অনেকেই এভাবে জিহবা বাকা করতে অভ্যস্ত। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।
এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

অসাধারণ একটি চিত্রাংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আপনি বরাবরই খুব সুন্দর পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনি। সত্যি দারুন লেগেছে আপনার আজকের আর্ট টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পেন্সিল আ‌র্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল।

 3 years ago 

পেন্সিল দিয়ে নিজ হাতে চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে চিত্রাংকন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল স্কেচ এর ক্ষেত্রে আপনি বস লেভেলের লোক। এটা সবাইকে মানতে হবে। আপনার প্রতিটি পেন্সিল স্কেচ আমার কাছে অসাধারণ লাগে। চালিয়ে যান ভাই। আরো এমন আর্ট সামনে দেখতে চাই।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি পেন্সিল স্কেচ করেছেন। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি সবসময় আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর পেন্সিল স্কেচ শেয়ার করেন । আর এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেন্সিল স্কেচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ঠোঁট, দাঁত ও জিব্বার চিত্র অংকন আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে এই চিত্র অংকন করলেন। সত্যিই আপনার চিত্র অংকন করার উপস্থাপন এবং পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও!! আপনি খুবই চমৎকার করে পেন্সিল আর্ট // ঠোঁট, দাঁত ও জিব্বার বাস্তবসম্মত চিত্রাংকন করেছেন।যা দেখে আমি অভিভূত আমি মুগ্ধ সত্যি অসাধারণ হয়েছে আপনার চিত্রাঙ্কন টি♥♥

 3 years ago 

ঠোঁট, দাঁত ও জিব্বার বাস্তবসম্মত চিত্রাংকন অসাধারণ হয়েছে। আপনি সব সময়ই ইউনিক কিছু করার চেষ্টা করেন। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।