আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
আমার চোখে এক সমুদ্র স্বপ্ন,
নীলচে ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যায়,
আমি ডুবে যাই সেই গভীরে জলে,
হারিয়ে ফেলি মন তোমার ভালোবাসা ছোঁয়াই।
তোমার ছোঁয়া দোলানো বাতাস,
শরতের মৃদু সন্ধ্যার মতো,
তুমি আসো, তুমি যাও,
তবু থেকো তুমি চিরকাল আমার হয়ে।
তুমি আকাশের নীল,
আমি হবো মেঘের খেলা,
তোমার ভালোবাসায় রঙ্গের ছোঁয়ায়,
ফুটে ওঠে আমার জীবন।
তুমি ছাড়া পৃথিবী বড় বেশি লাগে ফাঁকা,
তোমার কণ্ঠে গেয়ে ওঠে গান ককিলেরা,
তুমি দূরে গেলে বৃষ্টি ঝরে,
মন কাঁদে আমার নিঃশব্দে অবিরাম।
শব্দেরা থেমে যায় তোমার সামনে,
ভাষারা হারায় আপন ঠিকানা,
শুধু তোমার জন্যে।
তোমার চোখের গভীর দৃষ্টি।
আমাকে বলে দেয় সব কথা।
তাইতো আমি নিরবে,
ভাবি শুধুই তোমার কথা।
তোমার স্পর্শে জেগে ওঠে,
আমার বুকের ব্যথা,
তাইতো সেই ব্যথা পেয়ে,
খুঁজে পায় শান্তি ছুঁয়া।
ভালোবাসার মিষ্টি ব্যথা,
যে ব্যথায় থাকে সুখের ছোঁয়া,
সেি ব্যথায় হৃদয় আমার,
দোলে দেয় গভীর ভাবে অবিরাম।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।



Upvoted! Thank you for supporting witness @jswit.