আমার আজকের কবিতাটি // শিশির ভেজা ঘাস
আসসালামুআলাইকুম/আদাব
প্রকৃতির অপরূপ সুন্দর্য্যময় দৃশ্য গুলো খুবই ভালো লাগে। তাই তো প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে খুব ইচ্ছা করে। আর এই প্রকৃতির মাঝে আমারও অনেক বেশি ভালো লাগে। তাই তো প্রকৃতির প্রেমে নিজেকে বিলিয়ে দিতে চায়। আজকে তাই প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।
মোঃ আলিফ আহমেদ
ভোরের আলো নামে শিশির ভেজা ঘাসে,
নীরবতার মাঝে হাসি খেলে যায় বাতাসে।
পাখির ডানায় ভর করে জেগে ওঠে গান,
নীল আকাশে মিশে যায় নতুন দিনের টান।
সবুজ পাতার ফাঁকে রোদের সোনালি হাসি,
মন ভরে যায় দেখে প্রকৃতির এই আভাসি।
ফুলের রঙে রঙিন হয় স্বপ্নের পথ,
সুগন্ধে ভরে ওঠে হৃদয়ের সব ব্যথা-শোক।
নদীর জলে ঢেউ খেলে শান্ত সুরে,
চুপিসারে কথা বলে দূরের দূরত্ব ঘুচিয়ে।
হাওয়ার স্পর্শে গাছেরা দোলে ছন্দে,
প্রকৃতির মায়ায় মন হারায় আনন্দে।
চাঁদের আলো রাতে জাগায় নীরবতা,
তারার আলোয় ঝলমল করে আকাশ-ব্যথা।
এই রূপ, এই সুর, এই চিরন্তন গান,
প্রকৃতির বুকে খুঁজে পাই জীবনের মান।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।



আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার শিশির ভেজা ঘাস শেষে কবিতা পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। আর প্রকৃতি সৌন্দর্য সব সময় সবাই কিন্তু উপভোগ করতে চায়। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।