You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮৯
আমরা সব বন্ধুরা মিলে একটা সিদ্ধান্ত নিলাম খেজুরের রস খাব,কিন্তু রস খাওয়া টা হবে চুরি করে খাওয়া
শীতের ভোরে গাছিকে ফাঁকি দিয়ে রস চুরি করার জন্য আমরা বিল পাড়ে গেলাম। টুলে উঠে হাঁড়িতে সবে মুখ লাগিয়েছি, অমনি টুলটা ফসকে গেল। আমি হাঁড়িটাকে দুহাতে জাপটে ধরে ডালে ঝুলে রইলাম। গাছি দূর থেকে চেঁচিয়ে বলল, "এই কে রে, রস চোর।"
সে দৌড়ে আসার আগেই আমি হাঁড়ি সমেত মাটিতে লাফ দিলাম। আমি এক লাফে হাঁড়িটি নিয়েই শিয়াল-দৌড় দিলাম। গাছি কাছে এসে আমাকে ধরতে পারল না। সে রেগে চিৎকার করে বলল, "আরে বাবা, এ তো দেখি চোর নয়, সোজাসুজি ডাকাত।"
বিশেষ দ্রষ্টব্য :-অনু গল্পটা সবাই মজা হিসেবে নিবেন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। কারণ খেজুরের গাছটা ছিল আমার মামার তাই চুরি করার সাহস পেয়েছি।
যেহেতু বন্ধুরা সবাই রস খেতে চেয়েছে। তাই এই কাজটা করেছি।
