"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৪০ | শেয়ার করো, বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি |
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টাইটেলটি দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজ আমি প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট করতে এসেছি। আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু এবং নতুন ধরনের প্রতিযোগীতা।
তবে চলুন প্রথমেই প্রতিযোগিতার টপিক সম্পর্কে জেনে আসি, শেয়ার করো তোমার সেরা, বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।
বর্তমানে বর্ষাকাল চলছে। বর্ষাকাল মানেই প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে, বর্ষাকাল মানেই প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। এই বর্ষাকাল মানেই প্রকৃতির নতুন রুপ। বর্ষাকাল মানেই নদীতে থৈ থৈ পানি এবং নদীতে নতুন মাছের আগমন। তাই আমরা সবাই মিলে এবার চিন্তা ভাবনা করি একটি সিদ্ধান্ত নিয়েছি, এবার বর্ষাকালীন প্রাকৃতিক ফটোগ্রাফি হবে। যেখানে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করতে পারবেন এবং বর্ষাকালীন যে কোন ফটোগ্রাফি শেয়ার করতে পারবেন।
কিছুদিন আগেও প্রচুর বৃষ্টি হলো কিন্তু দুদিন থেকে অনেক গরম পরছে। তবে ওয়েদার ম্যাপে দেখলাম আগামী শুক্রবার থেকে আবারো বৃষ্টি হবে। তাই আশা করছি আপনারা সবাই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আপনার ফোনে কিংবা ক্যামেরায় ক্যাপচার করতে পারবেন। সেই সব ফটোগ্রাফি গুলো দিয়েই আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রায় সবাই ফটোগ্রাফি করেন এবং আপনাদের ফটোগ্রাফি গুলো প্রশংসার যোগ্য। তাই এবার আমরা ফটোগ্রাফি প্রতিযোগিতা রেখেছি। আশা করছি এই প্রতিযোগীতায় আপনার সবাই অংশগ্রহণ করবেন।
নির্দেশিকাঃ
প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
আপনার বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি - পোস্টে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
ছবিগুলো সম্পূর্ণ আপনার নিজের ক্যাপচার করা হতে হবে। ক্যামেরা ডিটেলস সম্পর্কে লিখতে হবে এবং লোকেশন ব্যবহার করতে হবে।
যে ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করবেন সেই ফটোগ্রাফি সম্পর্কে ন্যূনতম কিছু কথা লিখতে হবে।
পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
অংশগ্রহনের সময়সীমা ২৭ জুলাই, ২০২৩ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-40, #photography-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ১০০ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ৭০ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ৫০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ৩০ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ২০ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ১৫ স্টিম
- সপ্তম স্থান অধিকারী- ১৫ স্টিম
- বিশেষ পুরস্কার- ২৫ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ
ID | Designation |
---|---|
@rme | Founder |
@blacks | Co-Founder |
@rupok | Moderator |
@alsarzilsiam | Moderator |
@kingporos | Moderator |
@tangera | Moderator |
@ayrinbd | Moderator |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........
সবার প্রথমেই পোস্ট করলাম।
পোস্ট লিঙ্ক
প্রথম অংশগ্রহণকারী।
টুকটাক বৃষ্টি তো হচ্ছে সিয়াম ভাই, তবে ক্যামেরা নিয়ে যে এই বৃষ্টির ভিতর দৌড়াদৌড়ি করব এটা করতেই তো বেশি ভয় করে। কারণ ইদানিং প্রচুর পরিমাণে বাজ পড়ছে বৃষ্টি চলাকালীন অবস্থায়। তবে আশা করি এই প্রতিযোগিতায় আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। শুক্রবার থেকে যদি বৃষ্টি হয় তাহলে ক্যামেরা নিয়ে বেরিয়ে যাব ফটোগ্রাফি করতে। এই কনটেস্ট টা আসলে আমার জন্য পারফেক্ট।
আহা,একটা বাজ যদি আপনার মাথায় পরতো তাহলে উল্টো আপনার মাথার সাথে বাজ পরে বাজ আহত হতো🤣🤣
নেভী আপু কি বিলুপ্ত হয়ে গেছেন নাকি... আপনার কোন খোঁজ খবর নেই কেন আজকাল...?
আমার মাথায় বাজ পড়ার আগে আমি গিয়ে আগে বাজের মাথার উপর পড়বো। 😂
ওয়াও ফটোগ্রাফি প্রতিযোগিতা? আমি ১০০% অংশগ্রহণ করার চেষ্টা করব। কিন্তু চিন্তায় আছি কয়েকদিন থেকেই প্রচণ্ড গরম পড়ছে। বৃষ্টির কোন নাম গন্ধ নেই কখন যে ফটোগ্রাফি করি। যাইহোক তারপরেও চেষ্টা করব।
এবার তো দেখছি একদম নতুন একটা প্রতিযোগিতা নিয়ে এসেছেন। যদিও ফটোগ্রাফি করতে আমার নিজেরও ভীষণ ভালো লাগে। আপনার বৃষ্টির ফটোগ্রাফির কথা শুনে, আমার তো ইচ্ছে হচ্ছে যদি এখন বৃষ্টি হতো। তবে শুক্রবারের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি করব? সেটাই চিন্তা করছি। এবার তো আমার বাংলা ব্লগের সবাই মিলে বৃষ্টির জন্য দোয়া করতে হবে হা হা । আশা করছি সবার কাছ থেকে দারুন কিছু বর্ষাকালীন ফটোগ্রাফি দেখতে পারবো। এবারের সপ্তাহ ভরবে প্রাকৃতিক সৌন্দর্যে।
ভাইয়া আপনার প্রতিযোগিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে ভাইয়া এখন বর্ষাকাল ঠিক কিন্তু বৃষ্টির বৃষ্টি ছিটেফোঁটা ও নেই বলে চলে।যাইহোক প্রতিযোগিতা কিন্তু দারুণ। চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
এবার দারুণ একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করব কারণ প্রকৃতির সৌন্দর্য সবসময় উপভোগ করতে পছন্দ করি বিশেষ করে বর্ষাকালীন সময়ে প্রকৃতির সৌন্দর্য খুবই সুন্দর থাকে। সেই দৃশ্যগুলো প্রতিবছরের উপভোগ করে থাকি আমার কাটানো মুহূর্তের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৪০, শেয়ার করো বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি। ভাই দারুন একটি প্রতিযোগিতা দিয়েছেন। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বর্ষাকালে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো। এই প্রতিযোগিতাটি পুরোটাই ভিন্ন ধরনের। আমি নিজেও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবো এবং ভিন্ন ধরনের বর্ষাকালীন ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।
এতো দেখি মেঘ না চাইতে বৃষ্টি। অনেক দিন যাবৎ মনে মনে ভাবছিলাম যে কতই তো ফটোগ্রাফি করি । তাহলে স্নিগ্ধ বর্ষাকাল নিয়ে একটি ফটোগ্রাফি পোস্ট করলেই ভালোই তো হতো। মনের ভাবনা টি আজ সত্য হলো। আশা করবো সবাই তাদের সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট দিয়ে বিজয়ের মালা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে।
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কারণ এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালের আকাশ এবং প্রকৃতির সুন্দর থাকে। সবার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো সেই খুশিতে মনটা অনেক ফুরফুরে। তবে মুশকিল হচ্ছে যে বৃষ্টি তো সবসময় হয় না। ভাগ্যিস প্রতিযোগিতার মেয়াদ শেষ হওয়ার আগে যেন একটা খুব সুন্দর বৃষ্টি হয় প্রকৃতিতে। তাহলে খুব সুন্দর সুন্দর বৃষ্টি ভেজা প্রকৃতি ফটোগ্রাফি গুলো শেয়ার করার সুযোগ হবে। এছাড়াও মেঘলা আকাশের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নেওয়া যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব।
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভিন্নধর্মী একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আসলে বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগের সবার থেকে বর্ষাকালের দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখার আশায় থাকলাম। আর আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।