স্টিমিট, আমার বাংলা ব্লগ আর আমার নীরব গল্প
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ লিখতে বসে বারবার থেমে যাচ্ছি। কি দিয়ে শুরু করবো, কোথায় থেকে কি বলবো, ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ আজকের এই লেখা শুধু স্টিমিট নিয়ে নয়, শুধু একটা কমিউনিটি নিয়েও নয় বরং এটা আমার জীবনের প্রায় সাড়ে চার বছরের একটা নীরব গল্প।
২০২১ সালের ৮ই এপ্রিল। এই তারিখটা আমার কাছে শুধু একটা দিন না, এটা আমার নতুন জীবনের শুরু। সেদিন আমি স্টিমিটে প্রথম পা রাখি। তখন আমার বাংলা ব্লগ কমিউনিটি ছিল না, ছিল না পরিচিত মুখ, ছিল না পথ দেখানোর কেউ। সব কিছুই ছিল অচেনা, একটু ভয়ংকরও। তখন স্টিমিটের দাম ছিল প্রায় ৭০ থেকে ৯০ টাকার মধ্যে। দাম ভালো ছিল, কিন্তু কাজ শেখাটা ছিল ভীষণ কষ্টের কারন এই প্লাটফর্মে আমার পরিচিত কেউ ছিলো না আর যেই একজন ছিলো সে কখনও চায় নি আমি এখানে কাজ করি। তবে আমি চেষ্টা চালিয়ে যেতাম, পোস্ট লিখতাম, কিন্তু বুঝতাম না ঠিক হচ্ছে নাকি ভুল। অনেক সময় পোস্ট করে চুপচাপ বসে থাকতাম, কেউ দেখলো কিনা, কেউ পড়লো কিনা, কেউ কমেন্ট করলো কি না, কিছুই জানতাম না।
অনেকটা সময় গেছে ভাবতে ভাবতে, আমি কি পারবো? আমি কি এই জায়গার যোগ্য? কারন আমি এসব কিছু বুঝতাম না, সেই সাথে মার্কডাউন কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতাম না। তবুও আমি থামিনি। কারণ কোথাও একটা বিশ্বাস ছিল, যদি লেগে থাকি, কিছু না কিছু হবেই। এদিক দিয়ে আমার মা ও অনেক মোটিভেশন দিয়েছিলো। এই যাত্রায় অনেক অচেনা মানুষ আমাকে হাত ধরে তুলে দিয়েছেন। কেউ কমেন্টে ভুল ধরিয়ে দিয়েছেন, কেউ ধৈর্য ধরে বুঝিয়েছেন, কেউ শুধু বলেছিলেন, চালিয়ে যান। আজ তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানালেও সেটা কম হয়ে যাবে।
তারপর একদিন আমার জীবনে এলো সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার বাংলা ব্লগ কমিউনিটি। কীভাবে জানি না, কিন্তু আমার কাজগুলো চোখে পড়ে ফাউন্ডার rme দাদার। তিনি বিশ্বাস করে আমাকে মডারেটরের দায়িত্ব দেন। সেই দিনটা আজও ভুলতে পারি না। মনে হয়েছিল, এই প্ল্যাটফর্ম আমাকে গ্রহণ করেছে।এরপর কেটে গেছে চারটা বছর। দায়িত্ব, ভালোবাসা, হাসি, ভুল, শাসন, শেখানো—সব মিলিয়ে একটা পরিবার হয়ে উঠেছিল এই কমিউনিটি। এই কয়েক বছর অনেক আনন্দ করেছি, অনেক নতুন নতুন কাজ শিখেছি, কাজ করেছি। হ্যাংআউট থেকে শুরু করে রবিবারের আড্ডা প্রযন্ত সব কিছু আজ ও মনে পরে। সেই রাত জেগে লুডু খেলা, মিটিং করা, এবং দাদার কাছে কাজ শেখা সব কিছুই জীবনের একটি অংশ ছিলো। কিন্তু আজ সত্যি বলতে গেলে মনটা খুব ভারী। কারণ এই মাসের ৩১ তারিখে আমাদের বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে যাচ্ছে।
জানি, এটা সিদ্ধান্তের ব্যাপার। জানি, সবকিছুর শেষ থাকে। তবুও কিছু জায়গা থাকে যেগুলো হারালে বুকের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। আমি এখনও মন থেকে মানতে পারছি না কমিউনিটি বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাংলা ব্লগ আমার কাছে শুধু একটা কমিউনিটি ছিল না, এটা ছিল আমার পরিচয়, আমার বড় হয়ে ওঠার জায়গা। আজ মনে হচ্ছে, যেন একটা ঘর হারাচ্ছি।
স্টিমিট আমাকে ধৈর্য শিখিয়েছে, মানুষ চিনিয়েছে, নিজেকে নতুন করে চিনতে সাহায্য করেছে। তাই যতদিন শ্বাস আছে, ততদিন কোনো না কোনোভাবে আমি এখানেই থাকবো নতুন রূপে, নতুন চেষ্টায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ভালোবাসাগুলো বুকের ভেতর যত্ন করে রেখে দেবো। আরো অনেক কিছু বলার ছিলো ও আছে সেটা না হয় আগামীকাল আপনাদের সাথে শেয়ার করে নিবো। আজকের মত এখানে সেট করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।।
VOTE @bangla.witness as witness
OR

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: স্টিমিট, আমার বাংলা ব্লগ আর আমার নীরব গল্প
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......






