জীবনের লক্ষ্য নির্ধারণ

in আমার বাংলা ব্লগlast year

man-5619304_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা যারা যুবক আছি তাদের উচিত নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা। একজন যুবক যখন তার জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী নিজেকে পরিচালিত করবে তখন সফল হওয়ার চান্স বেশি থাকবে। যদি জীবনের লক্ষ্য নির্ধারিত না থাকে তাহলে সে কি করবে কিভাবে করবে পথ হারা হয়ে যাবে এবং সফলতা পাওয়ার সম্ভাবনা কমে যাবে।

বর্তমানে যুবকরা জীবনের লক্ষ্য নির্ধারণ নিয়ে তেমন কোন কিছু ভাবে না। তারা অনিশ্চিত গন্তব্যে তাদের জীবন পরিচালিত করে। তারা বলে যে যা হবার হবে ভবিষ্যতে দেখা যাবে। একটা সময় যখন পথহারা হয়ে যায় তখন তার জীবন নিয়ে হতাশ হয়ে যায় এবং ডিপ্রেশনের ভুগতে থাকে। তখন নিজের জীবনকে নিয়ে হতাশ হয়ে যায়।

প্রত্যেকটা যুবকের উচিত হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা। ভবিষ্যতে সে কি হতে চাই কিভাবে নিজের জীবন পরিচালনা করলে নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে। সঠিক লক্ষে পৌঁছাতে হলে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এই সবকিছু সমন্বয়ে জীবনে সফলতা নিশ্চিত হয়।

তাই জীবনের সফল হতে হলে অবশ্যই এইম ইন লাইফ বা নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা অতি জরুরী। তারপর নিজেকে সেভাবে পরিচালিত করে একটা সময় লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা তাহলে জীবনে সফল হওয়া যাবে এবং সফল হওয়ার চান্স বেড়ে যাবে। তাই এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে আমরা যাই করি না কেন সেটা লক্ষ্য নির্ধারণ করে তারপর করা উচিত। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 last year 

সত্যিই এই কথাটা ঠিক বলেছেন, সবার মনোভাবটা এখন যেন এমন হয়ে গেছে যা হবার হবে ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আগে থেকে যদি লক্ষ্য নির্ধারণ না করা যায় ভবিষ্যতে কিন্তু অনেক কষ্টে পস্তাতে হবে। সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

হ্যাঁ স্টুডেন্ট থাকা অবস্থায় যদি নিজের লক্ষ্য নির্ধারণ করা যায় তাহলে জীবনের সেই লক্ষ্যমাত্রা পূরণ করার উদ্দেশ্যে এগিয়ে যেতে পারলে সহজেই সফলতা অর্জন করা যায়।

 last year 

নিজের লক্ষ্য ঠিক রাখলে যে সফলতা নিশ্চিত হয় এইটার বিষয়ে খুব সুন্দর একটি পোস্ট পড়লাম। আসলে আমরা সবাই সফলতার পেছনেই ছুটি আর এটা কিভাবে সুন্দর হবে এচিভমেন্ট করা যায় এটি সম্পর্কে সম্যক ধারণা রয়েছে এই পোস্টে। আজকে শিক্ষনীয় একটা পোস্ট পরলাম খুব ভালো লাগলো।