গান কভার:- মিলন হবে কত দিনে..(লালনগীতি)
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ ই নভেম্বর, শনিবার,২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: মিলন হবে কত দিনে...
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী।
হব বলে চরণদাসী
তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ।
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
ঐ রূপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়।
লালন ফকির ভেবে বলে সদাই
ও প্রেম যে করে সেই জানে।
এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। তবে এতোটুকু অনুমান করতে পারি যে, লালন সাঁইজি তার প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। চাতক যেমন শুধু বৃষ্টির জল পান করার জন্য মেঘের দিকে তাকিয়ে থাকে তেমনি লালন সাঁইজি প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে। এই গানটির ভিতরে প্রিয় মানুষ বলতে আসলে আমার কাছে মনে হয় মহান সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। লালন সাঁইজি এই গানের ভিতর সৃষ্টিকর্তার চরণে নিজেকে সমর্পণের মনোভাব প্রকাশ করেছে।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
তারিখ | ১৬ ই নভেম্বর ২০২৪ খ্রিঃ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
এই গানটি বেশ ভালো লাগে আমার। তবে এটা জানতাম না যে এটা লালন গীতি। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। লালনগীতিগুলো আপনার কন্ঠতে শুনতে বেশ ভালই লাগে। ধন্যবাদ ভাই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
এই গানটি তো লালন গীতির অতি পরিচিত একটি গান। আমার কন্ঠে লালনগীতি শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি সব সময় লালনগীতি গানগুলো আমাদের মাঝে পরিবেশন করে থাকেন। আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালো লাগলো। আপনি নিখুঁতভাবে গানটি পরিবেশন করার চেষ্টা করেছেন। সুন্দর গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কন্ঠে লালনগীতি গানটি শুনে তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার গান গুলো শুনতে ভীষণ ভালো লাগে। মিলন হবে কত দিনে..গানটি একবার আপনার কন্ঠে হ্যাংআউট এ শুনেছিলাম। আজকে শুনতে পেয়ে ভালো লাগলো। চমৎকার একটি গান পরিবেশন করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
আমার গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম। হ্যাঁ ভাই এর আগে হ্যাংআউটে গেয়েছিলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার কন্ঠে লালন গীতি গুলো সত্যিই খুব ভালো লাগে শুনতে। অনেক সুন্দর ভাবে আপনি এগুলো কভার করেন। বরাবরের মতো আজকের এই গানটাও ভীষণ ভালো লাগলো শুনে। গানটা অনেক আগে একবার শুনেছিলাম। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।
আমার আজকের শেয়ার করা গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আপু।
মিলন হবে কত দিনে এই গানটা আমার খুব পছন্দের। গানের কথা গুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনার মিষ্টি কন্ঠে গান শুনে খুব ভালো লাগলো । খুবই অসাধারণ ভাবে গানটি কাভার করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে ভাই।
মিলন হবে কত দিনে লালন গীতির এই গানটি আপনার খুব প্রিয় জেনে খুশি হলাম। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
কত সহস্র যুগ চলে গেল কিন্তু তার সাথে আমার মিলন আর হলো না। তার অপেক্ষায় আমি এখনও বসে হা হা। চমৎকার লাগল আপনার কভার করা লালনগীতি টা ভাই। অসাধারণ কভার করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
বাহ্ ভাই মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর গান কভার করে থাকেন। আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। খালি গলায় এরকম সুন্দর গানের কভার করলে ভালোই লাগে। অনেক সুন্দর ছিল আপনার আজকের কভার করা এই গানটা। এই গানটি অনেক শুনেছি। তবে আপনার খালি গলায় শুনতে বেশি ভালো লেগেছে। জাস্ট চমৎকার ছিল পুরোটা।
এভাবে খালি গলায় গান গাইতে আমিও অনেক বেশি পছন্দ করি আপু। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
আপনার কন্ঠে লালন গীতি গুলো শুনতে বেশ ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লালন গীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি পুরো গান টি সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।
আমার কন্ঠে লালন গীতি গান শুনে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
লালনগীতির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সংগীত মিলন হবে কত দিনে। আমার এমন কোনো দিন নাই যে এই গানটি আমি শুনি না।প্রত্যেকদিন একবার করে হলেও এই গানটা আমি শুনি।আজকে আপনার কন্ঠে মিলন হবে কত দিনে এই গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।চমৎকার ভাবে গানটি কাভার করেছে।
এটা সত্যি বলেছেন ভাই লালন গীতির ভেতরে অন্যতম গান মিলন হবে কত দিনে। বাহ্ এই গানটি আপনি প্রতিদিন শোনেন এটা জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।