শুভ বিবাহ বার্ষিকি দাদা ও বউদি❤️
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে দাদা এবং বউদির বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু কথা এবং অনুভূতি।
প্রায় চার বছর চলছে আমরা এই কমিউনিটিতে অতিবাহিত করছি দাদা সব সময় আমাদের পাশে রয়েছে একটি পাহারের মতো।দাদার ভালোবাসায় আমরা উজ্জীবিত হয়েছে। দাদার এমন দিনে খুশি হবার ই কথা।আমার বাংলা ব্লগ বাসির আজ খুবই আনন্দের একটি দিন।এই দিনে দাদা এবং বউদির বিবাহ বন্ধনের মাধ্যমে এক হয়।
বিবাহ হলো এমন একটা লাড্ডু খেলে প্রস্তাতে হবে না খেলেও প্রস্তাতে হবে।দাদা এই দিনে বউদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তাদের জন্য মঙ্গল কামনা করি।আরো একটি খুশির বিষয় হলো আমাদের প্রিয় অভিভাবকের আজ জন্মদিন। সত্যি বলতে এটা এতোটা আনন্দের যে ভাষায় প্রকাশ করা যাবে না।দাদা আজকের দিনে এই ভুমন্ডলে এসেছিলেন।
নিজেকে করেছেন একজন অসাধারণ মানুষ, দাদার প্রতি অনেক শুভ কামনা রইলো।আমার বাংলস ব্লগ বাশি আজকের এই দিনটিকে এতোটাই আবেগ ঘন দিন মনে করছে যে ভাষায় বলা যায় না।আসলে কিছু অনুভূতি আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না সেগুলো প্রকাশ হয় নিজের মনে তার মনের কথা তো আর কাউকে জানানো যাযে না।
"জন্মদিন এলো,আনলো খুশির ভেলা,দাদার জীবনের গল্প হোক রঙিন ভেলা।"দাদার জীবনের গল্প রঙিন ভেলার মতো ছুটে চলুক আমাদের মাঝে।শুভ জন্মদিন দাদা।




Upvoted! Thank you for supporting witness @jswit.