|| ডিজিটাল আর্টের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য অঙ্কনের চেষ্টা ||

আমার প্রিয় আমার বাংলা ব্লগবাসি। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি।

00.0.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

বন্ধুরা আমি আপনাদের জন্য একটি ডিজিটাল আর্টের মাধ্যমে অংকিত অপরুপ প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই দেখলে আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে এই আর্টের সার্থকতা।

বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করার। এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে রয়েছে দূরে কিছু পাহাড়। সেই দূর পাহাড় থেকে একটি নদী বয়ে গেছে। নদীর পাশে একটি স্কুল আর স্কুলের সামনে একটি সবুজ মাঠ ও বিভিন্ন প্রকার গাছ গাছালি রয়েছে। তারই পাশ দিয়ে নদীটি বয়ে যাওয়ায় স্কুলটিকে অনেক সুন্দর লাগছে। এর পাশে নদীতে মাঝি নৌকা দিয়ে নদী পার হচ্ছে। তাই এই অপরূপ সুন্দর দৃশ্যটি সুন্দরভাবে অংকন করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। জানিনা আপনাদের কেমন লাগবে।

এই দৃশ্যটি ডিজিটাল আর্টের মাধ্যমে অংকন করার জন্য অনেকে চেষ্টার পর ডিজিটাল আর্টটি অঙ্কন সম্পন্ন করেছি। ওই দৃশ্যটি ডিজিটাল আর্টের মাধ্যমে অঙ্কন করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। তো যেই কথা সেই কাজ। আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম।

এই ডিজিটাল আর্টটি আমি করার সময় প্রতিটি কাজ ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই ডিজিটাল আর্টটি দেখে আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই এই আর্টের ভালো লাগা, মন্দ লাগা বা কোন ভুল ত্রুটি থাকলে আমাকে মন্তব্য জানাবেন। তাহলে আমি পরবর্তীতে ডিজিটাল আর্ট এর সময় সেগুলো এড়িয়ে চলতে পারবো।

তো বন্ধুরা আজকে আর নয়। এখন চলুন দেখে নেই প্রাকৃতিক দৃশ্যটি কিভাবে অঙ্কন করা হয়েছে
প্রয়োজনীয় উপকরণ👇
ইনফিনিটি পেইন্টার
মোবাইল

01.0.png

প্রথম ধাপ👇

আমি প্রথমে ইনফিনিটি পেইন্টার অ্যাপস এর সাহায্যে একটি পেজ ক্রিয়েট করে নিয়েছি এবং সেই পেইজে ব্রাশ টুলস এর সাহায্যে দুইটি ঘর এঁকে নিয়েছি এবং এর দরজা জানালা গুলো এঁকে নিয়েছি।

01.1.jpg

01.2.jpg

দ্বিতীয় ধাপ👇

একইভাবে ব্রাশ টুলের সাহায্যে স্কুল ঘরের সামনে উঠান, দূরে পাহাড় ও গাছগাছালি অঙ্কন করে নিয়েছি।

02.1.jpg

02.2.jpg

02.3.jpg

তৃতীয় ধাপ👇

এখন নদীটিতে পানি ও একটি নৌকার ভিতর মাঝি নৌকা বইছে এরকম অঙ্কন করে নিয়েছি।

03.1.jpg

03.2.jpg

চতুর্থ ধাপ👇

এবার কালার টুল থেকে কালার সিলেকশন করে, টুলস থেকে ফিল সিলেকশন করে, স্কুলের টিন, ঘরের দেয়াল, দরজা, জানালাগুলো রং করে নিয়েছি।

04.1.jpg

04.2.jpg

04.3.jpg

04.4.jpg

পঞ্চম ধাপ👇

একই ভাবে স্কুলের সামনের মাঠ এবং দূরে পাহাড় গুলো কালার করে নিয়েছি।

05.1.jpg

ষষ্ঠ ধাপ👇

একইভাবে নদীর পানি ও নৌকা ও মাঝির কালার করে নিয়েছি।

05.2.jpg

সপ্তম ধাপ👇

এখন গাছগুলো ও আকাশের কালার করে নিয়েছি।

06.1.jpg

06.2.jpg

06.3.jpg

অষ্টম ধাপ👇

এখন ব্রাশ টুল এর সাহায্যে আর্টের ভিতরে আমার একটি সাইন করে দিয়েছি।

07.1.jpg

শেষ ধাপ ও ফাইনাল আউটপুট👇

এখন অপশন থেকে এক্সপোর্ট সিলেকশন করে, জেপিইজি ফরমেট সিলেকশন করে, এক্সপোর্ট ক্লিক করলে তৈরি হয়ে গেল আমাদের কাঙ্খিত প্রাকৃতিক দৃশ্যের ডিজিটাল আর্ট।

08.1.jpg

08.2.jpg

08.3.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

এতক্ষণ ধৈর্য ধরে আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার পরিচয়ঃ👇

আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।



আর্ট@asishbarua
ডিভাইসমোবাইল
মডেলটেকনো স্পার্ক-৭

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ডিজিটাল অংকন এর মাধ্যমে খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ অঙ্কন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে নদীর মাঝে নৌকা চালানোর দৃশ্যটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

আমার ডিজিটাল আর্টের নৌকার দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া ডিজিটাল আর্ট এর মাধ্যমে আপনি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

আমার উপস্থাপনা ও আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ডিজিটাল আর্ট গুলো দেখতে আসলে ভালো লাগে। সবাই সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করে আপনি একটি প্রাকৃতিক দৃশ্যের ডিজিটাল আর্ট করার চেষ্টা করেছেন খুবই সুন্দর হয়েছে। এরকম প্রাকৃতিক দৃশ্যের ভিতর থাকতেও আসলে খুবই ভালো লাগে।

আমার ডিজিটাল আর্টের মাধ্যমে আঁকা প্রাকৃতিক দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

বাহ! ভাইয়া আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। প্রাকৃত এমন দৃশ্যগুলো আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আমার তো ইচ্ছে করে এমন দৃশ্যতে হারিয়ে যেতে।

আপনার প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে ও প্রাকৃতিক দৃশ্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে যেনে ভালো লাগলো। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

গ্রামের এরকম দৃশ্য দেখে মনটা একদম ভরে যায়। আপনি খুবই সুন্দরভাবে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া। আপনার তৈরি এই ডিজিটাল আর্টি আমার খুবই পছন্দ হয়েছে। ডিজিটাল আর্টের প্রত্যেকটা ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আমার ডিজিটাল আর্টের প্রশংসার মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। আশা করি এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে । ডিজিটাল আর্ট তো সব সময় পছন্দের। ভালো লাগলো পোস্ট। অনেক পরিশ্রম করে কাজ করেছেন। ভালো থাকুন।

ধন্যবাদ আমার ডিজিটাল আর্টটি সুন্দর মন্তব্যের মাধ্যমে মূল্যায়ন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুবই সুন্দর প্রকৃতির দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আপনার ডিজিটাল অংকনটি আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে উপস্থাপন অসাধারণ ছিল।

আমার ডিজিটাল আর্টের উপস্থাপনা ও দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন প্রাকৃতিক দৃশ্য দেখতে সবার কাছে ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ডিজিটাল চিত্রাংকনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

সবার মত আপনারও আমার ডিজিটাল আর্টটি ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। আশা করি সব সময় এভাবে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ডিজিটাল আর্টের মাধ্যমে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছেন আপনি এ যেন রং তুলিতে আঁকা কোন দৃশ্য। খুব সুন্দর ভাবে মাঝি নৌকা বায়তেছে চারপাশ পরিবেশ খুবই মনোরম দারুন হয়েছে সম্পূর্ণ চিত্রটি।

আপনি অনেক সুন্দর করে মন্তব্য করেছেন দেখে ভালো লাগছে। এভাবে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67655.95
ETH 3799.02
USDT 1.00
SBD 3.53