|| একটি মেয়ের চুপ কর নির্দেশনা এর পেন্সিল ✏️ স্কেচ || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে

আমার প্রিয় বাংলা ব্লগের সকল বন্ধুরা। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার পোস্টে ভিজিট করার জন্য। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি।

Silent_15.jpg

বরাবরের মতই আজ আমি আপনাদের জন্য চুপ কর বা (ইংরেজিতে কিপ সাইলেন্স) নির্দেশ করা একটি মেয়ের পেন্সিল ✏️ স্কেচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমরা সচরাচর অনেক অফিস বা সেনসিটিভ এরিয়া(নীরবতা পালন করা প্রয়োজন) সেখানে এই ছবিটি দেখা যায়। এই চুপ করো ছবিটি আমি পেন্সিল ✏️ স্কেচ এর সাহায্যে ধাপে ধাপে অঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করেছি

তো বন্ধুরা, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। আপনাদের সময় আর নষ্ট করবো না। চলুন দেখে নেই কিভাবে আমার এই আর্টটি সম্পন্ন করেছি।

প্রয়োজনীয় উপকরণ👇
সাদা কাগজএক পিস
পেন্সিলএকটি
কাটারএকটি
ইরেজারএকটি

IMG_20220728_130419_448.jpg

প্রথম ধাপ👇

প্রথমে একটি মেয়ের দুটি চোখ এঁকে নিলাম ও চোখের মাঝে একটি টিপ দিয়ে নিলাম।

Silent_01.jpg

দ্বিতীয় ধাপ👇

এবার মেয়েটির একটি নাক এঁকে নিলাম।

Silent_02.jpg

তৃতীয় ধাপ👇

এখন মেয়েটির ঠোঁট এঁকে নিলাম।

Silent_03.jpg

চতুর্থ ধাপ👇

এই পর্যায়ে মেয়েটির একটি মুখের আকৃতি এঁকে নিলাম।

Silent_04.jpg

পঞ্চম ধাপ👇

এখন মেয়েটির দুটি কান এঁকে নিলাম।

Silent_05.jpg

ষষ্ঠ ধাপ👇

এখন মেয়েটির মাথায় চুল এঁকে নিলাম

Silent_06.jpgSilent_07.jpg
সপ্তম ধাপ👇

এখন মেয়েটির মুখের সামনে চুপ কর নির্দেশ করার জন্য একটি হাত ও জামা এঁকে নিলাম।

Silent_08.jpgSilent_09.jpg
অষ্টম ধাপ👇

এখন মেয়েটির চোখগুলোকে, জামা ও হাতকে হালকা ডিজাইন করে নিলাম।

Silent_10.jpgSilent_11.jpg
Silent_12.jpgSilent_13.jpg
নবম ধাপ👇

এখন আমার ড্রইং এর উপর আমার নিজের একটি স্বাক্ষর দিয়ে দিলাম।

Silent_14.jpg

ফাইনাল আউটপুট👇

Silent_15.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার চুপ করা নির্দেশ করা একটি মেয়ের পেন্সিল আর্ট।

এতক্ষণ ধৈর্য ধরে আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ👇
আমার পরিচয়ঃ👇

আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।



আর্টিস্ট@asishbarua
ফটোগ্রাফিমোবাইল
Sort:  
 2 years ago 

একটি মেয়ের চুপ কর নির্দেশনা এর পেন্সিল আর্ট খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনি। মনে হচ্ছে সত্যিকারের একটি মেয়ে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে নির্দেশনা দিচ্ছে। আপনার হাতের অংকন ভালো বুঝায়ে যাচ্ছে উপস্থাপনাও বেশ ভালোই ছিল ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার ড্রইং এর প্রশংসা করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একটি মেয়ের চুপ কর নির্দেশনা এর পেন্সিল অংকন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল আর্ট এর সাহায্যে খুবই চমৎকারভাবে একটি মেয়ের চুপ করার দৃশ্যের চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার তৈরি করা এই সৃজনশীল কর্মকাণ্ড টি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। খুবই চমৎকার ভাবে ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি মেয়ের চুপ করার দৃশ্যের চিত্র অঙ্কন করা যায়।

আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য। আমার আটটি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুব খুশী হলাম। ধন্যবাদ।

 2 years ago 

একটি মেয়ের খুব সুন্দর একটি স্কেচ অঙ্কন করেছেন আপনি। যা দেখে বেশ ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি স্কেচ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আমার ড্রইং টি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনাদের ভালোলাগাই আমার ড্রইং এর সার্থকতা। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো অসাধারণ ব্যতিক্রমধর্মী চিন্তা ছিল এটা, অংকনের মধ্যে সৃজনশীলতা রয়েছে। এভাবেই এগিয়ে যান। সুন্দর হোক আপনার পথ চলা। অসাধারণ অংকন করেছেন। শুভকামনা কামনা ও ভালোবাসা রইলো।

ভাই আপনার অসাধারণ মন্তব্য আরো বেশি কাজ করার অনুপ্রেরণা যোগায়। কাজের আগ্রহ আরো বাড়িয়ে দেয়। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চমৎকার একটি পেন্সিল অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার এই অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে তবে আপনি যদি একটু রং ব্যবহার করতেন তাহলে আরো বেশি আকর্ষণীয় লাগ। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল।

সুন্দর মন্তব্যের মাধ্যমে গাইডলাইন দেয়ার জন্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 

আর্টে আরেকটু পারদর্শীতা বৃদ্ধি করতে হবে।
আর আর্ট করার সময় হাতের ছবি যেনো আরেকটু বেশি দেখা যায়,সেভাবে করে তুলবেন।

জ্বী আপু, পরবর্তীতে ছবি তোলার সময় যেন হাত আরো বেশি করে দেখা যায় সেই ভাবে ছবি উঠাবো। এবং আর্ট আরো ভালোভাবে অঙ্কন করার চেষ্টা করব। ধন্যবাদ আপু, মন্তব্যের মাধ্যমে নির্দেশনা গুলো দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67689.07
ETH 3801.39
USDT 1.00
SBD 3.55