সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

১৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ বৃহস্পতিবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের জীবন থেকেই একটি বছর কেটে গেল। পিছনের সব দুঃখ, কষ্ট কে পিছে ফেলে আবার অন্তুন করে জীবন শুরু করতে হবে। জীবনে প্রতিটি পদক্ষেপে আমাদের জীবনের নানা রকম সমস্যা নেমে আসবে। কিন্তু সেই সমস্যা ধরে বসে থাকলে চলবে না সমস্যার সমাধান করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন বছরে নতুন করে জীবন গড়ে তুলতে হবে। নিজেকে সবসময় গড়ে তোলার চেষ্টা করতে হবে কারণ জীবনে চলার পথে অনেক হোঁচট খাবেন। তাই বলে হাল ছাড়লে চলবে না। নতুন বছরের শুভেচ্ছা বার্তা নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম। নতুন বছরকে নিয়ে কিছু কথা শেয়ার করব।

1000010992.jpg

Source

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

নতুন বছরের শুভেচ্ছা

পুরোনো দিনের সব ক্লান্তি, দুঃখ আর ব্যর্থতাকে পেছনে ফেলে আবার শুরু করার এক নতুন সুযোগ এসে গেছে।নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন সবকিছুকে সাদরে গ্রহণ করার সময়। নতুন বছরে যেন সবার জীবনে শান্তি, সুখ, আর সাফল্য প্রবাহিত হয়। প্রতিটি দিন হোক আলোকিত প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়। আমরা যেন একে অপরকে সাহায্য করে ভালোবাসা ছড়িয়ে দিয়ে এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি।

এই বছর হোক নিজের স্বপ্ন পূরণের বছর, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মধুর সম্পর্কের বছর। আমাদের সবার দিনগুলো হোক আনন্দে ভরা, আর আগামী দিনগুলো আরও উজ্জ্বল। "যেখানে নতুন শুরু হয়, সেখানেই স্বপ্ন পূরণের সম্ভাবনা জন্ম নেয়।

সময় পেরিয়ে নতুন এক সূর্যোদয় নতুন একটি বছর আমাদের সামনে হাজির। ২০২৪ সাল আমাদের জীবনে আনন্দ, কষ্ট, শিক্ষা এবং অনেক অভিজ্ঞতা দিয়ে বিদায় নিয়েছে। এখন সময় এসেছে পুরোনো বছরের ক্লান্তি, দুঃখ, আর ব্যর্থতাগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার। নতুন বছর মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন।

নতুন বছরের এই শুভক্ষণে সবার জন্য রইল গভীর শুভেচ্ছা এবং ভালোবাসা। এই বছর যেন আমাদের জীবনে শান্তি ও আনন্দ এনে দেয়। স্বপ্নপূরণের নতুন পথ দেখায়। প্রতিটি মুহূর্তে আমাদের জীবনকে আরও রঙিন করে তোলে। প্রতিটি দিন নতুন একটি সুযোগ। চলুন আমরা নিজেদের জন্য এবং আমাদের চারপাশের মানুষের জন্য একটি সুন্দর, ভালোবাসাময় পৃথিবী গড়ে তুলি। আমরা নিজেদের ভুলগুলোকে শুধরে, ক্ষমা করে, এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাই।

নতুন বছরে প্রতিজ্ঞা হোক—

নিজের লক্ষ্য পূরণের জন্য নিরলস চেষ্টা করা।

পরিবার, বন্ধু, এবং কাছের মানুষদের আরও বেশি ভালোবাসা এবং সময় দেওয়া। প্রাকৃতিক পরিবেশ ও পৃথিবীর প্রতি যত্নবান হওয়া। অন্যের প্রতি সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই বছরটিকে নিজের জন্য সেরা বছর বানানোর দায়িত্ব আমাদের নিজেদের। লক্ষ্যপূরণে সাফল্য, জীবনে সুখ এবং মনের শান্তি সবই সম্ভব যদি আমরা এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ থাকি।

২০২৫ সাল হোক আশীর্বাদে ভরা একটি বছর।
প্রত্যেকের জীবনে যেন সুখ-শান্তি আর সমৃদ্ধি প্রবাহিত হয়। আমাদের সমস্ত চেষ্টাই যেন সফল হয়। নতুন বছরের প্রতিটি দিন হোক নতুন স্বপ্ন গড়ার সুযোগ। নতুন সম্ভাবনাগুলোকে আপন করে নিয়ে , এবং নিজের জীবনে আলো জ্বেলে দেয়।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য। নতুন এই বছরটাকে নিজের জায়গা থেকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলব। আমাদের যেটা আসল কাজ সেই কাজের প্রতি একটু যত্নশীল হবো। আমাদের সবাইকে বুঝতে হবে কেন আমরা পৃথিবীতে এসেছি এবং আমাদের আসল লক্ষ্য টা কি? নিজেই নিজেকে প্রশ্ন করে এবং উত্তরটা নিজেই খুঁজে বের করি, দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে। । আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়শুভেচ্ছা বার্তা।
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000006183.png

1000008782.png

Sort:  
 last year 

1000011021.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বেশ মুগ্ধ হলাম আপনার লেখা গুলো পড়ে। আমিও আশা করি যে এ বছর আমাদের জন্য অনেক সুখ আর সমৃদ্ধ বয়ে আনবে। জবিন হবে সুন্দর আর ব্যস্ততা মুক্ত। ধন্যবাদ সুন্দর এই পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। নতুন বছর সবার ভালো হোক। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ২০২৪ পেরিয়ে ২০২৫ চলে এসেছে। আমাদের উচিত অতীতের সব দুঃখ কষ্ট ভুলে ২৫শে এসে আবার নতুন করে সবকিছু শুরু করা। ২৫ সবার মনের আশা পূর্ণ করুক। লেখাগুলো পড়ে ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

জ্বি আপু পিছনের সব কিছু ভুলে যাওয়ায় ভালো, অতীত মনে রেখে কষ্ট পেয়ে কোন লাভ নেই। শুকরিয়া আপু আপনার মূল্যবান মতামত পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সব সময়।

 last year 

আপনাকেও প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি অনেক বেশি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে আমি সব সময় এটাই কামনা করি নতুন বছর যেন ভালো হয়। আপনার এই পোস্টটা আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আমার পোস্টটি পড়তে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি খুশি হলাম। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক।

 last year 

নতুন বছরে আপনার জন্য অনেক শুভকামনা রইল। পুরানোর সমস্ত ক্ষয়ক্ষতি দূরে সরিয়ে নতুন বছর ভোরে উঠুক আনন্দ এবং উল্লাসে। নতুন বছর উপলক্ষে আপনি দারুণ সদর্থক একটি বার্তা দিলেন। আর সেই বার্তার উপর ভিত্তি করে আমার এই কথাগুলি বলতে ইচ্ছে হলো। আগামীর পথ সুগম হোক। জীবনের সমস্ত বাধা কেটে যাক এবং আপনি এগিয়ে চলুন অনন্ত সাফল্যের দিকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর করে গুছিয়ে আপনি কথা বলেন যা পড়ে সত্যি মনের ভেতরে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। আপনার জীবন হোক মসৃণ ও সুখময়। ভালো থাকবেন সব সময়।

 last year 

তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।নতুন বছর সবার জন্য অনেক সুন্দর হোক। সবাই সব দুঃখ ভুলে নতুন করে সবকিছু শুরু করুক সেই দোয়া করি। সবার জীবন নতুন বছরে ভরে উঠুক আনন্দ উল্লাসে। তোমার লেখা নতুন বছরের শুভেচ্ছা বার্তাটি পড়ে অনেক ভালো লাগলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক অনেক শুকরিয়া তোমাকে দোয়া করি ভালো থাকো সব সময়।

 last year 

আপনার জন্যও নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। পুরনোকে ফেলে নতুনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। এটাই নিয়ম। আর বরণ করে নিতে হবে নতুন এক একটি বছরকে। এভাবেই ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন দিগন্ত আর নতুন আশার সমষ্টি।