জেনারেল রাইটিং: ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটা হলো।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হতে পেরে নিজে কাছে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে একটি চ্যানেল পোস্ট নিয়ে কথা বলব। বেশ কিছুদিন হয়ে যাচ্ছে শীতে আমেজ চলে এসেছে। আর শীতকাল মানেই ব্যাডমিন্টন খেলার উত্তম সময়। প্রতিবছরই ব্যাডমিন্টন খেলা করা হয়ে থাকে।চাকরি পাওয়ার পর যখন কালীগঞ্জে পশ্চিম ছিলাম সেখানেও প্রতিবছর ব্যাডমিন্টন খেলা করা হতো। চাটমোরে আসার পর দ্বিতীয় বারের মতো আবারও ব্যাডমিন্টন খেলা শুরু করার কাজ শুরু করেছি। ব্যাডমিন্টন খেলতে আমার কাছে অনেক ভালো লাগে, কারন এই খেলাটাই আমি একটু ভালো খেলতে পারি😁 তাই ভালো লাগে আর কি। অফিসের ভাইরা সহ বাহিরের বেশ কয়েকজন নিয়ে আমারা খেলাধুলা করি।
ব্যাডমিন্টন খেলা খেলতে হলে যে জিনিসটা আগে দরকার হয় সেটা হলো ব্যাডমিন্টন খেলার কোট/ খেলার মাঠ। তাই কয়েকদিন ধরে আমরা সবাই আলোচনা করছি আমাদের অফিসের ভিতরে একটি ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটবো। যদিও প্রতিবছর একই জায়গায় ব্যাডমিন্টনের জন্য কোর্ট কাটা হয়ে থাকে। কিন্তু এবারে ইন্টারন্যাশনাল মাপে আমরা ব্যাডমিন্টন কোর্ট কাটার চিন্তাভাবনা করেছি। অফিসের বড়দাদা উত্তম আমি ও এক ছোট ভাই মিলে ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটা সিদ্ধান্ত নেই। প্রথমে আমরা অনলাইন থেকে ইন্টারন্যাশনাল মাপের কোর্টের একটি ডিজাইন বের করে সেখান থেকে সঠিক মাপ হিসাব করে নেই।
সবকিছু মাফ সঠিক করে নেয়ার পর আমরা একটি সুতার সাহায্যে কোর্টের আকৃতিতে কোট তৈরি করে নেই। যেহেতু কোর্টে মাপ সমান হওয়া টা জরুরি তাই আমরা বারবার মেপে দাগ ঠিক করে নিয়েছিলাম। তবে কোর্টের সঠিক মাপ বের করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কারণ বারবার আমাদের মাপ কচ হয়ে যাচ্ছিল। সঠিক মাপ নির্নয় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক সাইডে মাপ ঠিক থাকছে তো অন্য সাইডের মাপ বারবার ভুল হয়ে যাচ্ছিলো।
কয়েক ঘন্টা ধরে মাপজব করার পর অবশেষে আমরা সফল হলাম কোর্টের সঠিক মাপ করতে। কোর্টের মাপ নিতে নিতে আমাদের অনেক সময় ব্যয় হয়ে গেছিল যার কারণে একদিনে এই কোর্ট তৈরি করে কোর্টের দাগ কাটা সম্ভব হয়ে উঠছিল না তারপরও আমরা বাইরের একটা দাগ কোদাল দিয়ে কেটে রেখেছিলাম। যেহেতু শীত চলে এসেছে অন্যান্য জায়গায় অনেকে আগেই খেলা শুরু করে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ খেলার লোক না থাকার কারণে আমাদের ব্যাডমিন্টন কোর্ট কাটতে অনেক বিলম্ব হয়ে গেছে।
পরের দিন সকাল সকাল আমরা কোর্ট কাটার জন্য প্রস্তুত হয়। কারন আমরা যত দেরি করবো আমাদের খেলা শুরু করতে অনেক দেরি হয়ে যাবে। আমরা সবাই মিলে হাত চালিয়ে একের পর এক পর্যায়ক্রমে কোর্ট কাটা সম্পন্ন করলাম। যেহেতু আমাদের জায়গার অনেক স্বল্পতা কারণ চারপাশে নানা রকম গাছপালা রয়েছে। আমাদের কাছে কাছে যেই গাছের ডাল গুলা সমস্যা মনে হয়েছে সেই ডাল গুলা কেটে ফেলেছিলাম। যাই হোক অনেক পরিশ্রম দেওয়ার পর আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করতে সক্ষম হলাম।
সমাপ্ত
পোস্টের বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Done...
Upvoted! Thank you for supporting witness @jswit.
ব্যাডমিন্টন খেলার জন্য আমরাও কোট কাটবো ।আপনি দেখছি শুরু করে দিয়েছেন গত দুইদিন হল প্রচন্ড শীত পড়ছে ব্যাডমিন্টন শীতের জন্য পারফেক্ট একটি খেলা। আমরাও কিছুদিনের মধ্যে শুরু করে দেবো যেটা শীতের জন্য পারফেক্ট হবে।
মোটামুটি এখন যা শীত পড়েছে এই শীতে ব্যাডমিন্টন খেলা যায় কোন সমস্যা হয় না। আপনিও ব্যাডমিন্টন কোর্ট কাটবেন জেনে অনেক ভালো লাগলো। আশা করছি খুব দ্রুত আপনারাও খেলা শুরু করে দিবেন ধন্যবাদ ভাই।
শীতকাল চলে আসলেই ব্যাটমিন্টন খেলার প্রতি সকলেরই একটি আলাদা রকম আগ্ৰহ চলে আসে। আপনি দেখছি আজকে আপনার বেশ কয়েকজন কাছের লোক কে নিয়ে ব্যাটমিন্টন কোর্ট তৈরি করেছেন। আশা করছি আপনারা এবছর বেশ দারুন ভাবে খেলতে পারবেন।
যে ভাই প্রতিবছরই আমি অফিসের কলিগদের সাথে খেলা করি। শীতের সময় ব্যাডমিন্টন খেলা সত্যি অনেক আনন্দ দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।
শীতকালে ব্যাডমিন্টন খেলা আমার কাছে খুব প্রিয় একটি খেলা। পিকনিক বা বেড়াতে গেলে ছেলেবেলায় ব্যাডমিন্টন রাকেট নিয়ে যেতাম। আপনি দারুণ সুন্দর ব্যাডমিন্টন কোর্ট তৈরি করলেন। মাপজোপ নিতে একটু সমস্যা হলেও পরে আপনার কোর্ট খুব সুন্দর হয়েছে। এবার লেগে পড়ুন খেলায়। শীতের সন্ধ্যায় গা গরম হয়ে যাবে।
জ্বি ভাই শীতে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। প্রত্যেক রাত্রে কয়েকটা ম্যাচ খেলা করলে শরীর ভালো থাকে তার সাথে রাত্রে অনেক সুন্দর ঘুম হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই।
শীতকালে বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন খেলার আসর দেখতে পাওয়া যায়। বিভিন্ন ফাঁকা স্থানে সবাই ব্যাডমিন্টন খেলায় মেতে উঠে। ভাইয়া আপনিও এই খেলার আয়োজনের সাথে যুক্ত হয়েছেন দেখে খুবই ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।
আপনার মতো আমিও ব্যাডমিন্টন খেলা ভালো পারি। তবে ব্যাডমিন্টের চেয়ে ক্রিকেট খেলা আরও ভালো পারি। কিন্তু ফুটবল খেলা ততোটা ভালো পারি না। যাইহোক ব্যাডমিন্টন খেলার কোর্ট যেহেতু রেডি করে ফেলেছেন,এখন থেকে তাহলে অবসর সময়ে ব্যাডমিন্টন খেলতে পারবেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি ক্রিকেট খেলা বেশি ভালো পারেন জেনে ভালো লাগলো। খেলা করতে আমার অনেক ভালো লাগে ভাই। শুকরিয়া ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।
আমিও ব্যাডমিন্টন খেলতে অনেক পছন্দ করি আমরা বন্ধুবান্ধবরা মিলে প্রতিবছরই ব্যাডমিন্টনের কোর্ট দিয়ে থাকি৷ সেখানে আমরা সবাই খেলাধুলা করে থাকি৷ সেই বন্ধু-বান্ধবদের সাথে খেলাধুলা করার মজাই আলাদা৷ আজকে আপনি সেরকম একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যাই হোক এখন আপনি অবসর সময়ে এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷