ভিডিওগ্রাফি : গোলাপ ফুল ও ফড়িং এর ভিডিওগ্রাফি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও গ্রাফি শেয়ার করবো। গত বছরের ন্যায় এ বছর আমাদের অফিসে গোলাপ ফুল ফুটেছে। আমাদের অফিসে নানা রকমের গোলাপ ফুলের জাত রয়েছে। গোলাপি, কালো ও লাল রঙের গোলাপ রয়েছে। সবগুলো ফুল অনেক উন্নত জাতের। ফুল গুলো দেখতে অনেক বড় বড় হয়ে থাকে। এই গাছগুলো অনেক বছরের পুরনো তারপরও অনেক সুন্দর ফুল হয়। যখন প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে তখন কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখানে শুধু একটিমাত্র কালো গোলাপ রয়েছে। তাছাড়া সব লাল এবং গোলাপি কালারের। এখন পর্যন্ত কালো গোলাপ ফোটেনি যার কারনে আমি গোলাপের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। ফুলের ভিডিওগ্রাফি করার সময় হঠাৎ করে দেখলাম একটি লাল ফড়িং ফুলের উপর এসে বসলো। ফুলের ওপরে লাল ফড়িংটি দেখতে অনেক সুন্দর লাগছিল যার কারণে আমি ভিডিওতে ধারণ করে নিয়েছি। ফড়িংটি উড়ে এসে ফুলের ওপর অনেকক্ষণ ধরে বসে ছিলো। আমি যখন হাত দিয়ে তাকে ধরতে গেলাম ঠিক সেই সময় উড়ে গেল। ছোটবেলায় আমরা অনেক ফড়িং ধরতাম এবং সেগুলো নিয়ে খেলা করতাম। তবে এখনো তেমন একটা এ ধরনের ফড়িং দেখতে পাওয়া যায় না। ছোটবেলায় নানা রকম ফড়িং দেখেছি। লাল, কালো, হলুদ সহ ছোট ও বড় আকারের ফড়িং দেখতে পাওয়া যেতো। তবে এখন লাল এবং হলুদ ফড়িং দেখা গেলেও কালো ফড়িংটা একেবারে দেখা মেলে না।
হঠাৎ করে এই পয়েন্টে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক গোলাপ ফুল ও ফড়িং এর ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে অনেক ভালো লাগে। আমার ধারণ করা ভিডিও গ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
সমাপ্ত
পোস্টের বিষয় | ভিডিওগ্রাফি |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গোলাপ ফুল ও ফড়িং এর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার গোলাপ ফুল এবং ফড়িং এর ভিডিওগ্রাফি টি দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে ভিডিও ক্লিপ টি ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাদের অফিসে এতো চমৎকার গোলাপ ফুলের সমারোহ রয়েছে, ভাবতেই ভালো লাগছে। তার উপর এই চমৎকার ফড়িং এসে বসেছে এতে করে সত্যিই ভিন্ন রকম ব্যাপার তৈরি হয়েছে। আমি নিজেও এধরনের ভিডিও করতে পছন্দ করি। যাইহোক অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
খুবই সুন্দর ভিডিও করেছেন ভিডিওর মাধ্যমে গোলাপ ফুল আর এই সৌন্দর্যময় ফড়িং দৃশ্য দেখতে পেলাম আমার কাছে অসাধারণ লেগেছে।
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম। গোলাপ ফুলের উপর প্রজাপতি, ফড়িং উড়ে বেড়ালে দেখতে চমৎকার লাগে। এই চঞ্চল জাতীয় প্রাণী গুলো ফুলের চারিপাশে নেচে বেড়ায় কি সুন্দর দৃশ্য। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। ভিডিওগ্রাফি বেশ দারুণভাবে করেছেন দেখে ভালো লাগলো।