রঙীন ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

রঙীন ম্যান্ডেলা আর্ট

1.jpg

আমি এর আগেও একটা পোস্টে বলেছিলাম ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে যত সুন্দর হয় তেমনি একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করতে বেশ সময় লেগে যায়। আর আর্ট যদি সময় নিয়ে না করা হয় তাহলে সেটাকে আর্ট বলা যায় না বরং কলা গাছ বললেও চলে। একটা আর্টের মধ্যে সঠিক জায়গায় সঠিক রং ও কালার ব্যবহার করে সুন্দর ও আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলতে হলে সময় দেয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা আর্ট চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে অঙ্কন করে তুলে ধরা যায় না। যাইহোক আমি শুরু থেকে অনেক ভাবে অনেক রকমের আর্ট আপনাদের সাথে শেয়ার করেছি। সামনেও চেষ্টা করবো আরো ভালো কিছু করে উপস্থাপন করার।

আর্ট করতে শুরুতে প্রয়োজন ভালো ও ফ্রেশ একটা মাইন্ড যা আপনাকে সুন্দর ও আকর্ষণীয় একটি আর্ট তৈরি করতে সাহায্য করবে। আসলে এই বিষয়টা শুধু আর্ট এর ক্ষেত্রে না বরং সবকিছুর ক্ষেত্রে। ভালো মাইন্ড ও ফুরফুরা মেজাজে থাকলে যেকোনো কিছু খুব সুন্দর ও সহজ ভাবে তৈরি করা সম্ভব। তবে তখন কি ভাবে কার মন খারাপ হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তাই ফুরফুরা মনের ভাব প্রকাশ করতে বসে গেলাম আর্ট করতে। একটা না দুইটা না তিন টা আর্ট একেবারেই করে নিলাম। আজকে আমি কলম ও রঙিন পেন্সিল ব্যবহার করে সুন্দর একটি রঙীন ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে উপস্থাপন করলাম।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে কলম ও কালার পেন্সিল দিয়ে রঙীন ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। এই আর্টটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে আর্টটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের কলম ও কালার পেন্সিল দিয়ে রঙীন ম্যান্ডেলা আর্ট তৈরিটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই আর্ট টি করতে ব্যবহার করেছি - কালার পেন্সিল,কলম ও আর্ট পেপার।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

ধাপ-14.

15.jpg

ধাপ-15.

16.jpg

ফাইনাল ধাপ

17.jpg

18.jpg

1.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের কলম ও কালার পেন্সিল দিয়ে রঙীন ম্যান্ডেলা আর্ট তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

বাহ আপু আপনি তো বেশ সুন্দর করে রঙিন মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আমাদের সাথে মেন্ডেলা আর্টের প্রতিটি ধাপ খুবই স্পষ্টভাবে তুলেও ধরেছেন। এমন একটি আর্ট দেখতে পেয়ে নিজের কাছেই অনেক ভালো লাগলো। এমন একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

কিলিং🔥
থাম্বনেইলের ছবিটাই এমনভাবে আকৃষ্ট করেছে যে ভেতরে না এসে পারলাম না।
বেশ ভালো ধৈর্যের পরিচয় দিয়েছেন আপু।খুব সুন্দর হয়েছে আর্টটি।
শুভ কামনা জানাই।

 last year 

শেষ অব্দি কলাগাছ নাম দিলেন সুন্দর না হলে😉😉।যাই হোক আজকের রঙিন ম্যান্ডেলাটা বেশ দারুন হয়েছে। দেখে ই মনে হচ্ছে বেশ ইউনিক এবং অনেক সময় নিয়ে এঁকেছেন। কালার কম্বিনেশটা বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 last year 

রঙিন ম্যান্ডেলা আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে আপু। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অতি ধৈর্য সবাই প্রয়োজন হয়। কালার করাতে দেখতে আরো সুন্দর লাগছে। আপনি আর্টটি খুবই নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। আপনার আর্ট টি খুবই ইউনিক লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এক কথায় অসাধারণ 👌
দূরদান্ত আর্ট যাকে বলে, আমি তো অনেকক্ষণ তাকিয়ে রইলাম এটার দিকে। সত্যিই আপু এই ধরনের আর্ট করতে ভীষণ সময় লাগে। আর মন ভালো না থাকলে ভালো আর্ট কখনো করা যায় না। অসংখ্য ধন্যবাদ জানাই এই দূরদান্ত কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

এ ধরনের আর্টগুলো করতে আসলেই প্রচুর পরিমাণে সময় লাগে এবং যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। এই আর্ট গুলো যদি তাড়াহুড়ো করে করা হয় তাহলে দেখতে মোটেই ভালো হয় না। আমি নিজেও কয়েকবার চেষ্টা করেছি তাড়াহুড়ো করে করার, তবে সেটা দেখার মত হয় না। আপনার করা আর্ট দেখে মনে হচ্ছে যথেষ্ট সময় নিয়ে করেছেন এবং ভেতরের কালার কম্বিনেশন গুলোও দুর্দান্ত হয়েছে।

 last year 

যেকোনো আর্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম ধৈর্য্য থাকা দরকার,তা না হলে কখনোই পরিপূর্ণ ভাবে একটি আর্ট করা সম্ভব নয়।আপু আপনি বরাবরই খুব ভালো আর্ট করেন যা সত্যিই অনেক প্রশংসনীয়। আজকের ম্যান্ডেলা আর্ট টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে,তার কারন হলো অনেক গুলো কালার দিয়ে ম্যান্ডেলা টি আর্ট করেছেন আর কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। সবমিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে। অসাধারণ ম্যান্ডেলা টি শেয়ার করার জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 last year 

এই প্রথম বারের মত রঙীন ম্যান্ডেলা আর্ট দেখলাম। আমি জানা মতে কেউ এখনো রঙীন ম্যান্ডেলা আর্ট করেনি। আপু আপনার আর্ট আমার কাছে সব সময়ই ভালো লাগে। আপনার এধরনের ইউনিক আইডিয়া গুলো দেখলে মন ভালো হয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনি সবসময়ই ভালো আর্ট করেন। তবে আজকের এই ম্যান্ডেলা আর্টটি সত্যি দারুন।

 last year 

ভাইয়া চেস্টা করি সবসময় ভালো কিছু করার জন্য, তবে আপনাদের এমন মন্তব্য পেলে সত্যিই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের দরকার। আর সুন্দর এবং ফ্রেশ মাইন্ড না হলে আর্ট সুন্দর হয় না। যাই হোক আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এই আর্টের স্পেশালিটি হচ্ছে দুই প্রান্তে একই রকম আর্ট করেছেন এবং মাল্টিপল কালার ব্যাবহার করেছেন। আমার কাছে খুব ভাল লেগেছে আপনার ম্যান্ডেলা আর্ট। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 59568.13
ETH 2951.73
USDT 1.00
SBD 3.55