সুখী মানুষ।

in আমার বাংলা ব্লগ13 days ago

image.png

image source

মানুষ জীবনের মানে বুঝতে শিখার পর থেকে সুখের পিছনে দৌড়াতে শুরু করে। পুরো জীবনটাই যায় সুখের আশায়। কিন্তু সুখকি আসলেই টাকা দিয়ে অর্জন যায় ? বেশ কয়েকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো এবং দেখবো যে টাকা দিয়ে কি আদেও সুখ পাওয়া যায় নাকি। আসলে আমাদের সুখ কি সেটা প্রথমে বুঝা উচিত । সুখ হচ্ছে মনের এমন এক অনুভূতি যেটা আপনাকে অনুভব করবে আপনি জীবনে সার্থক হয়েছেন। যদিও সবার কাছে আলাদা আলাদা মানে রয়েছে সুখ এর। তবে আমার কাছে এইটাই সব থেকে সঠিক সংজ্ঞা মনে হয়। কেননা এখন মানুষ ভাবে সুখ মানে টাকা , টাকা মানেই সুখ।

টাকা যেটা কিনা মানুষকে চোখ থাকতেও অন্ধ করে ফেলে। এই একমাত্র বস্তু যা পৃথিবীর সকল কিছুকে প্রভাবিত করছে। এইটাই একমাত্র বস্তু যেটা আপনার জীবনকে রাতারাতি পরিবর্তন করে দিতে পারে। যদিও উপরওয়ালাকে উপরে রেখে এইসব কথা বলতে নেই কিন্তু সেই অর্থ সম্পদই পৃথিবীতে একমাত্র জিনিস যেটা আপনাকে পাতাল থেকে আকাশ অব্দি নিয়ে যেতে পারবে। কিন্তু সুখ কি এনে দিতে পারবে ? কিছু ক্ষেত্রে অবশ্যই আবার কিছু ক্ষেত্রে মোটেও না। ধরুন আপনি এখনো ১৮ বছর বয়সী একজন তরুণ। এখন আপনার বাবা মা চায় আপনি একদিন বড় হন এবং বড় হয়ে অনেক টাকা উপার্জন করে উনাদের কষ্ট গুলো ঘুচে দিন , তা আপনি যদি বড় হয়ে উনাদের দুঃখ গুলো ঘুচাতে পারেন তাহলে কি আপনি সুখী মানুষের তালিকায় পড়বেন না ?

অবশ্যই পড়বেন , আসলে একটা ছেলের কাছে তার বাবা মার্ ইচ্ছা পূরণ করার থেকে সুখী আর কিছু আছে বলে আমার মনে হয়না। যদিও আমরা মেয়েদের ক্ষেত্রেও ব্যাপারটা মোটেও ব্যতিক্রম নয়। আচ্ছা যাই হোক , এই হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ এর কথা যদি বলি , ধরুন আপনার অনেক টাকা আছে। কোনো কিছুরই অভাব নেই আপনার জীবনে , কিন্তু হতে পারে শারীরিক অনেক সমস্যা অথবা ধরুন আপনার পরিবারের মধ্যেই কারোর সাথে কোনো মিল নেই। টাকার লোভে সবাই অন্ধ হয়ে গিয়েছে এবং পরিবারের লোকজনই একজন আরেকজনকে সহ্য করতে পারে না। তাহলে কি আপনি আদেও সুখী হতে পারলেন ?

আসলে সুখ টাকা দিয়ে কিনার জিনিস না। সবার আগে জীবনে প্রয়োজন ভালোবাসার , মায়া মমতার। এইগুলোই আসলে আপনাকে প্রকৃত সুখী করে তুলবে। তবে টাকা অবশ্যই প্রয়োজন কিন্তু সেটাকে এমন ভাবে প্রাধান্য দেয়া যাবে না যাতে মানুষে মানুষে আপনজন আপনজনদের মাঝে ঝগড়া বিবেদ লেগে যায়। প্রকৃত সুখ ভালোবাসা এবং মায়া মমতায় , সেই সুখকে টাকার মধ্যে খুঁজলে সেই সুখের দেখা আর কখনোই পাওয়া যাবে না।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png



Sort:  
 13 days ago 

টাকা দিয়ে কখনোই সুখ কেনা যায় না। হয়তো টাকার মাধ্যমে আমরা সাময়িক শান্তি পেতে পারি। যদিও সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম,কিন্তু আমার কাছে সুখ মানে হচ্ছে সন্তুষ্টি। আমি যদি যেকোনো ব্যাপারে সন্তুষ্ট হই,সেটাই সুখ বলে মনে করি। আবার আমি যদি কাউকে সন্তুষ্ট করতে পারি,সেটাও আমার সুখ। আমি মনে করি যার চাহিদা কম,তার সুখী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ যাদের চাহিদা বেশি থাকে,তারা সারাজীবন চাহিদা পূরণ করার জন্য ছোটাছুটি করতে থাকে। দিনশেষে তাদের কাছে সুখ ধরা দেয় না। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

সুখ আসলে টাকা দিয়ে পাওয়া যায় না।যে বা যারা ভেবে নেয় টাকা দিয়ে সুখ পাবে।তারা ভুল ভেবে টাকার পেছনে দৌড়ে সময় নষ্ট করে ফেলছে।প্রকৃত সুখ আছে ভালোবাসায়।টাকায় সুখ পাওয়া যায় না।বরং সুখী হলে টাকা দিয়ে আনন্দ উপভোগ করা যায়। তাই সত্যিকারের সুখী হতে হলে ভালোবাসা,মায়া মমতার দরকার হয়।ধন্যবাদ আপু চমৎকার ভাবে বিষয়টি ফুটিয়ে তোলার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62606.46
ETH 3024.95
USDT 1.00
SBD 3.90