ভার্সিটি ক্যাম্পাসে ক্রিকেট খেলা ||

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে আমি যেই ভার্সিটিতে পড়াশোনা করি অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিকেট খেলা নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


IMG_20240422_182616.jpg

আমি মাঝে মাঝেই ভার্সিটিরে বন্ধু ও বড় ভাইদের সাথে ক্রিকেট খেলে থাকি। আমাদের ভার্সিটির স্পোর্টস ক্লাবের ভাইয়েরা ভার্সিটিতে একটি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করেছে। এই ক্রিকেট টুর্নামেন্ট এ আমিও দল পেয়েছি। ক্রিকেট টুর্নামেন্টটি এখনো শুরু হয়নি। টুর্নামেন্ট এর আগে প্র্যাকটিস ম্যাচ হিসেবে ভার্সিটিতে সবাই টুর্নামেন্টের আগে ক্রিকেট প্র্যাকটিস করছি। আমি গতকাল বিকেলে ভার্সিটির মাঠে ক্রিকেট খেলতে যাই।

আমার ভার্সিটিতে ক্লাস ছিল বিকেল চারটা পর্যন্ত। ভার্সিটিতে ক্লাস শেষ করে আমি ভার্সিটির মাঠে চলে যাই ক্রিকেট খেলার জন্য। সেখানে আমার বন্ধু ও ভার্সিটির কিছু বড় ভাই মিলে আমরা দুইটি টিম ভাগ করি। প্রতিটি টিমে নয়জন করে প্লেয়ার হয়। ৪:৩০ এর আগেই আমাদের খেলা শুরু হয়। টিম ভাগ করার পর দুই দলের ক্যাপ্টেন মিলে টস করে আমি যেই দলে ছিলাম এই দলের ক্যাপ্টেন টসে হেরে যায়, বিপক্ষ দল টেসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। খেলা নির্ধারণ করা হয় ১৪ ওভার করে। বিপক্ষ দল টসে জিতে ব্যাটিং এ নামে।


IMG_20240422_180918.jpg

১৪ ওভারের খেলায় একটি বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবে। আমাদের দলের হয়ে প্রথম ওভার করতে আসে আরিয়ান। প্রথম ওভারে ১০ রান দেয়৷ এরপর আমাদের দলের হয়ে ২য় ওভার করি আমি এই ওভারে ৮ রান দেই। বিপক্ষ দল ভালোই ব্যাটিং করছিলো। প্রথম ৭ ওভার শেষে বিপক্ষ দলের রান দাঁড়ায় ৭৪ রানে ০ উইকেট। এরপর অষ্টম হবার আমি করতে আসি। এই ওভারে ১০ রান দিয়ে একটি উইকেট তুলে নেই। ১০ ওভার শেষে বিপক্ষ দলের রান দাঁড়ায় ১০১ রানে ২ উইকেট। আমাদের দলের হয়ে ১৩ তম এবং আমার শেষ ওভার করতে আসি এই ওভারে ৯ রান দিয়ে একটি উইকেট তুলে নেই। অর্থাৎ আমার তিন ওভারে আমি ২৭ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেই। সবশেষ ১৪ ওভার বিপক্ষ টিম রান করে ১৩৭। অর্থাৎ১৪ ওভারে আমাদের জন্য টার্গেট হয় ১৩৮ রান।


IMG_20240422_182557.jpg

এরপর আমাদের টিম ব্যাটিং করতে নামে। শুরু থেকেই আমাদের দল ও বেশ ভালোই ব্যাটিং করছিলো। প্রথম ৪ ওভারে ৪৩ রানে ০ উইকেট। কিন্তু পরের দুই ওভারে ৪ টা উইকেট পড়ে যায়। ৬ ওভার শেষে আমাদের স্কোর ছিলো ৫৪ রানে ৪ উইকেট। এরপর আমাদের রানরেট কিছুটা কমে যায়। ১০ ওভারে ৮১ রানে ৫ উইকেট দাঁড়ায় আমাদের স্কোর। আমাদের ম্যাচ জিততে দরকার ছিলো ৫৭ রান ৪ ওভারে। সেখান থেকে লাস্ট ২ ওভারে ২৮ রান এবং লাস্ট ওভারে ১৬ রানের প্রয়োজন ছিলো। লাস্ট ওভারে খেলাটি জমে উঠেছিলো। লাস্ট ওভারের প্রথম বলেই ৪ হয়, ৫ বলে জিততে প্রয়োজন ছিলো ১২ রান। শেষ ২ বলে জেতার জন্য প্রয়োজন ছিলো ৮ রান এরপরের বলে ৪ হয়। লাস্ট বলে জেতার জন্য প্রয়োজন ছিলো ৪ রান। এই বলে ২ রান হয় সবশেষে ম্যাচটি মাত্র ১ রানে হেরে যাই আমরা।


IMG_20240422_173844.jpg

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago 

শেষ পর্যন্ত আপনারা তাহলে এক রানের জন্য হেরে গেলেন 🤭। আসলে ভাই আর খেলার ভিতরে হার-জিত রয়েছেই যে কোন একটা দলকে অবশ্যই জিততে হবে এবং হারতে হবে এটা নিয়ে খেলা । আর ভার্সিটি লাইফের মুহূর্তগুলো সত্যি অনেক সুন্দর হয়ে থাকে আমাদের ক্যাম্পাসেও অনেক সুন্দর, সুন্দর মুহূর্তের স্মৃতি রয়েছে যেগুলো এখনো মনে পড়ে । যাই হোক ধন্যবাদ আপনাকে ভাই এমন সুন্দর একটি মেমোরিজ আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 15 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

 16 days ago 

আপনার পোষ্টের লেখাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে এরকম ভার্সিটির ক্যাম্পাসে ক্রিকেট খেলা করার মধ্যে রয়েছে অত্যন্ত আনন্দ উপভোগ করার সুযোগ। একই সাথে এরকম পরিবেশে খেলাধুলা করলে মনটাও অনেক ভালো থাকে। যাহোক সুন্দর একটি ক্রিকেট খেলার বিবরণী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 16 days ago 

নিঃসন্দেহে খেলাটি জমে উঠেছিল আমি তো পড়তে পড়তে কেমন এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ইস! রে মাত্র এক রানে ম্যাচ হেরে যাওয়া খুব কষ্টের। তবে অনেক অনেক শুভকামনা থাকলো আগামীতে ভালো খেলবে।

 15 days ago 

দোয়া রেখো যেনো ভালো খেলতে পারি।

 15 days ago 

অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার জন্য। ইনশাআল্লাহ এবার ফাইনাল ম্যাচে তোমরাই জিতবে।

 16 days ago 

আপনাদের ভার্সিটির মাঠটা আমার খুব ভালো লাগে দেখে। প্রায় সময় আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনার ব্লগিংয়ের মাধ্যমে দেখার সুযোগ হয়েছে। যেহেতু আপনি আপনার বন্ধুদের সাথে এবং বড় ভাইদের সাথে খেলাধুলা করলেন। বিকেল টাইমে খেলাধুলা করতে খুবই ভালো লাগে। তাছাড়া আপনি যেই পরিবেশে খেলাধুলা করেছেন ভালো না লাগারই কথা নয়। অনেক ভালো লাগলো আপনার লেখা গুলো বিস্তারিত পড়ে।

 15 days ago 

আমার পোস্টটি পড়ে আপনার ভালো লাগলো যেনে আমার অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।

 16 days ago 

সবশেষে ম্যাচটি মাত্র ১ রানে হেরে যাই আমরা।

ভাইরে ভাই মনটা খারাপ হয়ে গেল শেষ টা দেখে। এইভাবে ম‍্যাচটা হেরে যাওয়া আসলেই অনেক কষ্টের। চেষ্টা টা অনেক করেছিলেন কিন্তু কাজ হয়নি।

 15 days ago 

সমস্যা নেই ভাই ফ্রেন্ডলি ম্যাচ সবাই নিজের সেরা টা দিয়েছে৷ ইনশাআল্লাহ পরের বার জিতবো।

 15 days ago 

আপনি প্রায় মাঝেমধ্যে খেলাধুলা করেন সেটা আমি ভালো করে জানি। আর খেলাধুলা বিষয়ে পোস্ট করে থাকেন। বেশি ভালো লাগে আপনার এ সুন্দর অনুভূতি আর খেলাধুলার মুহূর্তগুলো। এই মুহূর্তে আমাদের বডি ঠিক রাখার একান্ত প্রয়োজন। আর তাই এক্সারসাইজ হিসাবে খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করবো আপনি এভাবে খেলাধুলা মাঝেমধ্যে করবেন সাবধানতার সাথে। খেলাধুলার বিস্তারিত বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আর খেলা বিষয়ে বিস্তারিত জানার ও সুযোগ হলো আমার।

 15 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 15 days ago 

দারুন একটি সময় উপভোগ করেছো, তবে শুধুমাত্র খেলাধুলা নিয়ে থাকলেই হবে না পড়াশোনা করতে হবে এবং কমিউনিটিতে সময় দিতে হবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61054.53
ETH 2976.59
USDT 1.00
SBD 3.65