ইউনিভার্সিটিতে করা আমার কিছু ফটোগ্রাফি ||
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
এটি আমাদের সকলের অতি পরিচিত ফুল বাগান বিলাস ফুল। বাগান বিলাসফুল ভালো লাগেনা এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভার্সিটির বাগানে বেশ কয়েকটি বাগানবিলাস ফুলের গাছ রয়েছে। আমি মাঝে মাঝেই ভার্সিটির বাগানে যাই এবং সেখানে গিয়ে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করি। আজ ভার্সিটিতে বাগান বিলাস ফুলগুলো আবার চোখে বেশ ভালো লাগে। তাই বাগান বিলাস ফুলের এই ফটোগ্রাফিটি আমি করে নিয়েছিলাম।
এই ফটোগ্রাফিটি আমি আমাদের ইউনিভার্সিটি এর মাঠ থেকে তুলেছিলাম। ইউনিভার্সিটিতে আবার ক্লাস শেষে আমিও আবার বন্ধুরা মিলে যখন ইউনিভার্সিটি মাঠে গিয়েছিলাম তখন ইউনিভার্সিটির মাঠ থেকে ইউনিভার্সিটির মসজিদের মসজিদে আল মোস্তফার ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। এই মসজিদটি দেখতে অনেক সুন্দর। এই মসজিদটি বাইরে থেকে যেমন সুন্দর ভেতর থেকে তার থেকেও বেশি সুন্দর।
এটি হলো আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর খেলার মাঠ। এখানে ইউনিভার্সিটি শিক্ষার্থীরা খেলাধুলা করে থাকে। আর আজকে চতুর্থ ফ্লোরে একটি ক্লাস ছিল। ক্লাস শেষে আমি যখন ভার্সিটির গ্যালারির দিকে যাচ্ছিলাম তখন চতুর্থ ফ্লোর থেকেই ইউনিভার্সিটি এর খেলার মাঠে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। এই মাটি যখন প্রস্তুত করা হয়েছিল আজকের বিকেলের একটি খেলার জন্য।
আজকের বিকেলের পড়ন্ত সূর্য এর ফটোগ্রাফি এটি। আমি যখনই পড়ন্ত সূর্য দেখি তখনই এটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আজকে আমার সব ক্লাস শেষ হয় বিকেল ৪:৩০ এ। ক্লাস শেষ করে যখন আমি বের হয়েছিলাম তখন তৃতীয় ফ্লোর থেকে পড়ন্ত সূর্য আমার চোখে পড়ে। তাই এই পড়ন্ত সূর্য ক্যাপচার করে রাখতে ভার্সিটির তৃতীয় তলা থেকে এই দৃশ্যটির ফটোগ্রাফি করে নেই।
এই ফটোগ্রাফিটি আমি বিকেলে করেছিলাম আমার সব ক্লাস শেষে যখন আমিও আমার বন্ধুরা মিলে ভার্সিটি মাঠের দিকে যাই তখন ভার্সিটির গ্যালারি থেকে ভার্সিটির মাঠের এই ফটোগ্রাফিটি করে নেই। মূলত আজকে বিকেলে আমাদের ইউনিভার্সিটিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর একটি ফুটবল ম্যাচ ছিল। আমাদের ক্লাস যখন শেষ হয় তখন ইতিমধ্যে ফুটবল ম্যাচটি শুরু হয়ে গিয়েছিল আমরা যখন ম্যাচটি দেখার জন্য মাঠে যাই তখন স্টুডেন্টরা এভাবেই মাঠের সামনে দাঁড়িয়ে খেলা দেখছিল।
এই ফুলের গাছটির নাম আমার জানা নেই। তবে এই ফুলের গাছটি আমার কাছে বেশ ভালো লাগে। এটি প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে ও দেখতেও বেশ ভালো লাগে। আমি ও আমার বন্ধুরা মিলে যখন ফুটবল ম্যাচটি দেখছিলাম তখন ভার্সিটির মাঠে আবার এই গাছটির দিকে চোখ পড়ে তাই এই কাজটি ক্যাপচার করে রাখতে এই কাজটির ফটোগ্রাফি করে দিয়েছি। আপনারা যারা এই গাছটি ও ফুলের নামগুলো জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
🌼ধন্যবাদ🌼
বিষয়: ফোটোগ্রাফি 📸
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে। পড়ন্ত বিকেলের সূর্যাস্তটা ভালো লাগলো দেখে। বরাবরের মতোই দারুণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আর আপনাদের ক্যাম্পাসের পরিবেশটাও খুব সুন্দর। দারুণ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আসলে আমার যদি ভুল না হয় তাহলে এটি কিন্তু আপনার কলেজ ক্যাম্পাসের ফটোগ্রাফি। কেননা প্রতিবার আপনি আপনার কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আজও আপনি দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনি দেখতেছি ইউনিভার্সিটি থেকে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে অসাধারণ হয়। তবে খেলার মাঠ দেখতেছি অনেক বড় দেখে বেশ ভালো লাগলো। মসজিদের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কিছু কিছু ফটোগ্রাফি আছে বারবার দেখতে মন চায়। আর সে রকম চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি দুটো তো অসাধারণ। এবং সূর্যের ফটোগ্রাফিও চমৎকার। চমৎকার ফটোগ্রাফি চমৎকার বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।