কনটেস্ট(পুস কয়েন বাই এন্ড হোল্ড)|| ৬৩,৫৬৮ পুস কয়েন কেনার মাধ্যমে কনটেস্টে অংশগ্রহণ ||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা সবাই জানি যে আমাদের @rme দাদা একটি কনটেস্টের ঘোষণা দিয়েছিলেন। পুস কয়েন এর মধ্যেই সবার মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। পুস কয়েন খুবই কম সময়ের মধ্যে বেশ ভালোভাবে গ্রো আপ করছে। আর পুস করেন যেহেতু আমাদের কমিউনিটির প্রথম কয়েন সেহেতু আমাদের কমিউনিটির সবাই এই কয়েন নিয়ে খুবই আশাবাদী। আমরা জানি আমাদের দাদার সকল প্রজেক্টেই সফল। দাদা কনটেস্ট এনাউন্সমেন্ট করার পরে আমি ৬৩,৫৬৮ পুস কয়েন কিনে হোল্ড করে রেখেছি। তো আমি কিভাবে পুস কয়েন কিনলাম, সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


১ম ধাপ

আমি পুস কয়েন কেনার জন্য আমার ট্রনলিংক প্রো অ্যাপস এ আগেই ১৫৮ ট্রন এনে রেখেছিলাম।

1000012325.jpg

২য় ধাপ

তারপর সান সোয়াপের যে ওয়েবসাইট রয়েছে, আমি সেই ওয়েবসাইটে প্রবেশ করবো।

1000012326.jpg

৩য় ধাপ

এরপর ১৫০ টি আর এক্স পুস কয়েনে রুপান্তর করার জন্য সিলেক্ট করি।

1000012327.jpg

৪র্থ ধাপ

এরপর ট্রানসেকশন কনফার্ম করি। সবকিছু ঠিক করার পর ১৫০ টি আর এক্স এর পুস কয়েন কিনে ফেলি।

1000012328.jpg

1000012329.jpg

৫ম ধাপ

আমার ওয়ালেটে ৬৩,৫৬৮ পুস কয়েন জমা হয়ে গিয়েছে। পুস কয়েন গুলো কিনতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আশা করি আপনারা ধাপগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।

1000012330.jpg

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

পুস কোয়েন কিনে সত্যি সবাই লাভবান হয়েছে। আপনার ধাপ গুলো দেখে সত্যি ভালো মতো বুঝতে পেরেছেি।ধন্যবাদ আপনাকে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।

 4 months ago 

দোয়া রাখবেন আমার জন্য।

 4 months ago 

পুশ কয়েন কেনার ফলে বেশ ভাল পরিমান প্রফিট পাওয়া যাচ্ছে।আরো সামনে এটার দাম বৃদ্ধি পাবে।আশা করি সবাই বাই করবে ধন্যবাদ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।

 4 months ago 

পুস কয়েনে বেশ ভালোই প্রফিট হচ্ছে।

 4 months ago 

পুশ এর প্রতি আমাদের সবার অন‍্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আপনি বেশ ভালো একটা পরিমাণ পুশ হোল্ড করেছেন দেখছি। ব‍্যাপার টা দেখে ভালো লাগল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা আপনাকে।।

 4 months ago 

আপনিও পুস কয়েন হোল্ড করে ফেলেন।

 4 months ago 

৬৩,৫৬৮ পুস কয়েন কেনার মাধ্যমে কনটেস্টে তোমার অংশগ্রহণ দেখে অভিভূত হলাম। যেহেতু আমাদের কমিউনিটির নিজস্ব কয়েন, তাই আমাদের প্রত্যেকের এভাবে অংশগ্রহণ করা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আর তাই এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অনাবিল শুভেচ্ছা 🌹🌹

 4 months ago 

দোয়া রেখো আম্মু।

সহজ ভাষায় সুন্দর একটি পোস্ট। সকলেই এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবে। পুস নতুন একটি কয়েন হিসেবে খুবই ভালো। কয়েনটি ক্রয় এবং হোল্ড করার মাধ্যমে সকলেই ভালো উপার্জন করতে পারবে।