(এসো নিজে করি) ডাই :- গাছের ডাল আর মোম দিয়ে তৈরি ফুল গাছ।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কারন আমার কাছে ভিন্ন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। সেটা আর্ট হোক বা ডাই আমার কাছে দুটোই তৈরি করতে বেশ ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি যে জিনিস তৈরি করব সেটা খুব নিখুঁতভাবে তৈরি করার জন্য। কারণ কোন একটি জিনিস আকর্ষণীয় না দেখা গেলে আমার নিজের কাছেও তেমন ভালো লাগেনা। তাই আজকে আবারও অন্যরকম ভাবে একটি ফুল গাছ তৈরি করার চেষ্টা করলাম। আর সেটা অন্য কিছু দিয়ে না মোম দিয়ে। আর এই মোম গুলো ফুল তৈরি করার পরে গাছের ডালের জোড়া লাগাতে একটু অসুবিধা হলো। কারণ বারবার ভেঙে যাচ্ছিল। যাইহোক চেষ্টা করে খুব সুন্দর ভাবে ফুল গাছ তৈরি করলাম। তারপর গাছের ডাল পালা জোগাড় করে চেষ্টা করেছি সুন্দর করে মোম দিয়ে একটি আকর্ষণীয় ফুল গাছ তৈরি করার জন্য।
সত্যি কথা বলতে ফুল গাছটি তৈরি করার পরে যখন আমার টেবিলের উপরে রাখলাম তখন টেবিলটা খুবই সুন্দর দেখাচ্ছিল। এরকম এরকম যে কোন জিনিস প্রায় মানুষ দোকান থেকে কিনে আনে ঘরে সাজানোর জন্য। কারণ এই ধরনের ফুল গাছগুলো যে কোন জায়গায় সাজিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। সেজন্য আমি নিজের চেষ্টার মাধ্যমে নিজের ঘর সাজানোর জন্য একটি ফুল গাছ তৈরি করলাম। আমার কাছে নিজের তৈরি করা জিনিস গুলো দিয়ে ছোট ঘরটা সাজাতে অনেক বেশি ভালো লাগে। আর আমি সব সময় আপনাদের মাঝেও ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। আজকে তাই এই সুন্দর গাছের ডাল আর মোম দিয়ে তৈরি করা ফুল গাছটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করা এই সুন্দর কালারফুল ফুল গাছ আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ
✓ মোমবাতি
✓ গাছের ডাল
✓ লাইট
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি বাটির মধ্যে দুটি মোমবাতি ভেঙে নিয়ে নিলাম। তারপর গ্যাসের চুলার উপরে বাটি রেখে গরম করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর খুব সুন্দর করে মোম বাতি আগুনের তাপে গলে গিয়েছে। তারপর আমি মোমবাতি আগুনের তাপে পুরোপুরি ভাবে গলে নিলাম।
ধাপ - ৩ :
তারপর একটি ওষুধের কাকের মধ্যে কালো রঙের ক্লে পুরোপুরি ভাবে ভরিয়ে নিয়ে নিলাম। তারপর উপরের অংশে লতার মত করে কাকের চারপাশে কফি কালারের ক্লে লাগিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর একই রকম ভাবে বোতলের কাকে চারপাশে ফুলের টপের মত করে সুন্দর করে কফি কালারের ক্লে পেঁচিয়ে পেঁচিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কাকের মাঝখানে কিছু গাছের ডাল পালা দিয়ে খুব সুন্দর করে গাছের মতো করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর পানির মধ্যে তিনটি আঙ্গুল চুবিয়ে তারপর গলে থাকা মোমের মধ্যে হাত দিয়ে এরপর গাছের ডালে ধরে কয়েকটি ফুল তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এভাবে একই রকম করে আরো কয়েকটি ফুল খুব সুন্দর ভাবে গাছের ডালে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এরপর মোম গুলো বসে যাওয়ার পরে আবারো অন্য মোমের উপরে রেখে মোম গুলোকে গুলিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর একই রকম ভাবে ধীরে ধীরে আরো অনেকগুলো ফুল গাছের ডাল গুলোর মধ্যে সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে মন দিয়ে খুব সুন্দর একটি গাছ তৈরি করে নিলাম। আশা করি আমার এই তৈরি করা ভিন্ন রকম গাছ আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু সত্যি বলতে আপনার ক্রিয়েটিভিটি দেখে অনেক বেশি ভালো লাগলো। এধরনের ডাই প্রজেক্ট গুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। গাছের ডাল আর মম দিয়ে চমৎকার একটি ফুলের গাছ তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু।
আমার করা যেকোনো কাজ আমি সুন্দর করে করার চেষ্টা করি মন্তব্য পড়ে ভালো লাগলো
https://x.com/bdwomen2/status/1853647488684843418?t=SbAD-3R9Rl26e00dMkgftg&s=19
জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে গাছের ডাল আর মোম দিয়ে ফুল গাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে এটা খুবই সূক্ষ্ম একটি কাজ যার জন্য আপনি অনেক বিরাম্বনার মাঝে পড়েছিলেন। আপনার এই ডাই পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া কালারটাও ছিল অনেক সুন্দর। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ইউনিক একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
যেকোনো কাজ ধৈর্য ধরে করলে দেখতেও বেশ ভালো লাগে আপনার কাছে আমার এই ফুল গাছ ভালো লেগেছে যেন খুশি হলাম
গাছটা তো সত্যিই অনেক সুন্দর হয়েছে। গাছের ডাল এবং মোম ব্যবহার করে এত সুন্দর ডাইপ্রজেক্ট তৈরি করা যায় এটা জানা ছিল না। লাল রংয়ের মোম ব্যবহার করার কারণে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এগুলো। এগুলো ঘরে সাজিয়ে রাখলেও সুন্দর লাগবে দেখতে। এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার তৈরি করা এই কালারফুল গাছ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ
মুগ্ধ হয়ে দেখলাম আপনার বানানো গাছের ডালও মোম দিয়ে চমৎকার সুন্দর ফুল গুলো।এরকম ফুল গাছ বিদেশে দেখা যায়।আপনি চমৎকার বানিয়েছেন অনেক মেধা, সময় ও ধৈর্য লেগেছে এই ফুলগাছ বানাতে।ধাপে ধাপে ফুলের গাছ বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছে জন্য।
আমি সবসময় চেষ্টা করি যে কোন জিনিস সুন্দরভাবে করার জন্য তাইতো আপনাদের কাছে এতো ভালো লাগে
অসাধারণ গায়ে পোস্ট হয়েছে। আপনার প্রতিভার প্রশংসা করছি। খুব সুন্দর ভেবেছেন আপনি। প্রথমত আমি ভেবেছিলাম ক্লে দিয়ে তৈরি। পরে পোস্টটা খুলে ভালো করে পড়ে দেখবেন না এতে মোম দিয়ে তৈরি। আপনি বহুগুণ সম্পন্ন মানুষ। ভালো থাকবেন আপু৷
আপনি আমার আগের পোস্টগুলো দেখেছেন জেনে আমি আজকে অনেক বেশি খুশি হলাম ধন্যবাদ
বেশ ভালো লাগলো আপনার সুন্দর প্রতিভা দেখে।কখনও ভাবি নি মম দিয়ে এত সুন্দর ভাবে ফুল তৈরি করা যায়।অসাধারণ লাগছে দেখতে।খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন আপু।যা দেখে সহজেই কেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি সবসময় চেষ্টা করি যে কোন জিনিস সুন্দরভাবে তৈরি করার জন্য
আপনার দক্ষতামূলক কাজ দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। গাছের ডাল আর মোম ব্যবহার করে আপনি অনেক সুন্দর করে একটা ফুলের গাছ তৈরি করে নিয়েছেন। মোম গুলো গোলাপি কালারের হাওয়ায় দেখতে একটু বেশি সুন্দর লাগছে। দেখে যেন মনে হচ্ছে গাছের ডালে সত্যি সত্যি অনেকগুলো ফুল ফুটে রয়েছে। ঘরে সাজিয়ে রাখলে এটা দেখতে ভালো লাগবে।
ঠিক বলেছেন ঘরে সাজানোর কারণে ফুল গাছটি আসলেই দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল
এত সুন্দর একটা ফুল গাছ তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার মোমের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।
আমি মাঝেমধ্যে চেষ্টা করি নিজের ঘর সাজানোর জন্য সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য
আপু আপনি গাছের ডাল ও মোম দিয়ে খুব সুন্দর একটি ফুল গাছ বানিয়েছেন। ফুলগুলো দেখতে একদম গোলাপ ফুলের মত মনে হচ্ছে। একটি গাছে যেন অনেকগুলো লাল গোলাপ ফুটে রয়েছে। আপনার এই আইডিয়া খুবই ইউনিক ছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এত সুন্দর একটি ডাই প্রজেক্টের প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনার নিপুন হাতের কাজগুলো সব সময় খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
মোম দিয়ে আজকে এই ফুলগাছটি তৈরি করেছিলাম আমার নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগলো