লাইফ স্টাইল :- হাজবেন্ডের চাচাতো ভাইয়ের বিয়েতে কাটানো কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তাই সবসময়ই নিজের আনন্দের পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আজকের পোস্টটি পড়েও আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

CollageMaker_2025317193752442.jpg

আপনারা অনেকেই দেখেছেন আমার হাজবেন্ডের চাচাতো ভাইয়ের গায়ে হলুদের পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তখন পোষ্টের মধ্যে আপনাদের ভালো ভালো মন্তব্য গুলো দেখে ভীষণ ভালো লাগলো। তাই আজকে দেখতে দেখতে বিয়েতে কাটানো মুহূর্তটা ও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। বিয়ে মানেই আনন্দ, খাওয়া দাওয়া, হইচই সব মিলিয়ে একাকার। বিয়েতে কাটানো মুহূর্তগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ আমি সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করতে এবং ঘুরাঘুরি করতে অনেক পছন্দ করি।

IMG_20241223_152114.jpg

IMG_20241223_151943.jpg

IMG_20241223_151933.jpg

তাই আশেপাশের অজানা জায়গা গুলোই ঘুরতে যেতে অনেক ভালো লাগে। গায়ে হলুদের পরের দিন আমরা সবাই বারোটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম। কারণ বরযাত্রী বারোটা থেকে রওনা দেবে বলেছিল। তাই সবাই নিজে নিজে মতো করে রেডি হয়ে গেল। আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়েও আমরা রেডি হয়ে গেলাম। আমরা রেডি হয়ে যাওয়ার পরে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। কারণ সবাই একসাথে জড়ো হলে যাত্রীদের সাথে রওনা দেবে। দেখতে দেখতে বরের গাড়িও খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছিল।

IMG_20241223_151930.jpg

IMG_20241223_151607.jpg

IMG_20241223_151215.jpg

যখন আমরা বাড়ির পাশে রাস্তার ধারে গিয়েছিলাম তখন দেখলাম বরের গাড়ি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তখন আমি আমার মেয়ের কিছু ছবি তুলে নিলাম ওখানে। কারণ মেয়ে কিছু সুন্দর ছবি তোলার পরে সেগুলো আপনাদের মাঝেও শেয়ার করতে পারব তাই। এখন এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যেখানে যাই সেখানেই ছবি তোলার চেষ্টা করি। কারণ ছবিগুলো আপনাদের মাঝে ও সুন্দর মুহূর্ত হিসেবে শেয়ার করতে পারি। এখানে যে পোস্টগুলো লিখি সেগুলো পরবর্তীতে দেখার পরে নিজের কাছেও ভীষণ ভালো লাগে।

IMG_20241223_153043.jpg

IMG_20241223_125656.jpg

IMG_20241223_125715.jpg

তারপর দেখতে দেখতে সবাই জড়ো হয়ে এক এক করে গাড়িতে উঠলে লাগলো। বেশ কিছুক্ষণ গাড়িতে জার্নি করার পরে আমরা কনে পক্ষের বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম। ওখানেও গিয়ে দেখলাম তারা খুব সুন্দর করে বাড়ির সামনে বড় একটি গেট সাজিয়েছে। চারপাশে তারাও লাইট এবং ফুল দিয়ে সাজিয়েছে। বিষয়গুলো দেখতে আমার কাছেও ভীষণ ভালো লাগলো। তারপর আমরা তাদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে একে করে আমাদের সবাইকে নাস্তা দিল তারা। সবাই খুব একসাথে গল্প করতে করতে নাস্তা করলাম।

ধীরে ধীরে কিছুক্ষণ পরে সবাই খাওয়া-দাওয়া করতে এক এক করে যাচ্ছে। আমিও আমার মেয়েকে আমার হাজবেন্ডের কাছে রেখে আমার শাশুড়ির সাথে খেতে বসে পড়লাম। মেয়েকে কোলে নিয়ে কোথাও বাসা যায় না। তাই তাকে তার বাবার কাছে রেখেছিলাম। ওখানেও কিছু ছবি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু পরবর্তীতে ছবি তোলা হয়নি। কিন্তু খাওয়া দাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে তাদের বাড়ির পাশে কিছুক্ষণ রেস্ট নিলাম। মেয়েদের বাড়ির চারপাশের পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। খোলামেলা আর চারপাশে গাছপালা ভরপুর।

IMG_20241223_135650.jpg

IMG_20241223_140217.jpg

IMG_20241223_173824.jpg

আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঘুরাঘুরি করার পরে আমি আর আমার হাজব্যান্ড আলাদা রিক্সা নিয়ে বাজারে চলে আসলাম। কারণ ওখানে আমাদের কিছু কেনাকাটা করার ছিল তাই। তারপর আমরা কিছু কেনাকাটা করার পরে ক্লান্ত হয়ে বাড়িতে চলে আসলাম। কারণ কোথাও গেলে প্রচন্ড ক্লান্ত হয়ে যায় আমি। তাই দেরি না করে মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আমার মত আমার মেয়ে কোথায় গেলে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। যাইহোক চেষ্টা করলাম বিয়ে বাড়ির সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। পরবর্তীতে পরের পোস্ট নিয়ে হাজির হব আশা করি আজকের পর্ব আপনাদের অনেক ভালো লাগবে দেখে।

IMG_20241223_173429.jpg

IMG_20241223_173400.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 10 months ago 

আপনার হাজবেন্ডের কাজিনের বিয়েতে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আপু। বেশ ভালো লাগলো আপনাদের কাটানো মুহূর্ত গুলো দেখে। আপনার বাবুকে তো মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। বেশ দারুন মুহূর্ত কাটিয়েছেন। ছবিগুলো দেখে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

আমরা নিজেরাও ওখানে গিয়ে বেশ ভালই এনজয় করতে পারলাম

 10 months ago 

IMG_20250317_200513.jpg

 10 months ago 

বিয়ে বাড়িতে গেলে খুব ভালো লাগে আত্মীয়-স্বজন সবার সাথে দেখা হয়। খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটে। যেহেতু ভাইয়ার চাচাতো ভাইয়ের বিয়েতে গেলেন তাহলে তো বেশ ভালো হলো। খুব সুন্দর সুন্দর মুহূর্ত আপনি ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন। বর কনে দুই জনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 10 months ago 

ঠিক বলেছেন আত্মীয় স্বজনের বিয়েতে গেলে ভীষণ আনন্দ করা যায়

 10 months ago 

বিয়ের মধ্যে যাওয়ার অনুভূতি অন্যরকম। বিয়েতে গেলে অনেক কিছু জানা যায়, পরিচিত অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়। নতুন নতুন জায়গা চেনা জানা হয়। আর খাওয়া-দাওয়ার কথা বাদ রাখলাম। কারণ বিয়ে মানে..মুরগির রান... হা হা হা।

 10 months ago 

ঠিক বলেছেন খাওয়া-দাওয়া সব কিছুই জমজমাট হয়

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

বিয়েটা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমার পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 10 months ago 

বাহ,নতুন দম্পতিকে দেখে ভালো লাগলো,তাদের এই দাম্পত্য জীবন সুখের হোক সেই প্রত্যাশাই করি।তাছাড়া বিয়ে মানেই আনন্দ।আপনারা দারুণ সময় কাটিয়েছেন, আপনার মেয়েকে বেশ কিউট লাগছে।ধন্যবাদ আপু।

 10 months ago 

ঠিক বলেছেন ভালই সুন্দর একটি সময় উপভোগ করা গিয়েছে আপনার মন্তব্য পরে আরো ভালো লাগলো

 10 months ago 

হাজবেন্ডের চাচাতো ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ করেছেন এবং সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। বিয়ে মানে যেন একটা আনন্দ অনুষ্ঠান আর এখানে সময় অতিবাহিত করতে অনেক ভালো লাগে। আর পরিবারের সদস্যদের সাথে এই বিয়েতে অনেক সুন্দর সময় অতিবাহিত করা যায়।

 10 months ago 

আমার নিজের কাছে ও পরিবারের প্রতিটি সদস্যের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে

 10 months ago 

আসলে কাছের আত্নীয় স্বজনদের বিয়ের অনুষ্ঠানে খুব মজা করা যায়। তাই কাছের আত্নীয় স্বজনদের বিয়ের অনুষ্ঠানে সময় কাটাতে দারুণ লাগে। আপনার হাসবেন্ডের চাচাতো ভাইয়ের বিয়েতে চমৎকার সময় কাটিয়েছেন। মাইসুন তো দেখছি বেশ খুশি হয়েছিল বিয়ের অনুষ্ঠানে গিয়ে। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

চেষ্টা করেছি আনন্দের সাথে সাথে কিছু ছবি তোলা আপনাদের মাঝে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য