জি ভাইয়া আমরা ৯০ দশকের ছেলে হলেও দুষ্টুমি করতাম ভদ্রতার মধ্যে থেকে। ছোটবেলায় কত যে মাছ ধরেছি তার কোন হিসেব নেই। যখন চারিদিকে পানিতে করতে করতে তখন বড়শি দিয়ে মাছ ধরতাম। বড়শি দিয়ে মাছ ধরতে আমি ব্যবহার করতাম লাল বোল্লার চাক ভেঙে চাকের ভিতরে থাকা ছোট কচি বাচ্চা। ওই কচি বাচ্চা দিয়ে কৈ এবং জিওল মাছ খুবই বেশি ধরা যেত। আর শীতের মৌসুমে পাড়ার সমবয়সী সকল ছেলেদেরকে নিয়ে বিলে মাছ ধরতে যেতাম। ছোটবেলার মাছ ধরার স্মৃতিগুলো খুবই মনে পড়ে।