You are viewing a single comment's thread from:RE: স্বরচিত কবিতা - বাস্তবতাView the full contextbidyut01 (70)memberPermanent inactivein আমার বাংলা ব্লগ • last year আপু, আপনার লেখা 'বাস্তবতা' কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার এই বাস্তবতা কবিতার মাধ্যমে আপনি মানব জীবনের বাস্তব রূপটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আসলে অনেকেই তো সঠিক উদ্দেশ্য নিয়ে চেষ্টা করেও সফল হয়নি। তারপরও আমাদের গুরুজনরা সবসময় বলে থাকেন যে সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করলেই সফল হওয়া সম্ভব। যাহোক খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুজনরা বলেন উদ্দেশ্য না থাকলে জীবনে সফল হওয়া যায় না, তবে যারা উদ্দেশ্য থেকেও সফল হতে পারেনি, তারা কি সফল হতে চায় না?