স্বরচিত কবিতা - বাস্তবতা

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

কথা গুলো যেমনি হোক কিন্তু সত্যি। বাস্তবতা অনেক কঠিন, মানুষের জীবনটা এমনি। সামনে দেখতে সাজানো গুছানো ও সুন্দর মনে হলেও ভিতরটা খুবই অন্ধকার। ঠিক যেমন খাবার সাজিয়ে রাখা ট্রে এর মতো। দেখতে খাবার টা কতই না গুছানো আর সুন্দর মনে হয় কিন্তু ট্রে এর পিছনের গল্পটা লুকানোই থেকে যায়।

মাঝে মাঝে আমরা অনেক কাপল বা ফ্যমিলি পিকচার দেখি ফেইচবুকে। কতইনা সুন্দর তাদের জুটি , দেখে মনে হয় যেন তারা কষ্ট কি সেটা বুঝেই না। কিন্তু বাস্তব হাতিয়ে দেখেন নিজেকেই খুঁজে পাবেন না। মানুষের জীবনটা আসলেই অদ্ভুত। কেউ কেউ নিজেকে সবার সামনে ভালো আছি দেখাতে পছন্দ করে আবার কেউ বা নিজের কষ্ট গুলোকে মানুষের সাথে শেয়ার করতে পছন্দ করে ৷

তবে বেশির ভাগ মানুষই তার বাস্তবতাকে ও বাস্তব জীবনের কষ্ট গুলোকে ঢেকে রাখে আর এটাই প্রয়োজন। কারন অন্যদের সাথে নিজের কষ্ট গুলোকে শেয়ার করে হয়তো নিজের ভিতরে থাকা কষ্ট কমানো যায় কিন্তু এতে করে অন্য কোনো লাভ হয়না বরং সেই মানুষটাই আরো বেশি তুচ্ছতাচ্ছিলো করতে শুরু করে। এটা এক ধরনের বোকামি ছাড়া কিছুই না। এখনকার সময় মানুষ উপকার থেকে ডোল পিটাই বেশি। আর এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি বাস্তবতা নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

বাস্তবতা

লেখা - আইরিন ইসলাম

মানুষের জীবনটা একরকম
খাবার সাজানোর ট্রে এর মতো।
উপর দিয়ে সাজানো থাকলেও
ভিতরে অগোছালো।

কখনো কারো জীবনের গোপন দুঃখগুলো
জানতে চাইবেন না ,
কারণ ?
সেই দুঃখে ব্যথিত হয়ে
আপনার জীবনের লাইনটাই পাবেন না।

কথাগুলো কবিতার লাইনে হলেও
মিলিয়ে দেখুন বাস্তবেই মিলে যাবে,
জীবন নামের রেল গাড়ির যন্ত্রটায়
একটুখানি তেল না দিয়ে দেখুন হেলে যাবে।

কিছু কিছু মানুষ আছে যারা কিনা
জীবনে কিছু না পেয়েও খুশি,
আবার বেশিরভাগ মানুষই জীবনে
সবকিছু পেয়েও ভাগ্যকে করে দোষী।

পিছনে অগোছালো জীবন ফেলে,
সামনে হাসিখুশি থাকাটা
কিছু মানুষের স্বভাব।
তবে তাদের সুখ নামের জিনিসটার বড়ই অভাব।

গুরুজনরা বলেন উদ্দেশ্য না থাকলে
জীবনে সফল হওয়া যায় না,
তবে যারা উদ্দেশ্য থেকেও সফল হতে পারেনি,
তারা কি সফল হতে চায় না?

এই জীবন নামের গাড়ির মধ্যে
কত কিছুই না দরকার,
কেউ বা পাই আবার কেউ না পাই।
তবুও জীবনেই সময় যেন,
চাকা বিহীন দৌড়ায়।

মানুষের জীবনটা বড়ই অদ্ভুত
খাও দাও ফুর্তি কর আর গান গাও,
সময়ের সাথে সাথে হুট করে একদিন
কাউকে না জানিয়েই চলে যাও।

কিছু কি নিয়ে যেতে পারছি!
দিনের পর দিন,
পরিবর্তিত আবহাওয়ার কাছে
শুধুই হারছি আর হারছি।

আজ লিখে ফেললাম কবিতায়
হাসিখুশি জীবনের পিছনে থাকা
অগোছানো গল্পের কথা,
আত্মজ্ঞানী মানুষ হলেই বুঝিবেন যথা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

দূর থেকে কখনো কারো সুখ নির্বাচন করা যায় না। আসলে হাসিখুশি মুখের আড়ালে অনেক সময় অনেক দুঃখ লুকিয়ে থাকে। হয়তো বাস্তবতা নামক শব্দটাই অনেক কঠিন। তাইতো জীবনের বাস্তবতার কাছে আমরা অনেক সময় হার মেনে যাই। আপু আপনার লেখাগুলো পড়ে সত্যিই অনেক ভালো লেগেছে। সেই সাথে কবিতার লাইন গুলো দারুন ছিল।

 last year 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন যা পড়ে আমার অনেক ভালো লেগেছে।

মানুষের জীবনটা একরকম
খাবার সাজানোর ট্রে এর মতো।
উপর দিয়ে সাজানো থাকলেও
ভিতরে অগোছালো।

আপনি একদম ঠিক বলেছেন মানুষের জীবন ওপর থেকে ঠিকঠাক দেখালেও ভিতরে অগোছালো থেকে যায়। কারণ মানুষের ভেতরে অনেক কিছুই লুকিয়ে থাকে যেটা খালি চোখে দেখা যায় না। বাস্তব জীবনটা এটা নিয়ে আপনি কবিতা লিখেছেন খুব ভালো লাগলো পড়ে অনেক অভিজ্ঞতা পেলাম ধন্যবাদ।

 last year 

আপু আপনার আজকের কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো । বাস্তবতা নিয়ে লেখা আপনার কবিতাটি । আসলে বাইরের দিক দিয়ে মানুষের যা দেখা যায় সেটি প্রকৃতপক্ষে সত্য হয় না। বাইরের রূপটাই মানুষের ভেতরের রূপ নয়। বেশ ভালোভাবে কথাগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । ভালো লাগলো ধন্যবাদ ।

 last year 

বাস্তবতা নিয়ে কবিতাটি খুব সুন্দর হয়েছে আপু। কবিতার লাইনগুলো বাস্তবতা নিয়ে মোড়ানো।কবিতার প্রতিটি লাইন খুব ভাল লাগলো। মানুষের উপরের হাসিখুশি মুখ তার ভেতরের কষ্টকে লুকিয়ে রাখে।বোঝা মুশকিল আসল নকল।দারুন লিখেছেন আপু। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

বাস্তবতার নিরিখে অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু।আসলেই মানুষ পর্দার সামনে একরকম থাকে পর্দার অন্তরালে আরেকরকম।সামনাসামনি আমরা তাকে হাসি খুশি দেখলে ও তার মনে অনেক কষ্ট দুঃখ লুকিয়ে রাখে।বাস্তবতা আসলেই অনেক কঠিন।ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার বাস্তবতা কবিতাটি আমার অসাধারণ লেগেছে আসলেই আপনি বাস্তব কথাগুলোই লিখেছেন।মানুষের মনের ভিতরে জমানো অনেক কথা থাকে যা সবার মাঝে প্রকাশ করা যায় না। আর এখনকার সমাজ অনেক কঠিন ।নিজের দুর্বলতা কখনো কারো কাছে স্বীকার করতে নেই। এবং সব মানুষকে বিশ্বাস করতে নেই। আপনার কবিতার প্রত্যেকটি কথা আমার এত ভালো লেগেছে যা পড়ে হৃদয় ছুয়ে গেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন। আপনার এই কবিতাটি আবৃত্তি করতে যেয়ে বুঝতে পারলাম জীবন বড়ই সংগ্রামীময়। আরো তার বাস্তব রূপ আপনার কবিতার মধ্যে ফুটে উঠেছে।

 last year 

নিজের কষ্ট গুলো অন্য কারো সাথে শেয়ার করলে হয়তো ক্ষনিকের একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু পরক্ষণেই সেই ব্যক্তিটি আবার সেই অনুভূতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। আবার কিছু কিছু মানুষ অল্পতেই খুশি আবার কিছু মানুষ সবকিছু পেয়েও অসন্তুষ্ট। এটাই বাস্তবতা। তবে যাই হোক কবিতাটি খুবই সুন্দর লিখেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

দিদি আপনার বাস্তবতা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো এই কবিতার মাঝে বাস্তবতার কথা লুকিয়ে রয়েছে।জীবনের এই রেল গাড়িতে যদি তেল না দেওয়া হয় তাহলে জীবনের এই রেল গাড়িটা যে হেলেদুলে পড়বে। এটা সত্য কারো জীবনের দুঃখের কথা জানতে নেই তাহলে নিজের জীবনের লাইনগুলোই যে খুঁজে পাওয়া যায় না। খুব খুব ভালো লাগলো আপনার কবিতাটি ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।