আমার SuperWalk এর এক সপ্তাহ

in আমার বাংলা ব্লগ7 hours ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

4BAcMbXZnLLKMhup8zh7w2pWg2mr8tygc18rdsnXvJ75GrsomdqzZr1YSwpVpLVbs9AHJnvF1zQFEANhEeMcV9jX8PfVztysE1s162eP2W3m9AmRMn9svLFq59zMqscxiYktTGbHeUL7nYYBiKTD7haqL8BNQ6EKbAwXhB5Ess3Uhu9JQXVRPHZt4MBGpGiKf7pHhnVouorJux1NUsLBhFY5bQS.png



আজকে আমি আপনাদের মাঝে একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে আসলাম৷ গত সপ্তাহেই আমাদের কমিউনিটি থেকে এই অ্যাপের কথা বলা হয়েছিল৷ আমি তখন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছিলাম৷ তখনই আমি এই অ্যাপ থেকে কাজ করে আসছি৷ আজকে আমি এই অ্যাপে এতদিন ধরে যা কিছু করেছিলাম সবকিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব । আমি মনে করি যে আমাদের কমিউনিটির সকলেই এই অ্যাপ এর মধ্যে কাজ করছেন এবং এর মধ্যে তেমন বেশি কিছু কাজ করতে হয় না৷ শুধু আমরা যদি এদিক সেদিক হাঁটাচলা করি তাহলে এই অ্যাপটি কাজ করতে থাকে৷ একই সাথে এর বিভিন্ন মোডগুলো আমি করেছিলাম এবং এর মধ্যে কিছু গেম ছিল সেগুলো আমি খেলেছিলাম৷ একই সাথে এখানে প্রথম দিনেই আমি অনেক বেশি ভ্রমন করাতে এবং অনেক জায়গায় যাওয়ার কারণে সেখানে অনেক বেশি উঠেছিল৷ এর পরবর্তী দিনগুলোতে সংখ্যা কম থাকার কারণে এখানে অনেক কিছুই কম এসেছে৷ তাই এখানে আমি প্রতিদিন এর কাজের মুহূর্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করব৷ তবে একদিন রাতের বেলা আমি রেকর্ড নিতে পারিনি৷ যার ফলে সেদিন অনেক বেশি রেকর্ড আমি হারিয়ে ফেলেছিলাম৷ ফলে এখানে আমি সেটি দিতে পারিনি। যাই হোক চলুন এই বিষয়টি দেখে আসা যাক।



Screenshot_20241214_225204_SuperWalk.jpg



Screenshot_20241215_231324_SuperWalk.jpg



Screenshot_20241216_230504_SuperWalk.jpg



Screenshot_20241217_214235_SuperWalk.jpg



Screenshot_20241218_224148_SuperWalk.jpg



Screenshot_20241219_222804_SuperWalk.jpg



Screenshot_20241220_224834_SuperWalk.jpg


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 hours ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আপনার SuperWalk এর স্ক্রিনশট আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি তো দেখছি প্রতিদিন প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করেন। অনেকগুলো কয়েন সংগ্রহ করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 4 hours ago 

  • 22.12.2024

1000108492.jpg

 2 hours ago 

সবারই কম বেশি হাঁটাহাঁটি করা প্রয়োজন। যেটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনার হাটাহাটির অ্যাক্টিভিটি দেখে ভালো লাগলো। ভালোই দেখছি হাঁটাহাঁটি করেছেন তার পাশাপাশি পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকুক সেটাই প্রত্যাশা করি।