বিগ ব্যাং।।২৫ ডিসেম্বর ২০২৫
হ্যালো বন্ধুরা,
বিগ ব্যাং বলতে সাধারণ অর্থে কোনো বিস্ফোরণ বোঝানো হলেও,বাস্তবে এটি ছিল স্থান নিজেই প্রসারিত হওয়ার প্রক্রিয়া। অর্থাৎ মহাবিশ্ব কোনো একটি বিন্দুতে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়েনি; বরং সব দিক থেকেই স্থান ক্রমাগত প্রসারিত হতে শুরু করে।শুরুতে তাপমাত্রা ছিল কোটি কোটি ডিগ্রি, যেখানে কোনো পরমাণু তো দূরের কথা—প্রোটন বা নিউট্রনও স্থায়ীভাবে থাকতে পারত না।
বিগ ব্যাংয়ের কয়েক সেকেন্ড পরেই মৌলিক কণাগুলো তৈরি হয়।কয়েক মিনিটের মধ্যে প্রোটন ও নিউট্রন মিলিত হয়ে হাইড্রোজেন ও হিলিয়ামের নিউক্লিয়াস গঠন করে।কিন্তু তখনও মহাবিশ্ব এতটাই উত্তপ্ত ছিল যে ইলেকট্রন যুক্ত হয়ে পরমাণু তৈরি হতে পারেনি।প্রায় ৩,৮০,০০০ বছর পরে মহাবিশ্ব ঠান্ডা হলে প্রথম পরমাণু সৃষ্টি হয় এবং আলো মুক্তভাবে চলাচল করতে পারে।এই প্রাচীন আলোর ছাপই আজ আমরা দেখি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন (CMB) হিসেবে—যা বিগ ব্যাং থিওরির অন্যতম শক্তিশালী প্রমাণ।
এরপর ধীরে ধীরে মহাবিশ্বে মেঘের মতো গ্যাস জমে তৈরি হয় প্রথম তারা ও গ্যালাক্সি। কোটি কোটি বছরের মধ্যে গঠিত হয় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি, এবং তার অনেক পরে জন্ম নেয় সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ।অর্থাৎ বিগ ব্যাং কোনো “তাৎক্ষণিক সৃষ্টি” নয়; এটি এক দীর্ঘ ও চলমান বিবর্তনের সূচনা।
বিগ ব্যাং থিওরির আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো রেডশিফট (Redshift)।বিজ্ঞানী এডউইন হাবল দেখান যে দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে দ্রুত সরে যাচ্ছে, এবং যত দূরে গ্যালাক্সি, তত বেশি গতিতে সরে যাচ্ছে।এর অর্থ—মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে।এই প্রসারণ যদি উল্টো পথে চিন্তা করা হয়, তবে একসময় সবকিছু একসাথে কেন্দ্রীভূত ছিল—যা বিগ ব্যাং ধারণাকে শক্তিশালী করে।
তবে বিগ ব্যাং থিওরি সব প্রশ্নের উত্তর দেয় না।উদাহরণস্বরূপ—বিগ ব্যাংয়ের আগে কী ছিল, বা কেন বিগ ব্যাং শুরু হলো—এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা।এছাড়া ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির মতো রহস্যও মহাবিশ্বের বোঝাপড়াকে আরও জটিল করে তুলেছে।বিজ্ঞানীরা এখনও নতুন তথ্য ও তত্ত্বের মাধ্যমে এই ফাঁকগুলো পূরণ করার চেষ্টা করছেন।
সবশেষে বলা যায়, বিগ ব্যাং থিওরি আমাদের জানায় মহাবিশ্ব কীভাবে শুরু হয়েছিল ও কীভাবে বদলে চলেছে, কিন্তু এটি কোনো ধর্মীয় সৃষ্টি-কাহিনি নয়—এটি পর্যবেক্ষণ, গণিত ও পরীক্ষার ওপর দাঁড়ানো এক বৈজ্ঞানিক ব্যাখ্যা।মানব সভ্যতার জন্য এই তত্ত্ব শুধু মহাকাশের ইতিহাস নয়, বরং আমাদের অস্তিত্বের উৎস বোঝার এক গভীর জানালা।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord




