আজকের সকালটা উপভোগ করলাম, গ্রামের মাঠের জমিগুলো ঘুরে দেখলাম
শুভেচ্ছা সবাইকে! আমার আজকের পোস্টটিতে আপনাদের স্বাগতম। এই প্ল্যাটফর্মে আমি নিয়মিতভাবে ফটোগ্রাফি, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এবং আমার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি আজকের বিষয়বস্তুও আপনাদের ভালো লাগবে। চলুন, শুরু করা যাক।
![]() |
|---|
আজকে সকালে মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে দেখি কৃষকরা তাদের জমিতে অনেক কাজ করেছে। একেক জমিতে একেক রকম ফসল লাগানো। এক জায়গায় দেখলাম পেঁয়াজ বা রসুনের চারা লাগানো হয়েছে, সেগুলো বেশ বড় হয়েছে। তার পাশের জমিতে আবার ছোট ছোট সবজি গাছ কেবল মাটি থেকে উঁকি দিচ্ছে।
![]() |
|---|
মাঠের জমিগুলো দেখতে খুব গোছানো। কৃষক আইল দিয়ে জমিগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করেছে যাতে পানি দিতে সুবিধা হয়। এক জায়গায় দেখলাম একদম ছোট ছোট সবুজ চারা ঘন হয়ে আছে, ওগুলো সম্ভবত ধানের বীজতলা। মাটিগুলো ভেজা ছিল আর দেখতে বেশ ভালো লাগছিল।
![]() |
|---|
এরপর একটি জমিতে দেখলাম সারিবদ্ধভাবে আলুর গাছ লাগানো হয়েছে। গাছগুলো এখনো বেশ ছোট, কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন করে লাগানো। মাটির ছোট ছোট ঢিবি করে তার ওপর গাছগুলো বড় হচ্ছে। এই আলুর গাছগুলো দেখতে খুব সতেজ লাগছিল।
মাঠের এক কোণে একটা বাঁশের মাচা মতন তৈরি করা আছে। হয়তো কৃষক এখানে বসে জিরোয়। মাঠের একদম শেষে অনেক গাছপালা আর কলা গাছ দেখা যাচ্ছিল। পুরো মাঠটা সবুজে ভরা আর চারপাশটা খুব শান্ত ছিল। কৃষকরা কত কষ্ট করে এই ফসলগুলো ফলায় তা সরাসরি দেখে খুব ভালো লাগল। কিছুক্ষণ মাঠে সময় কাটিয়ে বাড়িতে ফিরে এলাম।
আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমি আনন্দিত হব। আপনাদের মূল্যবান মতামত, মন্তব্য এবং সমর্থন আমার এই যাত্রাকে আরও অর্থবহ করে তোলে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও নতুন ও সুন্দর কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন—এই কামনা রইল।
.jpg)



https://x.com/i/status/2010386618218426574
https://x.com/i/status/2010190710784602283
Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5