শীতকালের মজাদার তেল পিঠার রেসিপি

হ্যালো বন্ধুরা

কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ। ২৬শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। আজ আমি একটি রেসিপি পোষ্ট আপনাদের সামনে শেয়ার করবো ।

1735213744340.jpg

আজ আমি অনেকদিন পর আপনাদের সামনে এসে হাজির হলাম। পারিবারিক সমস্যার কারণে আমি আপনাদের মাঝে থাকতে পারিনি। এজন্য আমার অনেক খারাপ লেগেছিল। ‌এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করবো বন্ধুরা। আমি আজ শীতকালের মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। শীতকালের এই পিঠা গুলো খেতে অনেক মজা লাগে। শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার উৎসব। গতকাল আমার মা এই রেসিপি তৈরি করেছিল। তাই ভাবছি আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখন থেকে প্রতিদিন একটি করে পোস্ট শেয়ার করার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের মজাদার রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ


Picsart_24-12-26_17-09-47-641.jpg


১. চালের গুড়া পরিমাণ মতো

২. ময়দা এক বাটি

৩. লবন স্বাদ মতো

৪. চিনি পরিমাণ মতো

৫. তেল পরিমাণ মতো

৬. কালো জিরা পরিমাণ মতো

রান্না করার প্রক্রিয়া


ধাপ ১

1735214087374.jpg

IMG_20241225_131827.jpg

প্রথমে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নেই। এরপর পরিষ্কার একটি পাত্র নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে নেই।

ধাপ ২

IMG_20241225_144913.jpg

IMG_20241225_145058.jpg

পরিমাণ মতো চিনি গরম পানির মধ্যে দিয়ে নেই। এরপর একটি চামুচ এর সাহায্যে ভালো করে মিশিয়ে নেই।

ধাপ ৩

1735213913365.jpg

IMG_20241225_145124.jpg

পরিমাণ মতো চালের গুড়া পাত্রের মধ্যে দিয়ে নেই। এরপর ভালো ভাবে মিশিয়ে নেই।

ধাপ ৪

IMG_20241225_145300.jpg

IMG_20241225_145336.jpg

চালের গুঁড়া হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া পর পরিমাণ মতো ময়দা আটা দিয়ে নেই পাত্রের মধ্যে। এরপর আবারো মিশিয়ে নেই।

ধাপ ৫

IMG_20241225_145357.jpg

IMG_20241225_145442.jpg

আটা গুলো ভালো ভাবে মিশিয়ে নেওয়া পর কালোজিরা গুলো দিয়ে নেই। এরপর এগুলো মিশিয়ে নেই।

ধাপ ৬

IMG_20241225_145624.jpg

পরিষ্কার একটি কড়াই ভালো ভাবে ধুয়ে নেই। এরপর কড়াই গরম করে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে নেই। কিছুক্ষণ তেল গরম করে নিবো।

ধাপ ৭

IMG_20241225_145656.jpg

IMG_20241225_145827.jpg

তেল ভালো করে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো একটু মিশানো আটা কড়াই এর মধ্যে দিয়ে নেই। এরপর পিঠা গুলো ভালো ভাবে ভেজা হয়ে এলে নামিয়ে নেই।


আশা করি আজকের শীতকালের এই মজাদার এই রেসিপি টি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব নতুন কিছু রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে। আজ এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ


শ্রেণীরেসিপি
ক্যামেরাOPPO F11
পোস্ট তৈরি@bobitabobi
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সবাইকে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJRMsVsDbTWVzxV7ijLsmLjeiTPi8QEJC86sDVmg22redQ5AebQ9CvCAAJsao2inZMdAenXWBp.png

Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শীতকালের মজাদার তেল পিঠার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের এলাকায় এই পিতার নাম পাকান পিঠা বলা হয়। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনাদের ওখানে পিঠার নাম অনেক সুন্দর ভাইয়া পাকান পিঠা। তবে আমাদের এখানে তেল পিঠা নামে পরিচিত। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last year 

আজকে দেখছি আপনি আমাদের মাঝে শীতকালের মজাদার তেল পিঠার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার পছন্দের পিঠার রেসিপি শেয়ার করেছেন, এবং ধাপে ধাপে বর্ণনাও দিয়েছেন দেখছি। এতো সুন্দর একটি রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমরা এপিটাকে পাকান পিঠা বলে থাকি। গত তিন-চার দিন আগে আমিও তৈরি করেছিলাম। বেশ ভালো লাগে ঠান্ডার সময় গরম গরম হয়ে পিঠাগুলো খেতে। নতুন ধানের নতুন ময়দা দিয়ে তৈরি করলে আরো বেশি ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আপনার এই পিঠা রেসিপি।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

শীত মানে মজার মজার পিঠার আয়োজন। আজ আপনি পিঠা রেসিপি শেয়ার করেছেন। সত্যি বলতে আমার পছন্দের তালিকায় সবচেয়ে প্রথমে এই পিঠাটাই আসে। আমি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না আর তেলেভাজা জিনিস খেতে ভালো লাগে। এই দুইটা জিনিস এই পিঠার মধ্যে বিদ্যমান তাই এই পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। পিঠা রেসিপিটি দেখে ভালো লাগলো।

 last year 

আপনার মতো আমার কাছেও এই পিঠা অনেক পছন্দের। অনেক ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাকে

 last year 

শীতের সময় এই জাতীয় রেসিপি গুলো তৈরি করার প্রবণতা বেড়ে যায় গ্রাম বাংলায়। আমাদের বাসাতেও প্রায় লক্ষ্য করা যায় এই সমস্ত পিঠাগুলো তৈরি করে বসে থাকেন। খুব ভালো লাগে আমার কাছে মজার মজার এমন পিঠাগুলো পেলে।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

শীতকালে পিঠা খেতে ভীষণ মজা লাগে।আর তেলের পিঠা তো আরো বেশী ভালো লাগে। আপনি খুব চমৎকার ভাবে রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন আপু।এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

শীতকাল মানেই পিঠা খাওয়ার উত্তম সময়। আপনি অনেক সুন্দর করে পাকান পিঠা তৈরি করেছেন। বাসি পাকান পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে পাঠান পিঠা তৈরি করেছেন। রেসিপিটা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট মাঝে মাঝে শেয়ার করার জন্য।