স্বরচিত কবিতা-:দীর্ঘশ্বাস।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
প্রতি সপ্তাহেই আপনাদের মাঝে কবিতা শেয়ার করার চেষ্টা করি। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ এই কবিতার মাঝেই নিজের কল্পনাগুলোকে স্থান দেয়া যায়। আর এই কল্পনার মাঝে যদি নিজের অনুভূতি থাকে তাহলে তো ভালোলাগা প্রকাশ করা যায়। আজকের কবিতাটি একদম ভিন্ন রকমের। কিছু কষ্ট কিছু সুখ সবকিছু নিয়েই যে দীর্ঘশ্বাসগুলো আমাদের হৃদয়ে জমা থাকে সেই দীর্ঘশ্বাসের কল্পিত কল্পনাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার লেখা কবিতাটা আপনাদের ভালো লাগবে।
♥️দীর্ঘশ্বাস♥️
দীর্ঘশ্বাসে হারায় সব ক্লান্তি,
মন ভেঙে যায়, থাকে না আর শ্রান্তি।
পথে পথে কষ্টের ঢেউ আসে,
তবুও জীবন এগিয়ে চলে অনায়াসে।
চোখের সামনে সব কিছু ঝাপসা,
হৃদয়ে যেন এক নিঃশব্দ হতাশা।
দীর্ঘশ্বাসে মিলিয়ে যায় সব ভয়,
বিশ্বাসে বেঁচে থাকে হৃদয়ের জয়।
কখনো কখনো মনে হয়, থামব কি,
তবুও চলি, হারিয়ে যাবে সবই?
মন একাকার, বুকের ভিতরে ঢেউ,
তবুও এক দীর্ঘশ্বাস, প্রশান্তি নেই।
শক্তি হারায়, কিন্তু আশা থাকে,
দীর্ঘশ্বাসে সাহস হারায় বাঁকে বাঁকে।
কষ্টের মধ্যেও হাসি যেন ফিরে আসে,
জীবন পথ চলতে থাকে ভালো থাকার প্রয়াসে।
একটি দীর্ঘশ্বাসে সব কিছু মুছে যায়,
নতুন এক আলোর পথ সামনে দাঁড়ায়।
বাধা আসুক, জীবন থেমে থাকবে না,
দীর্ঘশ্বাসে শান্তি মিলবে আবার, তা নয় অজানা।
চলতে চলতে হারানো পথ পাবে,
ধীরে ধীরে হৃদয় আবার জাগবে।
কখনো ঘন কুয়াশা, কখনো রোদ্দুর,
সব কষ্ট শেষে আসবে সুখের ভোর।
নতুন সূর্য উঠে, আঁধার কেটে যায়,
হৃদয়ের কোণে নতুন আশা রয়ে যায়।
দূরে যাবে দুঃখ, কাছাকাছি সুখের গন্ধ,
তবুও পথ চলা, কখনো হবে না বন্ধ।
আমার অনুভূতি |
|---|
এখানে দীর্ঘশ্বাস নিয়ে কিছু কল্পিত কথা কবিতা আকারে শেয়ার করার চেষ্টা করলাম। দীর্ঘশ্বাস একেক সময় একেক রকম।কখনো হৃদয়ের বেদনাগুলো প্রকাশ না করতে পারলে দীর্ঘশ্বাসের আগমন হয়। আবার কখনো হৃদয়ের কষ্ট গুলো মুছে গেলেও পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন সুখের সময়ে দীর্ঘশ্বাস দেয়া হয়। কিছু কিছু দীর্ঘশ্বাস কষ্টের আর কিছু কিছু দীর্ঘশ্বাস হয় সুখের। এটা একেক সময় একেক রকম অনুভূতি প্রকাশ করে। আমরা আমাদের বাস্তব জীবন বিবেচনা করলেই এটা উপলব্ধি করতে পারব।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
.png)


https://x.com/bristy110/status/1903429183306629395
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bristy110/status/1903306887761916245
কবিতাটি গভীর অনুভূতির প্রতিচ্ছবি। দীর্ঘশ্বাসের মাঝে যে কষ্ট, আশা, হতাশা আর নতুন ভোরের আলো জড়িয়ে থাকে, তা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো। বিশেষ করে শেষ স্তবকটি ,যেখানে আঁধার কাটিয়ে নতুন সূর্যের উঁকি দেওয়ার কথা বলেছেন ,যা আমাদের মনে আশার আলো জ্বালিয়ে দেয়। জীবন যেমন সুখ-দুঃখের মিশেল, তেমনি দীর্ঘশ্বাসও কখনো ভারী, কখনো হালকা হয়ে আসে। দারুণ লাগলো কবিতাটি ধন্যবাদ আপু।
আসলে এরকম কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে পড়তে ও ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার লেখা দীর্ঘশ্বাস কবিতাটি অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার কাছেও অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতাটা ও খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কবিতাটা লেখার টপিক বেশি দারুন ছিল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু, খুব ভালো লাগলো আপনাকেও মন্তব্য দেখে
আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর হয়েছে।কবিতার প্রত্যেকটি লাইন ছন্দের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার কবিতা লেখার টপিকটা বেশ দারুন ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
চেষ্টা করি কবিতা গুলো একটু গোছালোভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো লাগলো মন্তব্য দেখে ধন্যবাদ আপু।