স্বরচিত কবিতা||স্বপ্নের তুমি।

in আমার বাংলা ব্লগlast month

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

png_20240421_122419_0000.png

আজকের কবিতাটি সকাল থেকে বসে লিখছিলাম। আসলে গতকাল রাতে খুব অসুস্থ ফিল করছিলাম। হঠাৎ করেই খুব বেশি পেটে ব্যথা করছিল।তাই কোনো কাজই আর করতে পারি নি, শুয়ে ছিলাম।আর শুয়েও কি শান্তি আছে,আমার একপিস ছেলে আছে না,কিছুক্ষণ পরপরই আম্মা আম্মা করতে করতে এসে হাজির হয়ে যায়।কারো কাছেই থাকে না।এসে এবার আমার গায়ের উপর নাচানাচি করে।

তো যাইহোক সকাল থেকে সুযোগ করে করে কবিতাটি লিখলাম।আজকের কবিতাটি পড়ে আপনাদের মতামত জানাবেন।

♥️স্বপ্নের তুমি♥️

তোমার চাহনীতে আমার স্বপ্ন বুনে যাই,
তোমার হাতের মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাই,
তোমার নিরবতায় নিজের দোষ দেখে যাই,
তোমার হাসিতে মোর স্বার্থকতা পেয়ে যাই।

তোমার অতলে হই আমি বিদ্যমান,
তোমাতেই সদায় আমার বিচরণ,
তুমি আমার জীবনের এক কষ্টিপাথর,
তোমার মাঝে দেখতে পাই শান্তির প্রহর।

তুমি আছো সর্বদায় আমার আমিতে,
সারা জীবন থেকো তুমি একই সাথে,
জীবনে যদি মরণ একবার আসে,
সেই মরণেও দুজন দুজনার থাকবো পাশে।

তোমার নেশা আজ আমায় করেছে মাতাল,
তোমাতে আমি মগ্ন তোমাতেই অটল,
তোমায় আমার মনের পিঞ্জিরাতে রাখি,
দিনশেষে তুমি যে আমার সুখ পাখি।

বিধাতার কাছে আমার এটাই চাওয়া,
এই জীবনে তোমায় আপন করে পাওয়া,
স্বয়নে স্বপনে যাকে আমি চাই,
তুমি তো সেই জন তোমায় ভালবাসতে চাই।

আমার অনুভূতি

কবিতা নিয়ে আসলে গভীর অনুভূতি কাজ করে।ভালোবাসা যায় যাকে তাকে নিয়ে হাজারো অনুভব জমে যায়। তার হাসি কান্নায় নিজেকে খুঁজে পাওয়া যায়।বিধাতার দরবারে সেই মানুষটাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বর্তমানে সময়টা বেশ ভালো যাচ্ছে না। আরে এমত অবস্থায় যদি নিজের ছোট বাচ্চারা থাকে তাহলে তো আরো দুরবস্থা। আপনার বর্তমান অবস্থাটা আমি বেশ ভালোই অনুভব করতে পারছি কারণ আমার একজন আছে। যাইহোক আপনি স্বপ্নে তুমি নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পরিবেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 29 days ago 

আসলে নিজের থাকলে তখন বুঝা যায় কি পরিমাণ কষ্ট,আর এখনকার বাচ্চারাও যেন আলাদা।

 last month 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ‌ । আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা কবিতাটি ছিল স্বপ্নের তুমি। কবিতাটিতে ভালোবাসার প্রকাশ রয়েছে। এত সুন্দর একটি কবিতা খুব সুন্দর ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 29 days ago 

ধন্যবাদ ভাইয়া,ভালো থাকবেন।

 last month 

সত্যি আপু এই বয়সে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে। যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝতে পারে। আর বেশ বিরক্ত করে সেটাও বলতে হয়। করার কিছু নেই আসলেই মা-বাবাদেরকে বাচ্চাদের এসব যন্ত্রণা গুলো মানিয়ে নিতে হয়। আবার এসব দুষ্টামির মধ্যে কিছু আনন্দ পাওয়া যায় বেশ ভালো লাগে। অনেক সুন্দর কবিতা লিখলেন শত ব্যস্ততার মাঝেও। স্বপ্নে তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

 29 days ago 

আপনি তো দেখেছেনই আপু,খাওয়ার খাওয়ার সময়ও শান্তিতে খেতে দেয় না ও।কি আর করার।

 last month 

সুন্দর একটা কবিতা পোস্টে উপহার দিলেন আপনি।আপনার কবিতা পড়ে মুগ্ধ হলাম আপু। বেশ ভাল ছন্দ মিলিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। আমি নিজেও এখন কবিতা পোস্ট করতে ভালোবাসি। সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছন আপনি। আগামীতে এই ধরনের পোস্ট আরও চাই।

 29 days ago 

ধন্যবাদ ভাইয়া,প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67734.06
ETH 3803.47
USDT 1.00
SBD 3.47