দারুন একটা রেসিপি দেখিয়েছেন তো।কিছুদিন আগে যখন সব্জির কন্টেস্ট ছিল তখন আমি বিভিন্ন রকম সবজি দিয়ে সবজির জালি কাবাব তৈরি করেছিলাম। তবে এভাবে ডিমের জালি কাবাব কখনো তৈরি করা হয়নি। দেখেই অনেক মজার মনে হচ্ছে। একদিন এভাবে তৈরি করে দেখতে হবে। ইফতারের সময় খেতে বেশ ভালো লাগবে।
আপু আপনি যেমন ডিমের জালি কাবাব খাননি তেমনি আমিও সবজির জালি কাবাব কখনও খাইনি। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।