ডিমের জালি কাবাব রেসিপি
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো ডিমের জালি কাবাব রেসিপি। এখন রমজান মাস চলে আর ইফতারিতে আমরা সবাই চেষ্টা করি ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার। বিশেষ করে ইফতারিতে শরবত ও ফলমূলের পাশাপাশি ভাজাপোড়া খাবার খেতে খুব ভালো লাগে। সেই ভাজাপোড়া যদি হয় ঘরে তৈরি পুষ্টিকর খাবার তাহলে তো কোনো কথাই নেই, শুধু খেতেই ইচ্ছে করে। ইফতারিতে যতটা সম্ভব বাহিরের খাবার না খাওয়াই ভালো। সারাদিন রোজা রেখে ইফতারিতে পুষ্টিকর খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য ও উপকারী। সেই চিন্তা থেকেই আমি আজকের এই রেসিপি তৈরি করেছি। ডিম খেতে আমরা সবাই পছন্দ করি আর ইফতারিতে যদি সেই ডিম দিয়েই রেসিপি করা যায় তাহলে আরও বেশি ভালো লাগে।
আমরা সবসময় মাংসের তৈরি জালি কাবাব খেয়েছি কিন্তু ডিমের তৈরি জালি কাবাব কখনও খাওয়া হয়নি। তারজন্য এবার আমি ডিমের জালি কাবাব নিয়ে আসলাম। এই কাবাব খেতে যে এতটা সুস্বাদু হবে সত্যিই বুঝতে পারিনি। মাংসের কাবাবকেও হার মানিয়ে যায়। আমার পরিবারের সবাই খেয়ে খুব মজা পেয়েছে। তারজন্য এক দু'দিন পরপরই আমাকে ডিমের জালি কাবাব তৈরি করতে হয়। ইফতারিতে মুখরোচক খাবার হলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি পরিবারের সবাই খেয়েও খুব মজা পায়। আমি বাহিরেও দেখেছি ডিমের তৈরি চপসহ বিভিন্ন আইটেমে বিক্রি করা হয়। কিন্তু আমার কাছে সেগুলো একদমই ভালো লাগে না। তারজন্য আমি চেষ্টা করি ঘরেই এসব খাবার তৈরি করতে। হয়তো একটু সময় বেশি লাগবে তাও ভালো, অন্তত পরিবারের সবাই স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবে। যাই হোক অনেক কথা বলেছি চলুন রেসিপি তৈরির উপকরণ ও ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ডিম | ৫টি |
| আলু | ৩ টি |
| বেসন | ৪ চামচ |
| কাঁচা মরিচ | ৪টি |
| পেঁয়াজ | ২টি |
| ধনিয়া পাতা কুচি | পরিমাণ মতো |
| লবণ | স্বাদ মতো |
| তেল | পরিমাণ মতো |
| মরিচের গুঁড়া | ১ চামচ |
| ধনিয়া গুঁড়া | ১ চামচ |
| গরম মশলার গুড়া | ১ চামচ |
রেসিপি তৈরির ধাপ নিচে দেওয়া হলো----
😋১ম ধাপ😋
![]() | ![]() |
|---|
প্রথমে তিনটি ডিম ও আলু সিদ্ধ করে নিলাম। এরপর সিদ্ধ হলে খোসা ফেলে নিয়েছি।
😋২য় ধাপ😋
![]() | ![]() |
|---|
এবার ডিমের কুসুম আলাদা করে সাদা অংশ কুঁচি কুঁচি করে কেটে নিলাম।
😋৩য় ধাপ😋
![]() | ![]() |
|---|
এরপর ৩ টি আলু চটকিয়ে তার মধ্যে ডিমের কুসুম দিয়ে মাখিয়ে নিলাম।
😋৪র্থ ধাপ😋
![]() | ![]() |
|---|
এবার ধনিয়া পাতা ও কাঁচামরিচসহ সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিলাম।
😋৫ম ধাপ😋
![]() | ![]() |
|---|
এরপর ডিমের সাদা অংশ ও বেসন দিয়ে আলতো হাতে মাখিয়ে নিয়েছি।
😋৬ষ্ট ধাপ😋
![]() | ![]() |
|---|
তারপর চপের মতো ডিজাইন করে বানিয়ে নিলাম। সাদা অংশ কুঁচি করে কেটে দেওয়াতে চপ গুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
😋৭ম ধাপ😋
![]() | ![]() |
|---|
এবার দুটি ডিম একটি বাটিতে ঢেলে ফেটিয়ে নিলাম।
😋 শেষ ধাপ😋
![]() | ![]() |
|---|
এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এরপর একটি চপ নিয়ে ফেটিয়ে রাখা ডিমে ভিজিয়ে তেলে ছেড়ে দেবো। এরপর হাত দিয়ে ফেটানো ডিমের কিছু অংশ নিয়ে ছিটিয়ে দেবো। তারপর কাঁটা চামচ দিয়ে সেগুলো চপের মধ্যে আস্তে লাগিয়ে নিলেই জালির মতো লাগবে। এভাবে সবগুলো কাবাব ভেজে নেবো।
😋 পরিবেশন 😋
এবার প্লেটে নিয়ে সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করতে চলে এলাম। ইফতারিতে আমার পরিবারের সবার খুবই পছন্দের রেসিপি এই কাবাব। এই কাবাব খেতে এতটাই মজাদার আপনারা তৈরি করে খেলে তারপর বুঝতে পারবেন। এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



























.png)

মাঝেমধ্যে আমি বাসায় কাবাব বানিয়ে থাকি তবে কখনো ডিমের জালি কাবাব বানানো হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে শিখে রাখতে পারলাম কিভাবে বানাতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপু একদিন ডিমের জালি কাবাব খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
ডিমের জালি কাবাব রেসিপি দেখতে পেয়ে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার কাছে দারুন লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
ডিমের জালি কাবাব এর খুবই সুন্দর একটা রেসিপি আপনি আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন আপু। আপনি যেভাবে লোভনীয় পদ্ধতিতে এটা তৈরি করেসেন তা দেখে যেন লোভ লেগে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপু, ডিমের জালি কাবাবের রেসিপি দেখে একদম জিভে জল চলে এসেছে! আপনার হাতের এই স্বাদে ভরা এবং সুন্দরভাবে সাজানো কাবাবের ছবি দেখে মনে হচ্ছে, খেতে যেন মুখে ওঠে না। এত সুন্দরভাবে তৈরি করা, যা শুধু দেখতে নয়, খেতেও অসাধারণ হবে। আপনাকে অনেক ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু ইফতারে ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে। আপনি ডিমের খুব মজার একটা কাবাব এর রেসিপি শেয়ার করেছেন। এভাবে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি পুরো রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এভাবে খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ।
দারুন একটা রেসিপি দেখিয়েছেন তো।কিছুদিন আগে যখন সব্জির কন্টেস্ট ছিল তখন আমি বিভিন্ন রকম সবজি দিয়ে সবজির জালি কাবাব তৈরি করেছিলাম। তবে এভাবে ডিমের জালি কাবাব কখনো তৈরি করা হয়নি। দেখেই অনেক মজার মনে হচ্ছে। একদিন এভাবে তৈরি করে দেখতে হবে। ইফতারের সময় খেতে বেশ ভালো লাগবে।
আপু আপনি যেমন ডিমের জালি কাবাব খাননি তেমনি আমিও সবজির জালি কাবাব কখনও খাইনি। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।
ডিমের জালি কাবাব দারুন রেসিপি আপু। তবে ডিমের চপ তৈরি করে খেয়েছি কিন্তু এভাবে কখনো ডিমের এই রেসিপি তৈরি করিনি। আপনার শেয়ার করার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো । সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ আপু।
আপু ডিমের চপ থেকে জালি কাবাব খেতে বেশি মজাদার। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1900456083485049251?t=LxiyJkAy2IAgx-qOhZg9qQ&s=19
আসলে ডিম দিয়ে বিভিন্ন ধরনের জিনিস পত্র তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ডিমের জালি কাবাব রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
হ্যাঁ ভাইয়া এই কাবাব খুবই মজাদার ছিল। ধন্যবাদ।