অক্টোবরের শূন্যতা.....!🥲

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!

অক্টোবরে শূন্যতা🥲

অক্টোবর এলেই আমার বুকের ভেতর কেমন এক অদ্ভুত হাহাকার জমে ওঠে।অন্যদের কাছে এই মাস হয়তো শরতের উৎসবের,কাশফুলের,নীল আকাশের কিন্তু আমার কাছে অক্টোবর মানেই একরাশ শূন্যতা! একটিমাত্র মৃত্যু..আর সেই অনুপস্থিতি যা আমার পুরো পৃথিবীটাকে নিস্তব্ধ করে দিয়েছে।সেদিনের সকালটা ছিলো...মৃদু রোদ,হালকা ঠান্ডা বাতাস,পাখিদের ডাক।আমি বুঝিনি, এই সকালটা আমার জীবনের সব আলো নিভিয়ে দেবে।এক ফোনকলেই ভেঙে গিয়েছিলো আমার পৃথিবী। কয়েকটি শব্দ,আর তার পরেই সব থেমে যাওয়া।

সেদিনের পর থেকে অক্টোবর আসলেই কাটিয়েছি একরকম নিরবতায়।কেউ বুঝতে পারে না,বাইরে থেকে আমি যতোই স্বাভাবিক থাকি,ভেতরে এক অদৃশ্য শূন্যতা ঘুরে বেড়ায়...ঠিক যেনো এক অসমাপ্ত কথার প্রতিধ্বনি।বৃষ্টি নামলে মনে হয়,সে বুঝি ফিরে এসেছে।ঠান্ডা হাওয়া এলে মনে হয়,সে পাশেই আছে।অথচ জানি,সে নেই কখনো ফিরবে না।তবুও আমি প্রতিবার দরজার দিকে তাকাই,যেনো হঠাৎ করেই ফিরে আসবে এক পরিচিত হাসি নিয়ে।মানুষ বলে,সময় সব ঠিক করে দেয়।কিন্তু আমি জানি,কিছু শূন্যতা আছে যা সময়েও পূর্ণ হয় না...বরং সময়ের সঙ্গে আরও গভীর হয়ে যায়।

অক্টোবর তাই আমার কাছে ক্যালেন্ডারের একটি মাস নয়।এটি আমার জীবনের এক নিঃশব্দ অধ্যায়..যেখানে আমি আজও দাঁড়িয়ে আছি,তাঁর অনুপস্থিতি বুকে নিয়ে,চোখে একরাশ নীল আকাশের মতো একাকিত্ব নিয়ে।আজও মনে হয়,যদি এক মুহূর্তের জন্যও তাকে ফিরে পেতাম,শুধু বলতে চাইতাম...তুমি চলে গিয়েও আমার ভেতর বেঁচে আছো,অক্টোবরের প্রতিটি নিঃশ্বাসে।

মা তুমি নেই কিন্তু তোমার ভালোবাসা আজও আমার সঙ্গে বেঁচে আছে....অক্টোবর এলেই তোমার স্মৃতি গুলো খুব মনে পড়ে।যেখানেই থাকো ভালো থেকো।গত ১৯ তারিখে তোমার মৃত্যুবার্ষিকী ছিলো দেখতে দেখতে চারটা বছর পেরিয়ে গেলো...!কিন্তু আজও তোমার স্মৃতিতে ভরা শূন্যতার মাঝেও তোমার উঞ্চতা খুঁজে পাই।🖤

FB_IMG_1761645082701.jpg
তখন আমি অনেক ছোট মা-আমি

FB_IMG_1761645085511.jpg
২০১৫ সালে মা

FB_IMG_1761645087683.jpg
২০১৬ সালে

FB_IMG_1761645090128.jpg

২০২১ সালের ফেব্রুয়ারিতে তখনও মা অনেক সুস্থ

FB_IMG_1761645092132.jpg
২০২১ সালের আগস্টে প্রথম যখন মায়ের ক্যান্সার সনাক্ত হয়

FB_IMG_1761645094573.jpg
২০২১ সালের সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ মায়ের ২য় কেমোথেরাপির পর করুন অবস্থা মায়ের

আমার মায়ের মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবন ছিলো অন্যরকম একটি জীবন যেখানে আমার সবকিছুই ছিলো পরিপূর্ণ।স্বামী সন্তান সংসার নিয়ে বেশ ভালোই চলছিলো আমার জীবনে সাথে জড়িয়ে ছিলো মায়ের অকৃত্রিম ভালোবাসা।দিনশেষে মা একবার হলেও ফোন করে আমার খবর নিতো,কি করছি কি খাচ্ছি,শরীর কেমন বাচ্চারা কি করছে?সব বিষয় গুলোর খোঁজ নিতো।যদি অসুস্থ শুনতো তাহলে তো কথায় নেই! দিনে হাজার বার কল করতো,আর বার বার জিজ্ঞেস করতো কখন কেমন আছি! মাঝে মাঝে তো রাগও করতাম বলতাম মা তুমি এখন ফোন রাখো তো!বার বার কেনো কল দাও কেনো?তখন মা কষ্ট পেতো বুঝতে পারতাম কিন্তু আমিও যে বিরক্ত থেকেই বলতাম!কিন্তু সেটা মা বুঝতে পারতো না বৌদিদের সামনে দুঃখ করে বলতো আমি আমার মেয়েকে কিছুই বলতে পারি না শুধু রাগ করে আমার সাথে।অভিযোগ করতো তারপরও ঠিক পরের দিন আবারও কল দিতো আমার খবর নিতো।আর তার যদি মনে হতো আমি বেশি অসুস্থ তাহলে তো কোনোকিছু না বলেই ছুটে চলে আসতো..!আর তারপর শুরু হয়ে যেতো আমার সেবাযত্ন করা।কয়দিনের মধ্যে আমাকে সুস্থ করে তুলতো।আজ চার টা বছর ধরে এগুলো খুব খুব মিস করি!আগে ভাবতাম সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে,কিন্তু না কিচ্ছু ঠিক হয়নি বরং তাঁর যে অভাব সেটা আরও অনেক বেশি উপলব্ধি করি এবং আমার খারাপ সময় গুলোতে খুব মনে পড়ে মা'কে।আর তখন ভগবানকে বলি ভগবান আর দশটা বছর মা'কে রাখলে কি এমন ক্ষতি হতো তোমার?এখন যাই বলি যাই করি না কেনো তাতে কোনো লাভ নেই।হাজার কাঁদলেও আর মা'কে ফিরে পাবো না,তাঁর অভাব চিরকাল আমার জীবনে থেকেই যাবে.......😭

ভালো থেকো মা🙏🙏🙏

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতশী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে। আর ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভালো কাজের, ভালো ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif