সানিত এর অসুস্থতা 😢

in আমার বাংলা ব্লগlast month (edited)

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।আমি @bristychaki "আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

পৃথিবীতে মানুষের জীবনে রক্তের সম্পর্কের থেকে গভীর একটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক।এটি মানুষের জীবনে আত্মার সাথে সম্পর্কিত।মানুষ খুব সহজেই রক্তের সম্পর্ক ভুলে যেতে পারলেও আত্মার সম্পর্ককে কখনো ভুলতে পারেনা।মানুষের যার সাথে মনের মিল বা আত্মার সম্পর্ক তৈরি হয় সে হয়ে ওঠে একজন মানুষের জীবনে প্রকৃত বন্ধু।আমি মনে করি আমার জীবনে শত্রুর চেয়ে বন্ধুর সংখ্যা অনেক বেশি।হয়তো আমি সবার কাছে শতভাগ ভালো হতে পারিনি তবে খুব একটা খারাপও নই তা মানুষের আচরণে বোঝা যায়।আমি যেখানেই বসবাস করি না কেনো তার আশেপাশের মানুষগুলো খুব অল্প সময়ের মধ্যে আমার বন্ধু হয়ে ওঠে।ঠিক সেরকমই একজন বন্ধু হচ্ছে আমাদের কমিউনিটির @rituamin ভাবী উনি আমার খুবই কাছের প্রতিবেশী।রোজ সকালে ঘুম থেকে উঠে দরজা খুললেই প্রথমে উনার মুখ দর্শন করতে হয় তারমানে হলো উনি আমার মুখোমুখি ফ্ল্যাটের বাসিন্দা।

IMG_20240505_162508.jpg

একসাথে থাকার কারণে আমরা দুজনেই খুব গল্প গুজব এবং ভালো সময় কাটিয়ে থাকি এভাবেই আমাদের বন্ধুত্ব তৈরি হয়।এখন এমন একটা পর্যায়ে গেছে একবেলা না দেখা হলে কেমন যেনো অস্থির লাগে।ভাবীর মেয়ে জাহিরা তো সারাদিন আমার ঘরেই থাকে পারলে রাত টুকু থাকলেও ওর জন্য ভালো হয়।তবে কয়েকদিন চেষ্টা করেছিলো শেষ অব্দি থাকতে পারে নাই বাধ্য হয়ে মাঝ রাতে আবার ভাবীর কাছে দিয়ে আসতে হয়েছে।

IMG_20240505_170559.jpg

কিছুদিন আগেই ভাবীর কোল আলো করে সানিত বাবুর জন্ম হয় হয়তোবা আপনারা অনেকেই জেনে থাকবেন।ওর জন্মের পর যখন ৩০ দিন বয়স তখন ভাবী গাইবান্ধা ভাবীর বাবার বাসা থেকে এখানে নিয়ে
আসেন।আমরা তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম কখন আসবে কখন আমরা ওর মুখ দেখতে পাবো যাইহোক একটা পর্যায়ে ওরা চলে আসলো।সারাদিন বেশ ভালোই ছিলো সন্ধ্যায় @hiramoni ভাবী নতুন অতিথিকে দেখতে আসেন আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম হঠাৎ করেই সানিত বাবু কেমন যেন অস্থির হয়ে যাচ্ছিলো নিশ্বাস নিতে পারছিলো না এমন মনে হচ্ছিলো।তারপর আমরা সবাই তো ভয় পেয়ে গেলাম আর রিতু ভাবীর তো সেই কান্নাকাটি।কোন উপায় না পেয়ে ভাবী এবং তার মা মিলে সানিত বাবুকে নিয়ে হসপিটালে ছুটলেন পরপর আমি হীরা ভাবী আমাদের প্রতিবেশী আরো এক ভাবী সবাই মিলে হসপিটালে গেলাম কিছুক্ষনের মধ্যে এই হসপিটাল থেকে বগুড়ায় রেফার্ড করেন।আমাদের শুভ ভাই ওই মুহূর্তে ওখানে উপস্থিত ছিলেন উনি সবকিছু ব্যবস্থা করেন এবং ভাবীদেরকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করে দেন।

IMG_20240505_170643.jpg

ভগবানের অশেষ কৃপায় বগুড়ায় গিয়ে খুব একটা খারাপ কিছু ধরা পড়েন নিয়ে এক রাতেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।পরের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সানিত বাবু বাসায় ওকে দেখে মনটা ভালো হয়ে গেলো।সেই দিনের পর থেকে সানিত বাবুকে আর কখনো অসুস্থ হতে দেখিনি।ও সময় মতো খাবার খায় সময় মতো ঘুমায় এজন্য খুব একটা অসুস্থ হয় না।সারাদিন হাসি খুশিতে ওর দিন কেটে যায় কখনো ওর মুখে কান্নার শব্দ শুনিনি।আমার ছোট মেয়ে অর্থী ওর সবচেয়ে প্রিয় মানুষ অর থেকে দেখলেই ও খুশিতে লাফাতে থাকে বড় মেয়েকেও পছন্দ করে আমাকেও খুব পছন্দ করে তবে ওর থেকে একটু বেশি পছন্দ করে।সানিক বাবু কান্না করে না জন্য ওকে রাখতেও বেশ ভালো লাগে দিনের বেশিরভাগ সময় ও আমাদের বাসাতেই কাটায় ওকে যেভাবে খুশি সেভাবেই রাখা যায় আমরা শুয়ে থাকি ও আমাদের পাশে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবে কোনভাবেই বিরক্ত করবে না,সব মিলিয়ে একটা লক্ষ্মী বাচ্চা।

IMG_20240505_170627.jpg

আজ কয়েকদিন ধরে ওর শরীরটা খারাপ যাচ্ছে প্রথমে জ্বর তারপর পাতলা পায়খানা আর দুদিন ধরে ওর চোখের সমস্যা দেখা দিয়েছে।গতকাল থেকে আমার শরীরটাও খারাপ তাই ওকে খুব একটা দেখতে পারিনি আজ দুপুর বেলা হঠাৎ শুনি ওর চোখের বেশ ভালই সমস্যা হয়েছে ওর আম্মু ওকে মরিয়ম চক্ষু হাসপাতালে নিয়ে গিয়েছিলো ওখানকার ডাক্তার বলছে চোখে ইনফেকশন হয়েছে।তারপর চিকিৎসা দিয়েছে।কথাটা শুনে খুবই খারাপ লাগলো।ছোট বাচ্চারা হলো সবসময় আদর ভালবাসার জিনিস তাদের কিছু হলে খুবই খারাপ লাগে।বাচ্চাদের কষ্ট একদম চোখে দেখা যায় না সহ্য করা যায় না।

@hiramoni ভাবীর ছেলে শায়ান বাবুকে যেমন আমরা সেই ৪৫ দিন থেকে দেড় বছর বয়স পর্যন্ত আদর যত্নে বড় করেছি ও আমার কাছে ঠিক নিজের সন্তানের মতোই মনে হয়।ওকে আদর করি শাসন করি বকা দেই ও কাউকে খুব একটা ভয় পায় না কিন্তু আমাকে খুব ভয় পায়।আমি মনে করি আদর করে যে শাসন করার অধিকারও সেই রাখে যদিওবা ওর মা কখনোই কিছু মনে করে না।শায়ান বাবু যাওয়ার পর আমরা বেশ একা হয়ে গিয়েছিলাম ঠিক সেই একাকীত্ব ঘোচানোর জন্য সানিতবাবুর আগমন।সানিত বাবু আসার পর আমাদের দিনকাল খুবই ভালো কাটে দিন কোনদিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না।ভালো থাকার কারণটাই যখন খারাপ থাকে তখন কি আর কোনোকিছু ভালো লাগে বলেন!!

আপনারা সবাই সানিত বাবুর জন্য আশীর্বাদ দোয়া করবেন ও যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠে।

IMG_20230307_020842.png

আমাদের উইটনেস কে সাপোর্ট করুন।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

সানিত বাবুর এই অসুস্থতার কথা শুনে আমাকেও খুবই খারাপ লাগলো।আসলে আদরের বা কোন কিছু কাছের মানুষের কিছু হলে তখন একদম ঠিক থাকা যায় না। আপনার পোস্ট টি পড়ে ভালো লাগলো যে আপনারা মিলেমিশে থাকেন।কিন্তু সানিত বাবুর জন্য খুবই খারাপ লাগলো। দোয়া করি যেনো খুব দ্রুত সানিত বাবু সুস্থ হন।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ ভাইয়া আমরা সবাই মিলেমিশে থাকি।দোয়া করবেন ভাইয়া।ধন্যবাদ।

 last month 

রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সসম্পর্ক কখনো কখনো বড় হয়ে উঠে। আত্মার সম্পর্কই বন্ধুত্বের সম্পর্ক। সে সম্পর্কে কোন স্বার্থ নেই।সানিত এর অসুস্থতা নিয়ে লেখা পোস্টটি অনেক সুন্দর হয়েছে আপু। সায়ান বাবুর পর সানিত বাবুর আগমন আপনার সময় গুলো আনন্দময় করে তুলেছে। সানিত বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

ঠিক বলেছেন আপু এই ধরনের সম্পর্ক গুলো নিঃস্বার্থ হয়ে থাকে।দোয়া করবেন আপু।ধন্যবাদ।

 last month 

সত্যি বৌদি সেদিন খুব ভয় পেয়েছিলাম সানিত বাবুর ওই অবস্থা দেখে।সবশেষে ওকে সুস্থ দেখে বেশ সস্তি ফিরে পেয়েছিলাম। আপনারা সবাই আমার ছেলেকে যে ভালোবাসা দিয়েছেন সেটা কখনই ভোলার নয় বৌদি।যাইহোক দোয়া করি যেনো ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।

 last month 

সত্যিই অনেক ভয় পাওয়ার মতো বিষয় ছিলো।শায়ান বাবুর জন্য সবসময়ই ভালোবাসা থাকবে।ধন্যবাদ ভাবী।

 last month 

আসলে আপু আপনজনে মধ্যে কখনো কেউ অসুস্থ হলে সত্যি কিছুই ভালো লাগে।শুধু রক্তের সম্পর্ক না আত্মার সম্পর্ক অনেক সময় বড় হয়ে উঠে। আসলে আপু একটা বাচ্চা অসুস্থ হলে অনেক খারাপ লাগে। তখন মনে হয় বাচ্চার থেকে নিজেরা কেউ অসুস্থ হলে ভালো হতো। যাইহোক দোয়া করি সানিত বাবু যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন।

 last month 

জ্বি আপু বাচ্চাদের অসুস্থতা সত্যিই অনেক কষ্টকর।দোয়া করবেন,ধন্যবাদ আপু।

 last month 

সানিত বাবুর অসুস্থতার কথা শুনে সত্যি অনেক খারাপ লাগলো।।আপু আপনি অনেক ভালো মনের একজন মানুষ। আর আপনার মেয়েরাও বেশ ভালো মনের মানুষ। তাই তো সবাইকে আপন করে নেয়। তারা শায়ানকে যেমন আপন করে নিয়েছিল তেমনি সানিত কেউ আপন করে নিয়েছে। যাই হোক দোয়া করি বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারো হাসি খুশি হয়ে ওঠে।

 last month 

জ্বি আপু বাচ্চাদের অসুস্থতা শুনলে সত্যিই অনেক খারাপ লাগে।আমি মেয়েদের সবসময়ই সঠিকভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করি আপু জানিনা কতটা ভালো হতে পেরেছে।দোয়া করবেন আপু। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last month 

আপনার মানসিকতা ভালো দিদি, আর এই কারণেই হয়তো আপনি যেখানেই যান সেখানকার আশেপাশের মানুষগুলো খুব দ্রুত আপনার বন্ধু হয়ে ওঠে। তবে আপনারা প্রতিবেশীরা সবাই মিলেমিশে একসাথে থাকেন, এটা জেনে খুব ভালো লাগলো। আসলে সানিত বাবুর এই অসুস্থতার কারণ প্রচন্ড গরমও হতে পারে। তারপর আবার নাকি তার চোখের ইনফেকশন হয়েছে, এটাও তো খুব বেশি একটা ভালো কথা নয়। যাই হোক, এখন সুস্থ থাকলেই হচ্ছে। বাচ্চা-কাচ্চারা সুস্থ থাকলে সবারই আসলে অনেক বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.029
BTC 69460.45
ETH 3683.07
USDT 1.00
SBD 3.24