মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে,, সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে।তবে সেই দিন কখনোই আসবে বলে মনে হয় না।মানুষ আজকাল আর মানুষ নেই সবাই নিজের স্বার্থে নিয়োজিত।ঈশ্বরের সৃষ্টির সেরা জীব হলো মানুষ আবার মানুষের অপকর্মের দ্বারাই মানুষ আবার সবচেয়ে নিকৃষ্টতর জীবে পরিনত হয় কখনো কখনো।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ❤️
একদম যথার্থ বলেছেন বৌদি।