সৃষ্টি সুন্দর
সৃষ্টি সবকিছুই সুন্দর, তবে ব্যাপারটা যত সহজে অবলীলায় বললাম তেমনটা কিন্তু না। যতই মুখে একরকম বলি না কেন, বাস্তবে মানিয়ে নিতে বা মানতে বড্ড বেগ পেতে হয়। কেননা অনেক রকম বিষয় হঠাৎই সামনে এসে দাঁড়িয়ে যায়।
রুচিবোধ, সামাজিকতা, ক্ষমতা, প্রতিপত্তি, ধনসম্পত্তি, টাকা-পয়সা, গরিব-ধনী, জাত-বর্ণ-গোত্র, প্রাপ্তি-অপ্রাপ্তি, হিংসা-ক্রোধ, ছলচাতুরী, বিশ্বাস-অবিশ্বাস, ভেদাভেদ, তর্ক-বিতর্ক, বিরহ-যন্ত্রণা, পিশাচ মনোভাব, মতের পার্থক্য, পারিবারিক চাপ, লোকে কি বলবে, এসব বিষয় মুহূর্তেই আবার অনেককে নানা রকম বিভ্রান্তিতে ফেলে দেয়।
তবে সবকিছুকে উপেক্ষা করে যারা আন্তরিক কিংবা মানবিক হয়, তারা হয়তো একটু আসলেই অন্যরকম। তবে সত্যিকার অর্থে এমন অন্যরকম মানুষ খুঁজে পাওয়া বড্ড মুশকিল। মুশকিল কথাটা এজন্যই বললাম, মানুষ হিসেবে সৃষ্টির প্রশংসা যত দ্রুত সবাই করতে পারে, তবে যখন উপরোক্ত বিষয় গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা শুরু হয়, তখন আসলে অনেক সময় চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। হয়তো পরিবর্তন কখনো ইতিবাচক নতুবা নেতিবাচক।
যে বিষবাষ্পের ভিতর দিয়ে প্রতিনিয়ত সবাইকে যেতে হচ্ছে, তাতে আসলে আসল মনুষ্যত্ব টিকে রাখাই বড্ড কঠিন। বাস্তবতার প্রেক্ষিতে সবকিছুই বড্ড ভঙ্গুর, অসুস্থ প্রতিযোগিতায় সবাই যেন মত্ত। কবে যে এ ঘোর কাটবে তা বলা মুশকিল।
সৃষ্টি সুন্দর এখন শুধু কথাতেই আছে, কেননা খতিয়ে খতিয়ে যখন হাজারো পর্যালোচনার মাধ্যমে সৃষ্টির সৌন্দর্যের মাপকাঠি তৈরি করা হয়, তখন আসলে সৃষ্টি আর সুন্দর থাকে না বরং তাতে কালি লেপ্টে দেওয়া হয়। কোথায় এই পর্যালোচনা নেই দেখুন তো, জগতের সব জায়গাতেই এই অসুস্থতা লেগেই আছে।
মানসিক বিকৃতি যে আমাদের বহু আগেই হয়ে গিয়েছে, তা আমরা মানতে নারাজ। শুধু অহেতুক ব্যাখ্যার আড়ালে নিজেকে সবাই সর্ব সেরা বানিয়ে রেখেছি।
যারা প্রকৃত অর্থেই মানুষ, তাদের কাছে আসলে রুচিবোধ, সামাজিকতা, ক্ষমতা, প্রতিপত্তি, ধনসম্পত্তি, টাকা-পয়সা, গরিব-ধনী, জাত-বর্ণ-গোত্র, হিংসা-ক্রোধ-ভয়, ছলচাতুরী, বিশ্বাস-অবিশ্বাস, ভেদাভেদ, তর্ক-বিতর্ক, অভিমান-বিরহ-যন্ত্রণা, পিশাচ মনোভাব, মতের পার্থক্য, পারিবারিক চাপ, লোকে কি বলবে, এসব বিষয় সব সময় উপেক্ষিত থাকে। আর উপেক্ষিত রাখতে পারে বিধায় তারা প্রকৃত অর্থেই মানুষ হিসেবে আখ্যায়িত হয়ে থাকে ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






Upvoted! Thank you for supporting witness @jswit.
সৃষ্টি তখনই সুন্দর যখন আমরা মেনে নিতে কিংবা মানিয়ে নিতে পারি। তথাকথিত আমাদের সমাজে কিছু লোক রয়েছে যাদের কারণে আরেক শ্রেণীর লোক সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে দ্বিধাবোধ করে লোকে কি বলবে এজন্য। তবে ঠিকই বলেছেন আপনি যারা প্রকৃত মানুষ তাদের কাছে সামনে এগিয়ে যেতে কোনো কিছুই বাধা হতে পারে না। বেশ দামি কথা লিখেছেন ভাই।
প্রকৃত মানুষের সংখ্যা সমাজে প্রতিনিয়ত বৃদ্ধি পাক এমনটাই চাওয়া ।
সৃষ্টির সবকিছুই সুন্দর। তবে সুন্দরকে কালি লাগিয়েছি তো আমরাই। যেটা আমরা নিজেরা মানতে নারাজ।মানবিকতা বা মনুষত্ববোধ এগুলো আমাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সবকিছু যেন বিলীন হয়ে যাচ্ছে। কথাগুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। খুব সুন্দর কিছু কথা লিখেছেন আজকে।
পৃথিবী আবারো বিশুদ্ধতায় ছড়িয়ে যাক, এমনটাই চাওয়া।
সৃষ্টির সবকিছুই তো নিঃসন্দেহে অনেক সুন্দর। কিন্তু আমরাই সুন্দর না,অর্থাৎ আমাদের মন-মানসিকতা সুন্দর না। তাইতো প্রতিটি সমাজে হরহামেশাই বিশৃঙ্খলা দেখা যায়। আসলে মানুষের মধ্যে এখন মানবতা বোধ নেই বললেই চলে। এককথায় বলতে গেলে প্রকৃত মানুষ খুঁজে পাওয়াটা মুশকিল। যাইহোক সৃষ্টির মতো আমাদের মন-মানসিকতাও সুন্দর হবে, সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার মতামতের সঙ্গে একদম সহমত পোষণ করছি ভাই, দারুণ বলেছেন।
মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে,, সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে।তবে সেই দিন কখনোই আসবে বলে মনে হয় না।মানুষ আজকাল আর মানুষ নেই সবাই নিজের স্বার্থে নিয়োজিত।ঈশ্বরের সৃষ্টির সেরা জীব হলো মানুষ আবার মানুষের অপকর্মের দ্বারাই মানুষ আবার সবচেয়ে নিকৃষ্টতর জীবে পরিনত হয় কখনো কখনো।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ❤️
একদম যথার্থ বলেছেন বৌদি।