দাদা-বৌদির ভালোবাসার দিন।💖💖

in আমার বাংলা ব্লগ23 days ago (edited)

হ্যালো বন্ধুরা

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি।

আমার বাংলা ব্লগ শুধু একটা ব্লগিং প্ল্যাটফর্ম না এটা আমাদের বড় দাদার তৈরি এক বিশাল পরিবারের নাম।এখানে প্রথম যখন আসি, তখন বুঝতেই পারিনি যে নিজের পরিবার ছাড়াও আরেকটা পরিবার অপেক্ষা করে আছে আমার জন্য। ধীরে ধীরে বুঝলাম, এই ব্লগের মানুষগুলো কতোটা আপন, কতোটা সহযোগী, কতোটা আন্তরিক। যেনো নিজের ঘরের মানুষই আরও একটু বাড়তি হয়ে গেছে।

এই পরিবারের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষদের মধ্যে একজন আমাদের @rme বড় দাদা আর @tanuja তনুজা বৌদি। তাদের আচরণ, ভালোবাসা আর যত্ন আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। তাই তাদের বিবাহবার্ষিকীর দিনটা শুধু তাদের না, আমাদের সবার জন্যই একটা খুশির দিন।

pexels-kpaukshtite-704748.jpg
ইমেজ সোর্স

আজ তাদের সেই বিশেষ দিন। মনে মনে শুধু একটাই প্রার্থনা,দাদা ও বৌদির পথচলা যেনো আরও দীর্ঘ হয়, জীবনে যেনো সবসময় সুখ-শান্তি লেগে থাকে। তাঁরা যেমন আমাদের হাসিমুখে এক পরিবারে জুড়ে দিয়েছেন, ঠিক তেমনি হাসি-ভালোবাসা যেনো তাদের জীবনকেও ঘিরে রাখে।প্রিয় দাদা ও বৌদি,আপনারা শুধু একে অপরের জন্যই নয়, আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা।আমাদের বড় দাদা এই পরিবারের মতো একটি সুন্দর মেলবন্ধন তৈরি করেছেন, আর তনুজা বৌদি আপনি সেই বন্ধনকে আরও উজ্জ্বল করেছেন। আপনারা দুজনই আমাদের সকলের পথপ্রদর্শক। আপনারা যেমন আমাদের পাশে থেকেছেন, তেমনি আপনার জীবনযাত্রার পথচলাও যেনো সবসময় সুখ, শান্তি এবং ভালোবাসায় ভরা থাকে।

প্রার্থনা করি
প্রতিটি মুহূর্ত হোক হাসিমুখে, শান্তিতে এবং ভালোবাসায় ভরা।🙏🙏❤️❤️

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতশী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে। আর ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভালো কাজের, ভালো ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif