বেকারত্বের জ্বালা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেকারত্বের জ্বালা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে সব থেকে বড় একটা সমস্যা হলো বেকারত্ব। আসলে বেকারত্ব একটা মানুষকে ধ্বংস করে দেয়। এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের দেশের মধ্যে এই বেকারত্বের সমস্যাটা দূর করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশ কখনো সামনের দিকে এগিয়ে যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে দেশে বেকারত্বের সমস্যা অনেক কম সেই দেশ সব সমস্যার দিকে এগিয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে বেকারত্বের সমস্যা কিন্তু আমরা নিজেরাই মেটাতে পারি। অর্থাৎ তারা প্রকৃত শিক্ষিত লোক তারা কিন্তু কখনো বেকার থাকার চেষ্টা করে না এবং তারা যদি কোন কাজ না করে তাহলে তারা কোনো না কোনো কাজ সবসময় করতে পারে।
আসলে আমাদের এই সমাজে আমরা দেখতে পেয়েছি যে অনেক বেকার লোক ছিল যারা শিক্ষিত হয়েও বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করতে করতে আজ অনেক বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং সেই প্রতিষ্ঠানে তারা বহু বেকারত্বের চাকরির যোগান দিয়েছে। একটা জিনিস আমরা ভালোভাবে খেয়াল করে দেখতে পাই যে যারা প্রকৃত শিক্ষা নিয়ে জীবনে বড় হয়ে যায় তারা কিন্তু জীবনে অবশ্যই কোন না কোন কাজ করে জীবনে বড় হতে পারে। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেক গরীব পরিবারের সন্তানেরা সঠিক পড়াশোনা করেও তারা জীবনে ভালো কোন চাকরি পেতে পারে না। কেননা এখন চাকরি ক্ষেত্রে যেভাবে দুর্নীতি ঢুকে গেছে এতে করে কিন্তু টাকার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে।
আসলে আমাদের দেশের এই কিছু কিছু খারাপ মানুষদের জন্য কিন্তু বেকারত্বের সমস্যা দেখা দিচ্ছে। কেননা এই ব্যক্তিরা কখনো অন্যের ভালো না দেখে শুধুমাত্র নিজের জন্য স্বার্থপর এর মত কাজ করে এবং দেশের বেকারত্বের দিকে কোন খেয়াল না রেখে অযোগ্য ব্যক্তিকে বিভিন্ন ধরনের জায়গায় বসানো হয় টাকার বিনিময়ে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এসব অযোগ্য ব্যক্তিদের যদি আমরা একবার উঁচু স্তরে স্থান দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের দেশটা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। যে দেশে খারাপ লোকেদের সংখ্যা বেশি সেই দেশ সব সময় অন্যান্য দেশ অপেক্ষা পিছিয়ে থাকে। আসলে আমাদের দেশে বেকারত্বের জন্য বহু যুবক দিন দিন তাদের মনোবল হারিয়ে ফেলছে।
এজন্য আমাদের দেশের সরকারকে অবশ্যই সচেতন হতে হবে এই বেকারদের জন্য। অর্থাৎ যারা শিক্ষিত বেকার তাদেরকে যদি আমরা সঠিক কাজ দিতে পারি তাহলে কিন্তু তারা সেই কাজগুলোর খুব সহজে সমাধান করতে পারবে এবং তাদের এই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের দেশ তথা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য একটা জিনিস মনে রাখতে হবে যে দেশ বেকারত্বের দিক থেকে অনেক বেশি সচেতন হতে পারে অর্থাৎ তারা তাদের নিজেদের দেশে বেকারত্বের সমস্যা দূর করতে পারে তাহলে সেই দেশ অবশ্যই অন্যান্য দেশের অপেক্ষার সামনের দিকে এগিয়ে থাকবে এবং প্রত্যেকটা মানুষ জীবন যাপন করতে পারবে। তাইতো বেকারত্ব দূর করার জন্য সবাইকে অবশ্যই সাহায্যের হাত বাড়াতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

বেকার মানে হাজার যন্ত্রণা বুকে নিয়ে মাথা নিচু করে কোনো রকম বেচে থাকা