টাকার কাছে যারা বিক্রি হয়ে যায়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকার কাছে যারা বিক্রি হয়ে যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে টাকা হল এমন একটা জিনিস যার কাছে সব কিছু বিক্রি হয়ে যায়। অর্থাৎ টাকার লোভ যাদের রয়েছে তারা জীবনে কখনো সঠিক মানুষ হতে পারে না এবং মানুষ তাদেরকে কখনো মন থেকে ভালোবাসে না। এই পৃথিবীতে আমরা বহু ধরনের মানুষ দেখেছি যারা কিনা প্রচুর পরিমাণ অর্থের মালিক হয়েও তারা কখনো মানুষকে মানুষ বলে মনে করে না। অর্থাৎ তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে তারা সামান্য অর্থের জন্য আপনাকে কতটা নিচু করতে পারে। আপনি যদি একবার এই টাকার কাছে বিক্রি হয়ে যান তখন কিন্তু সে আপনাকে কখনো সম্মান করবে না এবং তার কাছে আপনি অনেকটা পশুর মত হয়ে যাবেন। অর্থাৎ সে যা বলবে সেই অনুযায়ী আপনাকে সবসময় চলতে হবে।
আসলে এই ধনী ব্যক্তিরা যদি কোন ধরনের ভুল কথা বলে থাকে তাহলে অনেকে আছে যারা তাদের সেই ভুল কথায় সমর্থন করে সেই অনুযায়ী চলার চেষ্টা করে। আমার মনে হয় যে যারা সেই ভুল কথা অনুযায়ী চলাচলের চেষ্টা করে তারা তাদের নিজেদের মেরুদন্ড অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। আসলে আপনি যদি ভুলকে ভুল এবং সঠিক জিনিসটাকে সঠিক বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন সংগ্রামী মানুষ হতে পারবেন। আর এই পৃথিবীতে যারা সংগ্রামী মানুষ তারা কিন্তু সবসময় সংগ্রাম চালিয়ে যায় এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করার জন্য চেষ্টা করে। আর এই ব্যক্তি গুলো কখনো টাকার জন্য তারা তাদের নিজেদের মেরুদন্ড বিক্রি করে না। তারা সব সময় সঠিক পথে চলার চেষ্টা করে।
এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ছোটবেলা থেকে যদি আমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারি এবং সেই পড়াশোনার মাধ্যমে যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারে তাহলে কিন্তু আমরা কখনো টাকার কাছে বিক্রি হয়ে যাব না। অর্থাৎ যারা সঠিক জ্ঞানী মানুষ তারা কিন্তু কখনো টাকার কাছে নিজেদের মাথা নত করতে চায় না। তারা সব সময় সঠিক পথে চলার চেষ্টা করে এবং যেটা ভুল সেটাকে তারা ভুল বলে আখ্যায়িত করে। আর এজন্য এই ব্যক্তি গুলো সব সময় অন্যান্য মানুষদের চোখে আলাদা হয়ে থাকে এবং প্রত্যেকটা মানুষ তাদের অবশ্যই মন প্রাণ দিয়ে ভালোবাসেন। যদিও তাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকে। কিন্তু আমার মনে হয় অর্থের চেয়ে একজন ভালো মানুষের গুরুত্ব অনেক বেশি।
এজন্য আমরা কখনো অর্থের কাছে বিক্রি হব না এবং কখনো হওয়ার চেষ্টা করবো না।আর যে মানুষগুলো একবার অর্থের লোভে পড়ে যায় তারা কিন্তু সেখান থেকে নিজেদের সর্বনাশ ডেকে আনে। এজন্য আমরা সব সময় মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেব এবং যেটা ভালো কাজ সেটি করার জন্য তাদেরকে উৎসাহিত করবো। আর এভাবে যদি আমরা সবাই মিলে সৎ পথে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে অন্য দেশের কাছে পরিচিতি লাভ করাতে পারবো। এজন্য ধনী ব্যক্তিদের অর্থের কাছে আমরা কখনো নিজেরা বিক্রি হবো না এবং কেউ যদি এই খারাপ দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে এই খারাপ দিক সম্পর্কে অবশ্যই বোঝানোর চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Very motivating
Hi there! 👋
We’ve recently launched our witness @cur8.witness 🚀
We’re actively curating quality content and developing tools like Cur8.fun and our Telegram bot, along with new projects for Steem.
If you think we're doing good, support us here → Vote for cur8.witness