চেলসির হার!!

in আমার বাংলা ব্লগ22 hours ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২৮ ই ডিসেম্বর ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000595193.jpg


এই সপ্তাহে লা লীগার কোন ম‍্যাচ নেই। লা লীগার দলগুলো ক্রিসমাস এর ছুটি উপভোগ করছে। তবে মাঠে নেমেছে অন্য লীগগুলো। বিশেষ করে বলতে হয় ইংলিশ প্রিমিয়ার লীগের কথা। গতরাতে বেশ কিছু ম‍্যাচে মাঠে নেমেছিল দলগুলো। আমার নিজেরও রাতে খুব বেশি কাজ ছিল না। আবার বেশ ঠান্ডাও ছিল। ফলাফল ম‍্যাচ দেখতে শুরু করি। চেলসি এবং অ‍্যাস্টন ভিলার মধ‍্যকার ম‍্যাচটা আমি দেখেছিলাম। চেলসির ম‍্যাচ দেখার কারণ ওখানে আমার বেশ কিছু পছন্দের খেলোয়ার রয়েছে । চেলসি কোচ তার দলকে ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামায়। অন‍্যদিকে প্রতিপক্ষ অ‍্যাস্টন ভিলার ফর্মেশন ছিল ৪-৪-২। চেলসির শুরুর একাদশে ছিল না এস্তেভাও উইলিয়ান। ইঞ্জুরি থেকে সবেমাএ ফিরেছে এইজন্যই তাকে শুরুর একাদশে রাখা হয়নি। এস্তেভাও তরুণ এবং তার খেলার ধরণ অন‍্যদের থেকে ভিন্ন। এইজন্যই আমার ভালো লাগে তার খেলা।


1000595175.jpg

1000595176.jpg

1000595178.jpg

1000595179.jpg

1000595180.jpg

1000595181.jpg


খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে এগারো টার সময়। ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। দারুণ সব আক্রমণ করতে থাকে চেলসি। আর প্রিমিয়ার লীগের দলগুলো সবসময়ই গতিশীল ফুটবল খেলে। এইজন্যই এটা দেখে একটু বেশিই ভালো লাগে। অন্য দিকে অ‍্যাস্টন ভিলা বেশ কিছু আক্রমণ করলেও সেরকম সুযোগ তৈরি করতে পারছিল না। এভাবেই চলছিল খেলা। ম‍্যাচের ৩৭ মিনিটের সময় একপ্রকার নাটকীয়ভাবে গোল খেয়ে যায় অ‍্যাস্টন ভিলা। যদিও সেটা পুরোপুরি ছিল গোলকিপার এমি মার্তিনেজ এর ভুল। এমি মার্টিনেজ প্রতিপক্ষ দুইজন খেলোয়ার কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবং ঠিক ঐসময় কর্ণার কিক থেকে নেওয়া বলটা সরাসরি এসে গোলবারে ঢুকে যায়। এবং গোল হয়ে যায়।


1000595193.jpg

1000595191.jpg

1000595189.jpg

1000595190.jpg

1000595186.jpg


প্রথমার্ধে আরও কয়েকটা আক্রমণ করলেও কোন লাভ হয়নি। চেলসি ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অ‍্যাস্টন ভিলার খেলার পরিবর্তন হয়ে যায়। তারা গোল করার চেষ্টা করতে থাকেব এবং সেই হিসেবে আক্রমণ চালিয়ে যেতে থাকে। ম‍্যাচের তখন ৬৩ মিনিট। অ‍্যাস্টন ভিলার হয়ে গোল করে ইংলিশ ম‍্যান অ‍্যাটকিনস। ম‍্যাচে সমতা চলে আসে। সমতা আসার পরে অ‍্যাস্টন ভিলা আরও মারাত্মক খেলতে থাকে। গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ম‍্যাচের তখন ৮৪ মিনিট। অ‍্যাস্টন ভিলার হয়ে আবার গোল করে অ‍্যাসকিনস। ১-২ গোলের লীড নিয়ে নেয় অ‍্যাস্টন ভিলা। এবং শেষ পযর্ন্ত ম‍্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। এবং চেলসি নিজেদের ঘরের মাঠে ম‍্যাচটা হেরে বসে। তবে ম‍্যাচে চেলসি সবদিক থেকেই এগিয়ে ছিল।

পুরো ম‍্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে চেলসি। প্রতিপক্ষ অ‍্যাস্টন ভিলার ১১ শর্ট এর বিপরীতে তারা ১৪ টা শর্ট নেয়। তবে অন টার্গেট শর্টের দিক থেকে এগিয়ে ছিল অ‍্যাস্টিন ভিলা। তাদের অন টার্গেট শর্ট ছিল ৮ টা অন‍্যদিকে চেলসির মাএ ৩ টা। ১৮ ম‍্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ এ রয়েছে অ‍্যাস্টন ভিলা। অন‍‍্যদিকে চেলসির অবস্থান ৫ এ। যথারীতি শীর্ষস্থান দখল করে রেখেছে আর্সেনাল। তবে ঠিক কতদিন সেটা পারবে তার ঠিক নেই। তাদের ঘাড়ের উপরেই নিঃশ্বাস ফেলছে প্রতিপক্ষ ম‍্যানসিটি। দুই দলের পয়েন্ট ব‍্যবধান মাএ ২। লিভারপুল সিজেন টা খুব ভালো শুরু না করলেও এখন মোটামুটি ভালো অবস্থানে আছে। তবে টেবিল টপার আর্সেনাল থেকে তারা পিছিয়ে রয়েছে প্রায় ১০ পয়েন্ট।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png