শুভ জন্মদিন " আমার বাংলা ব্লগ "
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
প্রবাদ আছে সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই দুইটা নিজের মতো করে বয়ে চলে যায়। কথাটা কিন্তু শতভাগ সত্যি। আপনি সময়ের সঠিক ব্যবহার করেন বা সেটা অপচয় করেন সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না সে চলে যাবে। কিন্তু সময় টা এমনভাবে চলে যায় মনে হয় এইতো কিছুদিন আগের কথা এরই মধ্যে তিনটা বছর পেরিয়ে গেছে। হ্যা বলছি আমার বাংলা ব্লগের কথা। মোটামুটি আমার ব্লগের সাথে একেবারে প্রথম থেকেই রয়েছি। কিন্তু মনেই হচ্ছে না এই সময় টা তিন বছর হয়ে গিয়েছে। মনে হচ্ছে না এইতো সেদিন জয়েন করলাম এখানে। অথচ দেখতে দেখতে পেরিয়ে গিয়েছি তিনটা বছর। সত্যি সময় কী এক অদ্ভূত জিনিস। আমার বাংলা ব্লগ এখন আমাদের কাছে অন্য একটা অনূভুতির নাম।
আমাদের দাদা একটা অন্য চিন্তা নিয়ে কমিউনিটি টা খুলেছিল। হয়তো তখন তার পরিকল্পনা ছিল না বা তিনি ভাবতে পারেননি একসময় গিয়ে আমার বাংলা ব্লগের ছায়াতলে এতগুলো মানুষ থাকবে। কিন্তু এখন সেটা সম্ভব হয়ে গিয়েছে। সম্ভব হয়েছে দাদার জন্য। অসংখ্য ধন্যবাদ এই মানুষটাকে। যদিও তার জন্য ধন্যবাদ দেওয়া যথেষ্ট না। দাদার পরেই বলতে হয় ব্ল্যাকস দাদার কথা অর্থাৎ আমাদের কো ফাউন্ডার। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে উনার অবদানও অনেক। উনার নিজের একটা কমিউনিটি থাকতেও উনি নিজের অনূভুতি টা কিন্তু আমার বাংলা ব্লগেই প্রকাশ করেন। তাদের কারণে আজ এতোগুলো মানুষ একটা প্লাটফর্মের নিচে।
আমাদের এডমিন মডারেটর রাও কম না। উনারাও যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন অভিজ্ঞতাসম্পন্ন এবং বিচক্ষণ। সর্বদা আমার বাংলা ব্লগের প্রতি উনারা নিবেদিত প্রাণ। আর সবচাইতে বেশি যাদের কথা বলতে হয় সেটা হচ্ছে সাধারণ সদস্যদের কথা। যাদের জন্য এতোকিছু। হয়তো আমাদের এতোতো উৎসাহ দেখেই দাদা এইরকম একটা অনুপ্রেরণা পেয়েছিলেন কমিউনিটি টা এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের কমিউনিটিতে প্রতিভার কোন অভাব নেই। অনেকে তো একাধিক প্রতিভার অধিকারী সেটা তাদের লেখা এবং ব্লগগুলোর দিকে খেয়াল করলে বোঝা যায়। সময় এভাবে চলে যাবে কোন কিছু থেমে থাকবে না। সাথে আমাদের বয়স বাড়বে কমিউনিটির সঙ্গে আমাদের একসঙ্গে থাকার সময় টা বাড়বে। কী দারুণ না সবকিছু।
আজকের এই দিনে আমার বাংলা ব্লগকে জানাই অনেক অনেক শুভকামনা। আমার বাংলা ব্লগ কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশাকরি আমরা এভাবে ৫০ তম জন্মদিন সেলিব্রেট করব আমার বাংলা ব্লগের। আমার বাংলা ব্লগ আজ চতুর্থ বর্ষে পদার্পন করল। আজ রাত থেকে শুরু হবে আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতে উপস্থিত থাকব। আমার বাংলা ব্লগের যাএা শুভ হোক।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে উইশ করতে দেখে। আসলে এই দিনটা আমাদের সকলের জন্য খুবই আনন্দের। বেশ সুন্দরভাবে আপনি উইশ করেছেন দেখে মন মুগ্ধ হলো।
আমার বাংলা ব্লগ এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চমৎকার কিছু অনুভূতি আজ শেয়ার করলেন।আমার মনে হয় এই অনুভূতি গুলো আমাদের সকলের মাঝেই এক রকমই পাওয়া যাবে। আপনি আমার বাংলা ব্লগ এর শুরু থেকেই আছেন।তাই অনুভূতি কিছুটা হলেও আমার চাইতে বেশি আপনার।এভাবে ৩,৪, ৫ করে ৫০ বছরের জন্মদিন পালন করবো ইনশা আল্লাহ।
আসলে দাদার প্রশংসা যতই করবো ততই কম হয়ে যাবে। দাদা যেমন জ্ঞানী, তেমনি উনার মনটা বিশাল। দাদা সবসময়ই ইউজারদের নিয়ে ভাবেন। দাদাকে অভিভাবক হিসেবে পেয়ে আমরা সবাই ভীষণ খুশি। এমন একটি কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যিই গর্ববোধ করছি। যাইহোক আমাদের কমিউনিটি এভাবেই অনেক দূর এগিয়ে যাবে,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।