বরখাস্ত!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
রবিবার রাতে স্প্যানিস সুপার কাপ এর ফাইনাল ছিল। ঐটা নিয়ে লিখতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততায় আর হয়ে উঠেনি। তবে একদিন অতিবাহিত না হতেই তার চেয়েও বড় একটা ব্যাপার ঘটে গিয়েছে। রিয়াল মাদ্রিদ ফাইনাল হেরেছে সেটা আবার রাইভাল বার্সেলোনার কাছে। মূলত এর পরেই মাদ্রিদ অথোরিটি আর শাবিকে রাখার সিদ্ধান্তে অটল থাকেনি। গতকাল রাতে ঘুমাতে যাব তখনই দেখি এই নিউজ। শাবিকে স্যাগ করেছে রিয়াল মাদ্রিদ। তবে শাবিকে স্যাগ করেছে না শাবি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব ছেড়েছে এটা নিয়েও ভিন্নমত আছে। এখনও কোন ভেরিফাইড নিউজ পএিকার খবর আমি পড়িনি। এগুলো অবশ্যই ফুটবল বিষয়ক আন্তর্জাতিক মিডিয়া আমাদের দেশের না। সুপার কাপ ফাইনালের পরে মাঠে একটা বাজে পরিবেশ তৈরি হয়েছিল।
সাধারণ নিয়ম সুপার কাপের জয়ী দলকে পরাজিত দলের সবাই গার্ড অফ অনার দেয়। এবারও শাবি সেটাই করতে বলে খেলোয়ারদের। কিন্তু কিলিয়ান এমবাপ্পে সেটা করতে রাজি ছিল না। ফলে সে না করায় সবাই মিলে চলে যায় বার্সেলোনা কে কোন রকম গার্ড অফ অনার না দিয়েই। সেখানেই একটা কিছু হয়েছে আমার ধারণা। বুন্দেসলীগায় অসাধারণ করতে থাকা শাবির দিকে নজর ছিল মাদ্রিদের। তার উপর শাবি ছিল মাদ্রিদের সাবেক খেলোয়ার এবং স্প্যানিস। শাবি তার খেলোয়ার থাকা সময় থেকেই মাদ্রিদের প্রতি ছিল বেশ লয়্যাল। সেটা সে অনেক ক্ষেএেই প্রমাণ করে দেখিয়েছে। গত সিজেনে কার্লো যখন দল ছাড়লো তখন মাদ্রিদের কোচ হয়ে আসে শাবি। কার্লোর মতো মাস্টারমাইন্ড যেখানে গত সিজেনে ভালো কিছু করতে পারেনি সেখানে শাবির থেকে আমাদের মাদ্রিদ ফ্যানদের প্রত্যাশা সম্ভবত বেশিই ছিল।
শাবি শুরু টা ভালোই করেছিল। তবে বিগ ম্যাচ গুলোতে একেবারে ব্লান্ডার করতে থাকে তার দল। ডিফেন্স ঠিক অ্যাটাকিং ঠিক থাকলেও মাদ্রিদের অভাব এখন একজন কন্ট্রোলিং মিডফিল্ডার যেটা নেই। বিশেষ করে টনি ক্রুস এবং লুকা মদ্রিচ যাওয়ার পরে এই অভাব টা আরও তীব্র হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ কোন কন্ট্রোলিং মিড সাইন করায়নি। ফলে ছোট দলের সাথে জিতলেও মাদ্রিদ চাপে পড়ছিল বড় দলগুলোর সাথে। বিশেষ করে পিএসজির এবং অ্যাতলেটিকোর কাছে বড় হার। পাশাপাশি লিভারপুল ম্যানসিটি এবং গতম্যাচে বার্সেলোনার কাছে হার। শাবি এখন পযর্ন্ত মাদ্রিদের কোচ হিসেবে ডাগ আউটে ছিল ৩৪ ম্যাচ। এরমধ্যে ২৪ টা রিয়াল মাদ্রিদ জিতেছে হেরেছে ৬ টা এবং ড্র হয়েছে ৪ টা ম্যাচ। সবমিলিয়ে উইনিং পার্সেন্টেজ ৭০% এর উপরে।
এটা দেখতে গেলে অতোটা খারাপও না। কিন্তু আপনি যখন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে থাকবেন তখন আপনাকে আরও বেশি ভালো করতে হবে। যাইহোক শাবি স্যাগড। মাদ্রিদ ফ্যান হিসেবে এটা আমার কাছে খারাপ লাগছে কারণ সে ছিল আমাদের সাবেক লিজেন্ডারি খেলোয়ার। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আপাতত দায়িত্ব পালন করবে রিয়ালের যুব দলের কোচ আলভারো আরবেলাও। আগামী সিজেনে সম্ভবত আবার বিশ্বমানের কোন কোচের দিকে যাবে রিয়াল মাদ্রিদ। তবে কোচ হিসেবে যেই আসুক না কেন রিয়ালের এখন প্রয়োজন একজন কন্ট্রোলিং মিডফিল্ডার। যে কীনা মধ্য মাঠ থেকে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করবে। এইরকম একটা খেলোয়ার এর অভাবে আজ এই অবস্থা। যদি এমন কাউকে দ্রুতই সাইন না করানো হয় তাহলে হয়তো এইরকম ব্লান্ডার হতেই থাকবে। রিয়ালের বিগত কিছু ম্যাচ দেখলেই বোঝা যায়। প্রতিপক্ষ মাদ্রিদকে ডমিনেট করেছে মধ্যমাঠে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Congratulations @emon42! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.