শীর্ষে যাওয়ার সুযোগ হাত'ছাড়া!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Laliga official YouTube channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
লা লীগায় নিজেদের ১৭ তম ম্যাচে রাতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে রিয়ালের সামনে সুযোগ ছিল লা লীগার টেবিল টপার হওয়ার। কারণ টেবিল টপার বার্সেলোনা তাদের থেকে দুই পয়েন্টে এগিয়ে ছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল টেবিলের ১২ তে অবস্থান করা রায়ো ভালেকানো। যদিও ম্যাচটা ছিল রায়ো ভালেকানোর মাঠে। কিন্তু রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলওির বাজে ডিফেন্স সিলেকশনের জন্য জয়ের পরিবর্তে ড্র নিয়ে ফিরতে হয়েছে রিয়াল মাদ্রিদ কে। অন্যদিকে টেবিল টপার হওয়ার সুযোগ টাও মিস করেছে রিয়াল মাদ্রিদ। যদিও এখনও অনেক গুলো ম্যাচ বাকি রয়েছে। ইঞ্জুরির কারণে স্কোয়ার্ডের বাইরে ছিল কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকেন্যদিকে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস ছিল না শুরুর একাদশে। কার্লো আনচেলওি তার দলকে মাঠে নামালেন ৪-৪-২ ফর্মেশনে। এমবাপ্পে, ভিনিসিয়াস না থাকায় দায়িত্ব টা যেন রদ্রিগো নিজের কাঁধেই তুলে নিলেন। যাইহোক খেলা শুরু হলো। রিয়াল মাদ্রিদ মূলত মধ্যমাঠ দখলে রেখে হোল্ড করে খেলার চেষ্টা করছিল। কিন্তু ডিফেন্স লাইনের জন্য সেটা পুরোপুরি করতে পারছিল না। যার ফলে বার বার হাই প্রেসিং করে আক্রমণে যেতে থাকে রায়ো ভালেকানো। ফলে ম্যাচের মাএ ৪ মিনিটে উনাই লোপেজের অসাধারণ হেড দিয়ে করা গোলে এগিয়ে যায় রায়ো ভালেকানো। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। গোল খাওয়ার পরে মাদ্রিদ কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করতে থাকে। বেশ দারুণ কিছু আক্রমণে গেলেও সুযোগ গুলো নষ্ট করে রিয়াল মাদ্রিদ খেলোয়ার রা।
ম্যাচের ৩৬ তম মিনিটে আক্রমণে যায় রায়ো ভালেকানো। বাম থেকে বল ক্রস করে প্লাজোন। মাদ্রিদ ডিবক্সের মধ্যে একেবারে বিনা মার্কিং এ দাঁড়িয়ে ছিল ভালেকানো খেলোয়ার আব্দুল মুমিন। আবারও হেডে গোল। এবং ২-০ তে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পর পর দুই গোল খেয়ে যেন রিয়াল মাদ্রিদ খেলায় ফিরে আসে। ম্যাচের ৩৯ মিনিটে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ একটা দূরপাল্লার শর্ট নেয় ফেদে ভালভার্দের। এবং সেটা গোল হলে ম্যাচে প্রথম গোলের দেখা হয় রিয়াল মাদ্রিদ। এর কিছুক্ষণ পরের কথা। ম্যাচের ৪৫ তম মিনিট চলছে। রদ্রিগোর ক্রস থেকে অসাধারণ একটা হেডে গোল দেয় জুড বেলিংহাম। মাএ ৯ মিনিটের মধ্যে সমতায় ফিরে আসে রিয়াল মাদ্রিদ। হয়তো আরও একটা ক্যামব্যাকের গল্প লিখতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমনটাই ভাবছিলাম আমি।
ম্যাচর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৫৬ মিনিটে ডিবক্সের বাইরে থেকে অসাধারণ একটা শর্ট করে রদ্রিগো। এবং গোল হয়ে যায়। ম্যাচে প্রথম বারের মতো লিড পাই রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৬৪ মিনিটে প্লাজোন এর গোলে আবার সমতায় ফিরে আসে রায়ো ভালেকানো। ম্যাচে তখন পুরোপুরি ৩-৩ গোলের সমতা। পরবর্তীতে ভিনিসিয়াস নেমে বেশ কিছু চেষ্টা চালালেও কোন গোল হয়নি। ডিবক্সের মধ্যে বাজেভাবে ভিনিসিয়াস কে ফাউল করলেও পেনাল্টি দেয়নি রেফারি। এটা নিয়ে সে বেশ রেগে যায়। ফলে রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে দেয়। মোটামুটি ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ টা। ম্যাচে এক গোল এক অ্যাসিস্ট করে ৮.৯ রেটিং নিয়ে ম্যাচসেরা হয় রদ্রিগো। এই নিয়ে লা লীগায় সমান ১৭ ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার পয়েন্ট ব্যবধান মাএ ১।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
রিয়াল মাদ্রিদের হাতে সুবর্ণ সুযোগ ছিল লীগ এর টপে পৌঁছে যাওয়ার জন্য কিন্তু সেটা তারা করতে পারল না। এই বছর আমি লক্ষ্য করে দেখেছি রিয়াল মাদ্রিদ খুব একটা ভালো ফুটবল আমাদেরকে উপহার দিতে পারতে না। আশা করি পরবর্তী সময় তারা ভালো খেলা আমাদেরকে উপহার দিবে।
রিয়াল মাদ্রিদ চেষ্টা করেছে তাদের অবস্থানের পরিবর্তন করার জন্য। কিন্তু ভাগ্য হয়তো তাদের সহায় ছিল না। যদিও এবার রিয়ালের পারফরমেন্সে আমি খুব একটা সন্তুষ্ট না। দারুন একটি ম্যাচ আমাদের আমাদের রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে।
SuperWalk টাস্কের স্ক্রিনশট শেয়ার করবেন এখন থেকে।
আচ্ছা ঠিক আছে ভাই।
বেশ কয়েকটি ম্যাচ দেখলাম রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স খুবই খারাপ। যেহেতু রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ার এমবাপ্পে ম্যাচে খেলতে পারেনি হয়তো এই প্রভাবটা দলের উপরে পড়েছে। তবে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে যাবে। আশা করি খুব দ্রুত তারা শীর্ষে পৌঁছাবে ।