অবহেলিত!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ক্লাব। দলটি তাদের সেই ঐতিহ্য সেই রয়্যালিটি বরাবরই ধরে রেখেছে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে অনেক খেলোয়ার রয়েছে। যারা এক একজন কিংবদন্তি। এরমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো, ডি স্টেফানো, ফ্রেঞ্চ পুসকাস সহ রয়েছে আরও অনেকেই। কিন্তু কিছু কিছু সময় কিছু খেলোয়ার বেশ অবহেলিত থেকে যায়। এটা অনেক টা কোচের জন্য। রদ্রিগো গোয়েস কে মোটামুটি আমরা সবাই চিনি। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফ্যানরা তাকে খুব ভালোভাবে মনে রেখেছে। ২০২২ সালের চ্যাম্পিয়ন লীগের ৮৯ তম মিনিট। রিয়াল মাদ্রিদ তখন ২ গোলে পিছিয়ে। রদ্রিগো এসে অসাধারণ দুই গোল করে দলকে নিয়ে যায় ফাইনালে। সেবার চ্যাম্পিয়ন লীগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। এছাড়া বহুবার রিয়াল মাদ্রিদের জয়ের পেছনে ছিল রদ্রিগো। যখনই রিয়ালের বিপদ এসেছে। রদ্রিগো নিজের সবটা উজাড় করে দিয়েছেন।
২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে তাকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। তারপর থেকেই শুরু। তবে শাবি আলানচো এই সিজেনে কোচ হয়ে আসার পরে রদ্রিগো ছিল সবচাইতে অবহেলিত খেলোয়ার। রদ্রিগো সাধারণত লেফট উইং এর খেলোয়ার। কিন্তু মাদ্রিদে এই মূহূর্তে সেরা দুই লেফট উইঙ্গার রয়েছে এমবাপ্পে এবং ভিনিসিয়াস। তবে সে রাইট উইং এ বেশ দারুণ খেলে। কিন্তু শাবি আলানচো কোচ হয়ে আসার পরে তাকে শুরুর একাদশেই রাখেনি। তার জায়গাই খেলিয়েছে কখনও মাস্তানতুনো কখনও আর্দা গুলার কখনও বা অন্য কাউকে। কিন্তু কেন জানি তাকে খেলাইনি। অধিকাংশ দিন রদ্রিগো শুরুর একাদশে থাকত না। আবার কোন দিন তো মাঠে নামাতো ম্যাচ শেষ হওয়ার ১০ -১৫ মিনিট আগে। ঐ সময়ে তার পক্ষে কিছুই করা সম্ভব হতো না। এভাবেই এই সিজেন কাটছিল।
শাবি তার পছন্দ খেলোয়াদের খেলিয়ে যে মাদ্রিদকে খুব ভালো পজিশনে নিয়ে গেছে সেটাও না। লা লীগা এবং চ্যাম্পিয়ন লীগ কোথাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে দলে অনেক গুলো ইঞ্জুরি হয়ে গেল। গত সপ্তাহের ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচে অবস্থা এমন হলো শুরুর একাদশে খেলোয়ার নিয়ে সমস্যা। অবশেষে শাবি মাঠে নামালো রদ্রিগো কে। রদ্রিগো সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে দিলেন। অসাধারণ এক গোলে করে রিয়াল মাদ্রিদ কে লিড এনে দেয়। পাশাপাশি ম্যাচে সবথেকে পোটেনশিয়াল ছিল সে। পরবর্তী ম্যাচে লা লীগার ম্যাচ ছিল। শাবির অবস্থা এমন জিততে না পারলে তাকে স্যাগ করা হবে। শাবি আবারও সুযোগ দিল রদ্রিগোকে। ঐ ম্যাচেও রদ্রিগো দারুণ খেলে। উইনিং গোলটা আসে তার পা থেকেই।
অথচ এই রদ্রিগোকেই এতদিন একাদশের বাইরে রেখেছিল শাবি। রদ্রিগোকে কেনার জন্য বিশ্বের বড় ক্লাবগুলো প্রস্তুত। কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে আপাতত ছাড়বে না এটা বোঝা যায়। অন্যদিকে কোচের ভুল পরিকল্পনায় ছেলেটা নিয়মিত হয়েছে অবহেলার স্বীকার। এটা একজন ফুটবলারের জন্য খুবই কষ্টের। রিয়াল মাদ্রিদের যখনই দরকার হয়েছে রদ্রিগো তার সবটা দিয়ে চেষ্টা করেছে। শুধু চেষ্টা করেনি বলতে পারেন করে দেখিয়েছে। কিন্তু শাবি তাকে একপ্রকার গুরুত্ব না দিয়ে অবহেলার সাথে রেখে দিয়েছে। এটা নিয়ে অবশ্য সব রিয়াল মাদ্রিদ সমর্থক শাবির উপরে ক্ষেপে আছে। অনেকেই তার ট্যাকটিস নিয়েও প্রশ্ন তুলছে। রদ্রিগো কে নিয়ে বলার কারণ রিয়ালের বতর্মান অনেক খেলোয়ারের মতে তার মতো প্রতিভাবান খেলোয়ার এইমূহূর্তে রিয়াল মাদ্রিদ দলে নেই। আমি নিজেও তাকে ২০২১ থেকে দেখছি। তার প্রতিভা সম্পর্কে জানি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



daily task
https://x.com/i/status/2004825843311542706
https://x.com/i/status/2004826209692312055